পেটিএম ব্যবহারকারীদের এক বিপুল অংশের সাইবার নিরাপত্তা প্রশ্নচিহ্নের মুখে? অন্তত এমনই দাবি ফায়ারফক্স মনিটরের। যদিও পেটিএম এ বিষযে আশ্বাস দিয়ে জানিয়েছে, ‘আমাদের ব্যবহারকারীদের ডেটা সম্পূর্ণ সুরক্ষিত।’
1/5অনলাইন লেনদেন অ্যাপ পেটিএম-এ নিরাপত্তায় গলদ। এর ফলে ৩৪ লক্ষ ব্যবহারকারীর তথ্য ফাঁস হয়েছে। সম্প্রতি সাইবার সিকিউরিটি সংস্থা ফায়ারফক্স মনিটর এ বিষয়ে জানিয়েছিল। পেটিএম যদিও ব্যবহারকারীদের ডেটা 'সম্পূর্ণ সুরক্ষিত' আছে বলে জানিয়েছে। প্রতীকী ছবি: এইচটি বাংলা (Soumick/HT Bangla)
2/5কবে এই ডেটা লিকের ঘটনা? ২০২০ সালের ৩০ অগস্ট ডেটা লিকের ঘটনা হয় বলে জানিয়েছিল ফায়ারফক্স। ব্রিচটি যাচাইকরণের পর ২৬ জুলাই ২০২২-এ ডেটাবেসে যোগ করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (Soumick/HT Bangla)
3/5রিপোর্টে বলা হয়েছিল, এর মধ্যে ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, জন্মতারিখ, লিঙ্গ, অবস্থান, আয়, নাম এমনকি ক্রয়-বিক্রয়ের রেকর্ড রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট) (Soumick/HT Bangla)
4/5ব্যবহারকারীদের নামের তালিকাও প্রকাশ করে পেটিএম।। এর মাধ্যমে আইডেন্টিটি থেফট থেকে হ্যাকিং, স্প্যামিং ইত্যাদি হতে পারে। ফাইল ছবি : ইনস্টাগ্রাম (Soumick/HT Bangla)
5/5যদিও পুরো বিষয়টা বুধবার অস্বীকার করেছে পেটিএম। তাঁদের প্ল্যাটফর্মে ইউজার ডেটা নিরাপদ আছে বলে জানিয়েছে সংস্থা। ফাইল ছবি: মিন্ট (Soumick/HT Bangla)