বকেয়া ডিএ-র দাবিতে গতকাল রাজ্যজুড়ে ধর্মঘট পালন করেন সরকারি কর্মচারীরা। সেই ধর্মঘটে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ করতে চলেছে। পাশাপাশি সরকারের দাবি, ধর্মঘটের দিন সরকারি অফিসে কর্মীদের উপস্থিতির হার ৯০ শতাংশের ওপরই থেকেছে। এদিকে আন্দোলনকারীদের বক্তব্য, ধর্মঘট সফল। এরই মাঝে এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে এল বড় আপডেট।
1/6রিপোর্ট অনুযায়ী, আগামী ১৫ মার্চ বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে যে শুনানি হতে চলেছে, তা পিছিয়ে যেতে পারে। এর আগে গত ১৬ জানুয়ারি সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছিল যে ১৫ মার্চ পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে। তবে এর মধ্যেই ডিএ মামলার শুনানি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। (PTI)
2/6উল্লেখ্য, সুপ্রিম কোর্টের তরফে এক সার্কুলার জারি করে জানানো হয়েছে, আগামী ১৫ ও ১৬ মার্চ, অর্থাৎ, বুধ ও বৃহস্পতিবার শুধুমাত্র রেগুলার মামলার শুনানি হবে। বাকি বকেয়া মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এই আবহে আগামী ১৫ মার্চ মামলার শুনানি নাও হতে পারে বলে মনে করা হচ্ছে। (PTI)
3/6এদিকে এই পরিস্থিতিতে মামলাকারী সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী ১৩ মার্চ, সোমবার সুপ্রিম কোর্টের সামনে ডিএ মামলামেনশন করা হবে। সেদিনই শুনানির পরবর্তী দিন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মত মামলাকারী ডিএ আন্দোলনকারীদের। জানা গিয়েছে, মামলাকারীদের তরফের আইনজীবী আবেদন জানাবেন যাতে ১৫ মার্চই এই মামলার শুনানি হয়। (PTI)
4/6এদিকে একান্তই যদি ১৫ মার্চ মামলার শুনানি না হয়, সেই ক্ষেত্রে ১৭ মার্চ বা ২০ মার্চ মামলার শুনানির তারিখ ধার্য করার আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলাকারী সরকারি কর্মচারীরা। প্রসঙ্গত, এর আগে গত ১৬ জানুয়ারির শুনানিতে সর্বোচচ্চ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিলেন, ১৫ মার্চ ডিএ মামলার চূড়ান্ত শুনানি হবে। এরপরই এই মামলার রায় দেওয়া হবে। (PTI)
5/6উল্লেখ্য, গত বছর ২০ মে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। সেই রায় কার্যকর করার একেবারে শেষলগ্নে হাই কোর্টে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। যা ২২ সেপ্টেম্বর খারিজ করে দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। বহাল রাখা হয়েছিল ২০ মে'র রায়। (PTI)
6/6এদিকে হাই কোর্টের নির্দেশ মেনে বকেয়া ডিএ মিটিয়ে না দেওয়ায় রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে রাজ্য সরকারি কর্মচারীদের তিনটি সংগঠন। সেই মামলার প্রেক্ষিতে ৪ নভেম্বর হাই কোর্টে হলফনামা দাখিল করেছিল রাজ্য সরকার। সেইসঙ্গে রাজ্য জানিয়েছিল যে হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি হলে উচ্চ আদালতে সেই মামলার শুনানি হবে। (PTI)