Severe Heatwave in WB till 1st May: প্রবল তাপপ্রবাহ চলবে, বুধ পর্যন্ত গরমে 'রোস্ট' হতে হবে, কবে বৃষ্টি দক্ষিণবঙ্গে?
Updated: 25 Apr 2024, 09:43 AM ISTপ্রবল গরমে রীতিমতো ‘রোস্ট’ হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষ। আগামী কয়েকদিনের যা পূর্বাভাস, তাতে সেই পর্ব চলবে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল তাপপ্রবাহ চলতে পারে। সেইমতো সতর্কতা জারি করা হয়েছে। কবে দক্ষিণবঙ্গের স্বস্তির বৃষ্টি নামবে?
পরবর্তী ফটো গ্যালারি