মিরাজ বলেন, ‘অধিনায়ক বলেছিলেন, ‘খুশি হওয়ার কোনো কিছু নেই এখনো। খেলাটা শেষ হলেই আমরা উপভোগ করব।’ প্রতিটা মুহূর্তে যেন সিরিয়াস থাকি, আর সবাইকে সমর্থন দিই। ব্যাটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’
1/5মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন বোলাররা। সেই মঞ্চে দাঁড়িয়েই ইতিহাস গড়লেন টাইগার ব্যাটাররা। আগের ম্যাচের নায়ক শান্ত এই ম্যাচেও মাঠ ছেড়েছেন দলকে জিতিয়েই। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে ২-০ ব্যাবধানে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। ইংল্যান্ডের দেওয়া ১১৮ রানের টার্গেট ১৮.৫ ওভারে ৪ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় টাইগার বাহিনী। (ছবি:এএফপি)
2/5ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচের সেরা মিরাজও শোনালেন তৃপ্তির কথা। মিরাজ বলেন, ‘আমরা সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি, সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লাগছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গেই।’ (ছবি-এএফপি)
3/5সিরিজ জয়ের পরে এবার ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে বাংলাদেশ। এই প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা শেষ ম্যাচেও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগেও কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনো জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে, আমরা সেভাবেই চেষ্টা করব।' (ছবি-রয়টার্স)
4/5এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন জয়ের নায়ক তথা অলরাউন্ডার জানান ম্যাচের মাঝপথে ড্রেসিংরুমের আবহ কেমন ছিল। এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অধিনায়ক বলেছিলেন, ‘খুশি হওয়ার কোনো কিছু নেই এখনো। খেলাটা শেষ হলেই আমরা উপভোগ করব।’ প্রতিটা মুহূর্তে যেন সিরিয়াস থাকি, আর সবাইকে সমর্থন দিই। ব্যাটিংয়ে গিয়ে স্বাভাবিক থাকার চেষ্টা করেছি।’ (ছবি-এপি)
5/5ওয়ানডে দলের সঙ্গে নিয়মিত থাকলেও মিরাজের জন্য টি-টোয়েন্টিতে খেলতে নামা তাই ‘ভাবনারই বিষয়’ ছিল। এই কথাটিই জানালেন ম্যাচ শেষের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ‘ভালো লাগছে যে দলের জন্য কিছু করতে পেরেছি। অনেক দিন পর টি-টোয়েন্টি খেলতে নেমেছি। আমি কিছুটা দ্বিধায় ছিলাম (ভালো করতে পারব কি না)। তবে দলের সবাই আমাকে সহযোগিতা করেছে।’ (ছবি-এপি)