Nabadiganta Metro Station Latest Update: নবদিনগন্ত মেট্রো স্টেশনের কাজ শুরু অগস্টে, নির্মাণ সম্পন্ন হতে লাগবে কতদিন?
Updated: 31 Jul 2023, 11:23 AM ISTঅবশেষে মিলেছে সবুজ সংকেত। এই আবহে শীঘ্রই শুরু হতে চলেছে নবদিগন্ত মেট্রো স্টেশনের কাজ। এই স্টেশনের কাজ শেষ করার নির্দিষ্ট দিনক্ষণও নির্ধারণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এই স্টেশনের কাজ সম্পূর্ণ হলে এবং এই রুটে যাত্র পরিষেবা চালু হলে খুব সহজেই শহরের তথ্যপ্রযুক্তি হাবে পৌঁছানো যাবে গড়িয়া থেকে।
পরবর্তী ফটো গ্যালারি