বাংলা নিউজ >
ছবিঘর >
10 May Lucky Zodiac Sign Astrology: ২৪ ঘণ্টায় তৈরি হচ্ছে বিদেশ যাত্রার যোগ, রয়েছে গাড়ি কেনার সম্ভাবনা! কী বলছে রাশিফল?
10 May Lucky Zodiac Sign Astrology: ২৪ ঘণ্টায় তৈরি হচ্ছে বিদেশ যাত্রার যোগ, রয়েছে গাড়ি কেনার সম্ভাবনা! কী বলছে রাশিফল?
Updated: 09 May 2022, 07:21 PM IST
লেখক Sritama Mitra
চাকরিতে উন্নতির যোগ রয়েছে কর্কট রাশির। মান সম্মান বেড়ে যেতে পারে। আয়ে বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গ পাবেন। আসবে গাড়ি। বিদেশযাত্রার যোগ তৈরি হতে পারে। ধৈর্যের অভাব দেখা যাবে।
1/13জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী প্রতিটি রাশিরই একটি স্বামীগ্রহ থাকে। আর সেই স্বামীগ্রহ অনুযায়ী ১ ১২ রাশির উপর বিভিন্ন রকমের প্রভাব পড়তে থাকে। গ্রহ নক্ষত্রের গতিবিধরি উপর নির্ভর করে রাশিফলের গণনা করা হয়। ১০ মে ২০২২ সালে ৫ টি রাশির ভাগ্য তুঙ্গে থাকতে চলেছে। এই ১০ মে পড়ছে সীতা নবমী। কোন ৫ রাশির ভাগ্যে সেদিন কী কী রয়েছে দেখে নেওয়া যাক।
2/13মেষ-মন দারুখ খুশি থাকবে। বাড়িতে পুজো পাঠ হতে পারে। পোশাক কেনাকাটায় খরচ হতে পারে। স্বাস্থ্যের দিকে একটু নজর দিন। চাকরিতে অফিসারদের সাহায্য পাবেন। উন্নতির যোগ দেখা যাচ্ছে। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ হবে। কোথাও বেড়াতে যেতে পারেন। ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/13বৃষ-আত্মবিশ্বাস বাড়বে। শিক্ষকদের ভাল সময়। বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটবে। আশা নিরাশায় কাটতে থাকবে জীবন। ব্যবসায় বিস্তার হবে। ভাই বোনদের সাহায্য পাবেন। অনাবশ্যক ঝগড়া থেকে দূরে থাকুন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
4/13মিথুন-চাকরিতে উন্নতির যোগ রয়েছে। চাকরিতে স্থানের পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রে আসবে বদল। ধর্মে আপনার রুচি হবে। পারিবারিক জীবনে খানিকটা টানাপোড়েন হবে। মনে থাকবে আত্মবিশ্বাস। বুঝে কথা বলতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
5/13কর্কট-চাকরিতে উন্নতির যোগ রয়েছে। মান সম্মান বেড়ে যেতে পারে। আয়ে বৃদ্ধি হবে। পরিবারের সঙ্গ পাবেন। আসবে গাড়ি। বিদেশযাত্রার যোগ তৈরি হতে পারে। ধৈর্যের অভাব দেখা যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে গেটি ইমেজস)
6/13সিংহ-মন দারুন খুশি থাকবে। পরিবারের নানান ধার্মিক কাজে পাবেন সুখ। অনেক দৌড়াদৌড়ি করতে হবে। বন্ধুদের থেকে পাবেন সহযোগিতা। বাবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। ব্যবসায় হবে উন্নতি। ধার্মিক ও মাঙ্গলিক কাজে আসবে উন্নতি। খরচ বাড়তে পারে।(ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/13কন্যা-শিক্ষকদের উন্নতি আসন্ন। বুদ্ধির বিকাশ ঘটতে চলেছে খুব শিগগির। কোনও বন্ধুর সঙ্গে বেড়াতে যেতে পারেন। পরিশ্রম বাড়িয়ে দিন। স্বাস্থ্যের দিকে সচেতন হোন। আত্মবিশ্বাস থাকবে কম। সংযত থাকুন। আটকে থাকা টাকা প্রাপ্তি ঘটবে। পারিবারিক সমস্যার সমাধান হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে মিন্ট)
8/13তুলা-আশা নিরাশার মধ্যে দিয়ে যাবে ১০ তারিখ। ব্যবসায়ে মন দিন। সেখানে মন দিলে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি লড়াই করতে পারবেন। কোনও তীর্থযাত্রা হবে এই সময়। ত্রোধ সংযত রাখুন। পারিবারিক জীবনে আসবে কষ্ট। আলস্য বাড়বে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। (ছবিটি প্রতীকী)
9/13বৃশ্চিক-পড়াশোনায় আসবে রুচি। শিক্ষা কার্যে আসবে সুবিধা। পরিণাম ভাল হবে। বুদ্ধিদীপ্ত কাজ ভাল হবে। স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। ব্যবসায়ে চ্যালেঞ্জ আসবেই। বাড়ির সুখ পাবেন। মায়ের কাছাকাছি আসতে পারবেন।
10/13ধনু-মন অস্থির হবে। চাকরিতে বদল আসবে। পরিশ্রম বাড়বে। ব্যবসায় পরিবর্কনের সম্ভাবনা, বাড়বে পরিশ্রম। রাজনীতিতে থাকলে অসুবিধা হতে পারে। বন্ধুর সহযোগিতা পাবেন। বিবাদ লেগে থাকবে। ধর্মকর্মে মতি হবে।বুধ বক্রি হওয়ার ফলে কয়েকটি রাশির জাতকদের খরচ বাড়বে। সেইসঙ্গে আরও কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
11/13মকর-সংযত থাকুন। বাদ বিবাদ লেগে থাকবে। বন্ধুদের সহযোগিতা পাবেন। ভাই বোনদের সঙ্গে ঝগড়া তুঙ্গে উঠবে। কারোর সম্পত্তি থেকে অর্থপ্রাপ্তি হবে। শিক্ষকরা সুবিধা পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
12/13কুম্ভ-আত্মসংযম জরুরি। পারিবারিক জীবন কষ্টময় হতে পারে। কাজের জায়গায় কোনও কারণে অসুবিধা হতে পারে। ধার্মিক কাজে মন দিতে পারেন। মায়ের স্বাস্থ্য ভাল থাকবে না।কোনও পৈতৃক সম্পত্তি পেতে পারেন। (ছবিটি প্রতীকী)
13/13মীন-কথায় বার্তায় সংযত থাকা প্রয়োজন। ঝগড়াঝাঁটিতে মত্ত থাকতে পারেন। ব্যর্থ পরিস্রম হতে পারে। ব্যবসায় আসবে উন্নতি। কোথাও যাত্রা হলে তা লাভদায়ক হবে। সঞ্চিত ধন সম্পত্তিতে কমতি হবে। সুখবর পেতে পারেন এই সময়।