যে পিএলআই স্কিমে এই কর্মী নিয়োগ নিয়ে যে কথা হচ্ছে, তা মূলত, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম। এটিকে উৎপাদন ভিত্তিক ভাতা বলা হয়। উল্লেখ্য, স্মার্ট ফোন তৈরির ক্ষেত্রে ২ বছর আগেই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পের ফলে আইফোন প্রস্তুতকারক মার্কিন সংস্থা অ্যাপেল-এ শেষ ১৯ মাসে ১ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের রাস্তা খুলেছে।
1/5গুগল, মাইক্রোসফ্ট, টুইটারের মতো সংস্থাগুলি যখন পর পর কর্মী ছাঁটাই করে চলেছে, তখনই এল সুখবর। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো জানিয়েছেন, অ্যাপেলের পিএলআই স্কিমের আওতায় দেশে ১ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ আসছে। ফলে কর্মসংস্থানের দিক থেকে এই তথ্য একটি বড় খবর। ছবি : হিন্দুস্তান টাইমস টেক
2/5উল্লেখ্য, যে পিএলআই স্কিমে এই কর্মী নিয়োগ নিয়ে যে কথা হচ্ছে, তা মূলত, প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ স্কিম। এটিকে উৎপাদন ভিত্তিক ভাতা বলা হয়। উল্লেখ্য, স্মার্ট ফোন তৈরির ক্ষেত্রে ২ বছর আগেই এই প্রকল্প চালু করেছে কেন্দ্র। এই প্রকল্পের ফলে আইফোন প্রস্তুতকারক মার্কিন সংস্থা অ্যাপেল-এ শেষ ১৯ মাসে ১ লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের রাস্তা খুলেছে।
3/5প্রত্যক্ষভাবে অ্যাপেলের ১ লক্ষের বেশি কর্মসংস্থান হলেও, তার সহযোগী ৩ সংস্থআ ফক্সফোন, পেগাট্রোন, উইসট্রোনে নতুন করে ৬০ শতাংশ কর্মী নিয়োগ হচ্ছে। পিএলআই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই ৭ হাজার কর্মী নিয়োগ হয়ে গিয়েছে গত ২ বছরে। চলতি আর্থিক বছরে আরও ১ হাজার কর্মসংস্থান হবে বলে জানা গিয়েছে।
4/5প্রসঙ্গত, অ্যাপের সহযোগী ব্যবস্থাপনার মধ্যেই বিভিন্ন সংস্থার দ্বারা আরও ৪০ হাজার কর্মী নিয়োগ হতে চলেছে বলে খবর। Tata Electronics, Salcomp, Avary, Foxlink, Sunwoda , Jabil এই সংস্থাগুলি অ্যাপেলকে সহযোগী বস্তু সরবরাহ করে। আর সেখানেই কর্মী নিয়োগ হতে চলেছে। Foxconn Hon Hai যা অ্যাপেলের আইফোন প্রস্তুতকারি সংস্থা, সেখানে ৩৫ হাজারে বেশি কর্মসংস্থান হয়েছে। যা এক লাখের লক্ষ্য মাত্রার এক তৃতীয়াংশের বেশি।
5/5এর আগে, ২০২০ সালে অগস্ট মাসে পিএলআই প্রকল্পের আওতায় ৫ বছরে ২ লক্ষ কর্মসংস্থান করার কথা বলেছিল অ্যাপেল। এই প্রকল্পের তরফে বিবৃতিও জারি করেছিল কেন্দ্র। উল্লেখ্য, পিএআই স্কিমে নিযুক্ত কর্মীদের সম্পর্কে তথ্য কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সংস্থাকে ৩ মাস অন্তর পেশ করতে হয়।