PF Interest Rate Hike Chances: সম্প্রতি, কেন্দ্রীয় সরকার ২০২১-২২ আর্থিক বছরের জন্য প্রভিডেন্ট ফান্ডের জন্য ৮.১ শতাংশ সুদের হার ঘোষণা করেছে। এদিকে ইপিএফও-তে সুদের হার কমানোর মাধ্যমে কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প নিয়ে কাজ করছে। এই স্কিমটি সঠিকভাবে বাস্তবায়িত হলে, ভবিষ্যতে পিএফ-এর সুদের হার আবার বাড়বে বলে আশা করা যায়।
1/5 কী এই পরিকল্পনা: রিপোর্ট অনুযায়ী, ইপিএফও-এর ফিনান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড অডিট কমিটি ইক্যুইটি লিঙ্কড ইনভেস্টমেন্টের সীমা ১৫ শতাংশ থেকে ২৫ থেকে ৩০ শতাংশ করার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে। প্রস্তাব অনুযায়ী ইক্যুইটি এক্সপোজার বাড়ানো হবে এবং বিনিয়োগ নির্দেশিকা সংশোধন করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (HT_PRINT)
2/5সহজ ভাষায়, EPFO তহবিলের ২৫ থেকে ৩০ শতাংশ শেয়ার বাজারে বিনিয়োগ করা হবে এবং তা থেকে সর্বোচ্চ রিটার্ন নেওয়ার চেষ্টা করা হবে। এরফলে গ্রাহকদেরও বেশি সুদ দিতে পারবে কেন্দ্র। আর তাই ভবিষ্যতে এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পিএফ-এর সুদের হার বৃদ্ধির আশা রয়েছে। (HT_PRINT)
3/5৩ হাজার কোটি টাকা বিনিয়োগ: যদি ইক্যুইটি বিনিয়োগের সীমা ২৫ থেকে ৩০ শতাংশে বৃদ্ধি করা হয়, তাহলে EPFO শেয়ার বাজারে প্রতি মাসে ৩০০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে। (HT_PRINT)
4/5ইপিএফও-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিস (সিবিটি) বলেছে ঋণ এবং ইক্যুইটি তহবিলের সাথে ৮৫:১৫ অনুপাত থেকে উচ্চ রিটার্ন আশা করা যায় না। বর্তমানে, EPFO এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড (ETFs) এর মাধ্যমে ইক্যুইটিতে বিনিয়োগ করে। তবে সরকার বলছে যে ইক্যুইটি তহবিলের বিনিয়োগের সীমা বৃদ্ধির সাথে উচ্চ রিটার্নের আশা করতে পারে। (HT_PRINT)
5/5গত আর্থিক বছরে, পিএফ-এর সুদের হার ছিল ৮.৫ শতাংশ, যা এখন ৮.১ শতাংশে নেমে এসেছে। এই হার প্রায় ৪০ বছরের মধ্যে সর্বনিম্ন। এই আবহে সরকার উচ্চতর রিটার্নের জন্য এই পরিকল্পনাটি কতদিন কার্যকর করে তা দেখা গুরুত্বপূর্ণ। (HT_PRINT)