HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > NZ vs SL LIVE: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়ে সেমিফাইনালের পথে এক পা কিউয়িদের

NZ vs SL LIVE: শ্রীলঙ্কার বিরুদ্ধে দাপুটে জয়ে সেমিফাইনালের পথে এক পা কিউয়িদের

NZ vs SL Live Score: আজ বেঙ্গালুরুতে বিশ্বকাপ ২০২৩-এর ম্যাচে সম্মুখসমরে নামে নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কা। এবারের বিশ্বকাপের চতুর্থ সেমিফাইনালিস্ট নির্ধারণের ক্ষেত্রে এই ম্যাচটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন হাই-ভোল্টেজ ম্যাচের লাইভ স্কোর ও আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলায়।

1/27 শ্রীলঙ্কার ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ২৩.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ১৬০ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রাখে কিউয়িরা। গ্লেন ফিলিপস ৩টি বাউন্ডারির সাহায্য়ে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করেন টম লাথাম। শ্রীলঙ্কার হয়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজ ২৯ রানে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন থিকসানা ও চামিরা। ছবি- এএফপি।
2/27 ২২.৪ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে ডারিল মিচেলের দুরন্ত ক্যাচ ধরেন চরিথ আসালঙ্কা। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩১ বলে ৪৩ রান করেন মিচেল। নিউজিল্যান্ড ১৬২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন টম লাথাম। ছবি- এপি।
3/27 ২০.৩ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মার্ক চাপম্যান। ১টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ৭ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৪৫ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ফিলিপস। ২১ ওভার শেষে নিউজিল্যান্ডের স্কোর ৪ উইকেটে ১৫০ রান। ডারিল মিচেল ৩৭ রানে ব্যাট করছেন। ছবি- এপি।
4/27 ১৮.২ ওভারে অ্যাঞ্জেলো ম্যাথিউজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন কেন উইলিয়ামসন। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ১৪ রান করেন তিনি। নিউজিল্যান্ড ১৩০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্ক চাপম্যান। ছবি- এপি।
5/27 ইনিংসের ১৫তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। তাদের স্কোর ২ উইকেটে ১০৩ রান। ৮ বলে ১৪ রান করেছেন ডারিল মিচেল। মেরেছেন ২টি চার ও ১টি ছক্কা। কেন উইলিয়ামসন করেছেন ৬ বলে ২ রান। ছবি- এএনআই।
6/27 ১৩.৩ ওভারে মাহিশ থিকশানার বলে ডি'সিলভার হাতে ধরা পড়েন রাচিন রবীন্দ্র। ৩টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রান করে মাঠ ছাড়েন তিনি। নিউজিল্যান্ড ৮৮ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ডারিল মিচেল। ছবি- রয়টার্স।
7/27 ১২.২ ওভারে দুষ্মন্ত চামিরার বলে ডি'সিলভার হাতে ধরা পড়েন ডেভন কনওয়ে। ৯টি বাউন্ডারির সাহায্যে ৪২ বলে ৪৫ রান করে সাজঘরে ফেরেন কিউয়ি ওপেনার। নিউজিল্যান্ড দলগত ৮৬ রানে প্রথম উইকেট হারায়। ব্যাট করতে নামেন কেন উইলিয়ামসন। ছবি- পিটিআই।
8/27 ১০ ওভারের প্রথম পাওয়ার প্লে-তে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৭৩ রান সংগ্রহ করেছে। ৩৭ বলে ৪৪ রান করেছেন ডেভন কনওয়ে। মেরেছেন ৯টি চার। ২৩ বলে ২৯ রান করেছেন রাচিন রবীন্দ্র। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ছবি- রয়টার্স।
9/27 মাত্র ৭ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় নিউজিল্যান্ড। তাদের স্কোর বিনা উইকেটে ৫১ রান। ডেভন কনওয়ে ২৭ বলে ৩৪ রান করেছেন। মেরেছেন ৭টি চার। ১৫ বলে ১৭ রান করেছেন রাচিন রবীন্দ্র। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ছবি- এএফপি।
10/27 রাচিন রবীন্দ্রকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন ডেভন কনওয়ে। শ্রীলঙ্কার হয়ে নতুন বলে দৌড় শুরু করেন দিলশান মদুশঙ্কা। পঞ্চম বলে চার মেরে খাতা খোলেন কনওয়ে। প্রথম ওভারে নিউজিল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৪ রান সংগ্রহ করে। ছবি- এএনআই।
11/27 শ্রীলঙ্কা ৪৬.৪ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায়। রাচিন রবীন্দ্রর বলে লাথামের হাতে ধরা পড়েন দিলশান মদুশঙ্কা। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ৪৮ বলে ১৯ রান করে মাঠ ছাড়েন। ৩টি বাউন্ডারির সাহায্যে ৯১ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন মাহিশ থিকশানা। শেষ উইকেটের জুটিকে ৪৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। সুতরাং, জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১৭২ রান। রবীন্দ্র ৭.৪ ওভারে ২১ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ৮ ওভারে ৫২ রান খরচ করে ১টি উইকেট নেন টিম সাউদি। ছবি- এপি।
12/27 ৩৮তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে শ্রীলঙ্কা। ৪০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৯ উইকেটে ১৫৫ রান। ৭৮ বলে ৩১ রান করেছেন মাহিশ থিকশানা। মেরেছেন ৩টি চার। ২১ বলে ১১ রান করেছেন মদুশঙ্কা। মেরেছেন ১টি চার। ফার্গুসন ১০ ওভারে ২টি মেডেন-সহ ৩৫ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। স্যান্টনার ১০ ওভারে ২টি মেডেন-সহ ২২ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পুরেছেন। ১০ ওভারে ৩টি মেডেন-সহ ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। ছবি- রয়টার্স।
13/27 ৩২.১ ওভারে রাচিন রবীন্দ্রর বলে ট্রেন্ট বোল্টের হাতে ধরা পড়েন দুষ্মন্ত চামিরা। ২০ বলে ১ রান করেন তিনি। শ্রীলঙ্কা দলগত ১২৮ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দিলশান মদুশঙ্কা। ছবি- এপি।
