ব্রালেটে লাস্যময়ী ছবি দিলেন নুসরত। তবে অনুরাগীর চো... more
ব্রালেটে লাস্যময়ী ছবি দিলেন নুসরত। তবে অনুরাগীর চোখ গিয়ে আটকাল বাঁ হাত জুড়ে থাকা দাগগুলিতে।
1/5রবিবার ‘হ্যালো সামার’ শিরোনামে কিছু ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত জাহান। যেখানে কমলা রঙের ওয়াইড লেগ জিন্স আর ব্রালেটে দেখা মিলল তাঁর। মাথায় বাঁধা ব্যান্ডনা। তবে নুসরত জাহানের এই ছবি দেখে চক্ষু চড়কগাছ কারও কারও। কেননা, অনেকরই চোখ গিয়ে আটকেছে অভিনেত্রীর হাতের কাটা দাগে।
2/5বাঁ হাতে একাধিক কাটা দাগ চোখে পড়ল নুসরতের। স্বভাবতই প্রশ্ন উঠছে, তবে কি নিজের হাত কেটেছিলেন অভিনেত্রী সাংসদ। এক ভক্ত এই নিয়ে চিন্তা প্রকাশ করে জানতে চেয়েছেন, ‘আপনার হাতে এরকমভাবে কাটা কেন?’
3/5ভালো করে দেখলে আপনারও চোখে পড়বে। প্রসঙ্গত, বছরখানেক আগে নুসরত জাহানের ‘আত্মহত্যা করার চেষ্টা’-র খবর সামনে এসেছিল। নিখিল জৈনের সঙ্গে তখন সম্পর্ক (আইনি মতে যা এখন বিয়ে নয়) আবদ্ধ ছিলেন তিনি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ভর্তিও ছিলেন। যদিও পরে নুসরতের টিম ও হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল শ্বাসকষ্টের জন্য তাঁকে ভর্তি হয়ে হয়েছিল হাসপাতালে। তখন অবশ্য রটেছিল ঘুমের ওষুধ খেয়েছিলেন তিনি।
4/5নুসরতের এই ছবিতে কমেন্ট করেছেন যশ দাশগুপ্ত। লিখেছেন, ‘ড্যাডলিং আর ইমপ্রেসিভ আমান্ডা’। আর তাতে নুসরতের উত্তর, ‘থ্যাঙ্ক ইউ জাকির স্যার’। নুসরত-যশের পরবর্তী ছবি ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’-র দুই চরিত্র আমান্ডা আর জাকির। প্রসঙ্গত, ‘চিনেবাদাম’ ছবির মতো এই ছবির প্রজোক-পরিচালক যথাক্রমে এনা সাহা আর শিলাদিত্য মৌলিক। যাঁদের নিয়ে প্রকাশ্যে বিক্ষোভ প্রকাশ করেছেন যশ।
5/5২০২১-এর অগস্টেই যশের সন্তানের মা হয়েছেন নুসরত। পরে নিজেদের বিয়ের কথাও প্রকাশ্যে এনেছেন। আগের বিয়ে থেকেও একটি ছেলে আছে যশের।