Miss Universe 2023: ৭১ তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করছেন দিভিতা রাই। ন্য়াশনাল কস্টিউম রাউন্ডে 'সোনার পাখি' হয়ে উঠলেন প্রতিযোগী দিভিতা। তাঁর রূপসজ্জা এবং পোশাক দেখে মুগ্ধ নেটিজেনরা-
1/5মিস ইউনিভার্সের মুকুট উঠবে কার মাথায়! ১৪ জানুয়ারি, ২০২৩-এ ৭১ তম মিস ইউনিভার্সের মঞ্চে হবে কড়া টক্কর বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের মধ্যে। ভারতীয় সুন্দরী দিভিতা রাই বর্তমানে ভারতের হয়ে মিস ইউনিভার্সের মঞ্চে প্রতিনিধিত্ব করছেন। তিনি গত বছর লিভা মিস ডিভা ইউনিভার্স ২০২২-এর খেতায় জয়ী। ন্য়াশনাল কস্টিউম রাউন্ডে দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বছর ২৫-এর এই তরুণী 'সোনে কি চিড়িয়া' ছদ্মবেশে ধরা দিয়েছে। (ছবি ইনস্টাগ্রাম)
2/5দিভিতা রাইয়ের জন্য 'সোনে কি চিড়িয়া' পোশাকটি ডিজাইন করেছেন ডিজাইনার অভিষেক শর্মা। প্রতিযোগীকে এই পোশাকে দেখে রীতিমতো মুগ্ধ দেশবাসী।
3/5দিভিতা রাইয়ের লেহেঙ্গা মধ্যপ্রদেশের চান্দেরি জেলার একটি হাতে বোনা একধরণের পাতলা কাপড় থেকে তৈরি।
4/5ডিজাইনার অভিষেক শর্মা ইনস্টাগ্রাম পোস্টে দিভিতার পোশাক সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলেছেন, ‘সোনার পাখি হিসাবে ভারতে গগনচারী চিত্রায়ন থেকে অনুপ্রাণিত। জীবনযাপনের জন্য যেটুকু প্রয়োজন তা এবং আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের সম্পদের প্রতীক।’
5/5কস্টিউম ডিজাইনারের কথায়, দিভিতা রাইয়ের পোশাকের সঙ্গে সোনার ধাতব হাতের অলঙ্করণ রয়েছে যা ‘আমাদের কারিগরদের সেরা কারুকার্যের একটি সত্যিকারের উদাহরণ।’