14/27 ২৩.৩ ওভারে লকি ফার্গুসনের বলে উইকেটকিপার টম লাথামের দস্তানায় ধরা পড়েন চামিকা করুণারত্নে। ১টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ৬ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১১৩ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দুষ্মন্ত চামিরা। ছবি- রয়টার্স।
15/27 ১৮.৩ ওভারে মিচেল স্যান্টনারের বলে স্লিপে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন ধনঞ্জয়া ডি'সিলভা। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪ বলে ১৯ রান করেন তিনি। শ্রীলঙ্কা দলগত ১০৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মাহিশ থিকশানা। স্যান্টনার ৪ ওভারে ১টি মেডেন-সহ ৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন। ছবি- এপি।
16/27 ১৬.৪ ওভারে মিচেল স্যান্টনারের বলে স্লিপে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৬ রান করেন তিনি। শ্রীলঙ্কা ১০৪ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চামিকা করুণারত্নে। ছবি- এএপি।
17/27 ইনিংসের ১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা। তাদের স্কোর ৫ উইকেটে ১০২ রান। ধনঞ্জয়া ডি'সিলভা ১৮ ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ ১৪ রানে ব্যাট করছেন। ধনঞ্জয়া ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২টি চার মেরেছেন ম্যাথিউজ। ছবি- এপি।
18/27 জোর ধাক্কা শ্রীলঙ্কা শিবিরে। ৯.৩ ওভারে লকি ফার্গুসনের বলে মিচেল স্যান্টনারের হাতে ধরা পড়েন কুশল পেরেরা। ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। শ্রীলঙ্কা দলগত ৭০ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি'লিসভা। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৫ উইকেটে ৭৪ রান। ছবি- এপি।
19/27 ৮.২ ওভারে ট্রেন্ট বোল্টের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন চরিথ আসালঙ্কা। ১টি বাউন্ডারির সাহায্যে ৮ বলে ৮ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৭০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। বোল্ট ৫ ওভারে ১টি মেডেন-সহ ২৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ছবি- পিটিআই।
20/27 ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২২ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন কুশল পেরেরা। উল্লেখযোগ্য বিষয় হল, শূন্য রানে জীবনদান পান তিনি। ৮ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৭০ রান। পেরেরা ৫১ ও আসালঙ্কা ৮ রানে ব্যাট করছেন। ছবি- এএফপি।
21/27 ষষ্ঠ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় শ্রীলঙ্কা। ষষ্ঠ ওভারে টিম সাউদির বলে ৩টি চার ও ১টি ছক্কা মারেন কুশল পেরেরা। ৬ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩ উইকেটে ৫২ রান। ১৭ বলে ৩৯ রান করেছেন পেরেরা। মেরেছেন ৬টি চার ও ২টি ছক্কা। সাউদি ৩ ওভারে ৩৫ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন। ছবি- এএফপি।
22/27 একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন ট্রেন্ট বোল্ট। ৪.৪ ওভারে বোল্টের বলে ডারিল মিচেলের হাতে ধরা পড়েন সদ্য ক্রিজে আসা সাদিরা সমরাবিক্রমে। ২ বলে ১ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৩২ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন চরিথ আসালঙ্কা। ছবি- এএনআই।
23/27 চতুর্থ ওভারে টিম সাউদির বলে ২টি চার ও ১টি ছক্কা মারেন কুশল পেরেরা। ৪.১ ওভারে ট্রেন্ট বোল্টের বলে রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন কুশল মেন্ডিস। ১টি বাউন্ডারির সাহায্যে ৭ বলে ৬ রান করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ক্যাপ্টেন। শ্রীলঙ্কা দলগত ৩০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সাদির সমরাবিক্রমে। ওয়ান ডে বিশ্বকাপে বোল্টের এটি ৫০তম শিকার। ছবি-এপি।
24/27 শ্রীলঙ্কার হয়ে ওপেন করতে নামেন পাথুম নিশঙ্কা ও কুশল পেরেরা। নিউজিল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন ট্রেন্ট বোল্ট। প্রথম ওভারে ১ রান ওঠে। ১.৪ ওভারে টিম সাউদির বলে কুশল পেরেরার ক্যাচ মিস করেন উইকেটকিপার টম লাথাম। ক্যাচ ধরলে শূন্য রানে আউট হতেন পেরেরা। ঠিক তার পরের বলেই, অর্থাৎ ১.৫ ওভারে সাউদির বলে লাথামের হাতে ধরা পড়েন পাথুম নিশঙ্কা। ৮ বলে ২ রান করেন তিনি। শ্রীলঙ্কা ৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কুশল মেন্ডিস। ছবি- এএনআই।
25/27 শ্রীলঙ্কার প্রথম একাদশ: পাথুম নিশঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি'লিসভা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা ও দিলশান মদুশঙ্কা। ছবি- এএফপি।
26/27 নিউজিল্যান্ডের প্রথম একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), ডারিল মিচেল, মার্ক চাপম্যান, গ্লেন ফিলিপস, টম লাথাম (উইকেটকিপার), মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট। ছবি- পিটিআই।
27/27 শ্রীলঙ্কার বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে টস জেতে নিউজিল্যান্ড। টস জিতে নিউজিল্যান্ড দলনায়ক কেন উইলিয়ামসন শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে। সুতরাং, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রান তাড়া করাই শ্রেয় মনে করে কিউয়িরা। সেমিফাইনালের আশা জিইয়ে রাখতে এই ম্যাচে জয় তুলতেই হবে নিউজিল্যান্ডকে। তাই উইলিয়ামসনদের কাছে এটি ডু-অর-ডাই ম্যাচ। তবে নিউজিল্যান্ড এই ম্যাচে হারলে সুবিধা হবে পাকিস্তানের। সুতরাং, এই ম্যাচে শ্রীলঙ্কার সমর্থনে গলা ফাটাবেন পাকিস্তানের সমর্থকরা। শ্রীলঙ্কা অবশ্য জিতুক বা হারুক, আজই তাদের বিশ্বকাপ ২০২৩ অভিযান শেষ। ছবি- এপি।

