বাংলা নিউজ > ছবিঘর > Second Vande Bharat from Bengal: নববর্ষে দ্বিতীয় বন্দে ভারত পাবে বাংলা, রেলমন্ত্রীর কাছে বিশেষ আবেদন BJP সাংসদের

Second Vande Bharat from Bengal: নববর্ষে দ্বিতীয় বন্দে ভারত পাবে বাংলা, রেলমন্ত্রীর কাছে বিশেষ আবেদন BJP সাংসদের

শীঘ্রই আরও এক নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে ... more

শীঘ্রই আরও এক নতুন রুটে বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, যে বন্দে ভারত চালু হতে চলেছে, তা নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যাবে। সূত্রের খবর, আরও একাধিক রুটে হাওড়া থেকে বন্দে ভারত চালু করার বিষয়ে পরিকল্পনা রয়েছে রেল কর্তৃপক্ষের। এদিকে নয়া বন্দে ভারত চালুর ফলে লাভবান হতে চলেছেন পর্যটক এবং ব্যবসায়ীরা। তবে আপাতত এনজেপি-গুয়াহাটি রুটের ওপর নজর সবার।