Semi Highspeed Train: ১১ ঘণ্টার পথ পার আড়াই ঘণ্টায়! এই দুই শহরের মধ্যে চালু হবে ‘সেমি-হাইস্পিড’ ট্রেন
Updated: 17 Aug 2022, 03:04 PM ISTদেশের দুই মেট্রো শহরের মধ্যে ২০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ‘সেমি-হাইস্পিড’ ট্রেন চালানোর পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে বেঙ্গালুরু ও হায়দরাবাদের মধ্যে এই অত্যাধউনিক রেল পরিষেবা চালু করার নীল নকশা তৈরি হচ্ছে।