Latest News

শুধু মায়ের জন্য একটি দিন, রইল মাতৃ দিবসের সুন্দর কিছু শুভেচ্ছাবার্তা ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল রবিতে ১৩ জেলায় ঝড় উঠবে ৫০ কিমিতে, সোমেও চলবে বৃষ্টি, তারপর গরম বাড়বে ৪ ডিগ্রি! ৭ দলের ধরাছোঁয়ার বাইরে KKR, আর কাদের প্লে-অফের সম্ভাবনা বেশি, ইঙ্গিত লিগ টেবিলেই ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের তৃতীয়বার মোদী ক্ষমতায় এলেই ‘মমতা দিদির জেল হবে’ দাবি কেজরির, জবাব দিলেন শুভেন্দু তিক্ততা অতীত, সোশ্যাল মিডিয়ায় এখন খুনসুটিতে মেতেছেন দেওল পরিবারের সদস্যরা বৃষ্টি মাথায় প্রচারের মাঝে বিশেষভাবে সক্ষম ভক্তের আবদারে সেলফি তুললেন দেব সন্দেশখালির জন্য কত মদ, টাকা, অস্ত্র লাগবে? হিসাব ‘গঙ্গাধরের’, সামনে নয়া ভিডিয়ো

Latest IPL News

ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের ১৩ বছর হয়ে পরেও বেতন দেয়নি কোচি টাস্কার্স, বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী তারকা IPL 2024: প্লে-অফের টিকিট পাবে গুজরাট টাইটানস, আত্মবিশ্বাসী অধিনায়ক শুভমন গিল ইডেনে বুমরাহর অফ-স্টাম্পের ঠিকানা লেখা ইয়র্কার ছেড়ে দিয়ে বোল্ড নারিন- ভিডিয়ো প্লে-অফের দরজায় দাঁড়িয়ে গতবারের অধিনায়ককে ফেরাল KKR, ভালো খেলেও বাদ তরুণ তুর্কি KKR-র ড্রেসিংরুমে ঢুকে আড্ডা রোহিতের! নেটপাড়া বলল '২০২৫-র স্ট্র্যাটেজি বানালেন' শিরে সংক্রান্তি অবস্থা, মিরাকলের আশায় আনকোরা পেসারকে দলে নিল গুজরাট টাইটানস RCB ম্যাচে পন্ত নেই, কে নেতৃত্ব দেবেন? তারকা অলরাউন্ডারের নাম ঘোষণা করলেন পন্টিং বৃষ্টিতে সাদা পলিথিনের ঘোমটায় ঢাকা ইডেন, ম্যাচ ভেস্তে গেলে লাভ KKR-র, জানুন কারণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