আগামী ২০৩০ সাল পর্যন্ত জার্মানি ভারতকে ১০ বিলিয়ন ইউরোর উন্নয়নমূলক সহায়তা প্রদান করবে।
1/5জার্মানি ও ভারতের মধ্যে স্বাক্ষরিত হল যৌথ অংশীদারিত্ব পত্র(JDI)। তার অধীনে এক সবুজ ভারতের রূপান্তরে অর্থ সহায়তা দেবে জার্মানি। আগামী ২০৩০ সাল পর্যন্ত জার্মানি ভারতকে ১০ বিলিয়ন ইউরোর উন্নয়নমূলক সহায়তা প্রদান করবে। ফাইল ছবি: পিটিআই (PTI)
2/5সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউরোপ সফরের প্রথম দিন ছিল। দিনের শেষে সাংবাদিক সম্মেলনে বিদেশসচিব বিনয় কোয়াত্রা বলেন, 'জেডিআই ভারত ও জার্মানির মধ্যে উন্নয়ন সহযোগিতার লক্ষ্যকে 'দীর্ঘমেয়াদী কৌশলগত দৃষ্টিভঙ্গি' প্রদান করবে।' ফাইল ছবি: এএফপি (PTI)
3/5বিদেশসচিব জানান, সবুজ হাইড্রোজেন ও পূনর্নবীকরণযোগ্য শক্তির বিষয়ে সহযোগিতা নিয়েও দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফাইল ছবি: পিটিআই (PTI)
4/5অংশীদারিত্বের অংশ হিসাবে, একটি টাস্ক ফোর্স গঠিত হবে। জার্মানির সহায়তায় ভারতে একটি গ্রিন হাইড্রোজেন হাব প্রতিষ্ঠা করা হবে। ছবি; পিটিআই (PTI)
5/5সোমবার প্রধানমন্ত্রী মোদী তাঁর তিন দিনের ইউরোপ সফরের প্রথম দিন। সোমবারই তিনি বার্লিনে পৌঁছন। কিছুক্ষণ প্রবাসী ভারতীয়দের সঙ্গে আনন্দ উদযাপন করেই ব্যস্ত হয়ে যান বিভিন্ন বৈঠকে। অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ সংযোগ এবং সবুজায়নে অংশীদারিত্ব সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে। ফাইল ছবি: এপি (PTI)