বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > IND vs AUS 1st ODI: শামির বোলিং থেকে সূর্যের ফর্মে আসা, ODI WC এর আগে স্বস্তি দেবে টিম ইন্ডিয়াকে

IND vs AUS 1st ODI: শামির বোলিং থেকে সূর্যের ফর্মে আসা, ODI WC এর আগে স্বস্তি দেবে টিম ইন্ডিয়াকে

মহম্মদ শামির ধারালো বোলিংয়ের পাশাপাশি ওয়ানডে ক্রিকেটে সূর্যকুমার যাদবের ফর্মে ফেরা ও জয় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে আসন্ন বিশ্বকাপের আগে বাড়তি অক্সিজেন দেবে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার জয়ের ৫টি প্রাপ্তি দেখে নেওয়া যাক।