মাত্র দুই দিন। তাতেই এক লাফে ৬০০ টাকা বেড়েছে Tata Elxsi-র শেয়ার দর।
1/6হোটাটা গ্রুপের বিভিন্ন সংস্থায় এখন দুর্দান্ত লক্ষীলাভ। সেই তালিকায় রয়েছে আইটি সংস্থা Tata Elxsi। আগামিদিনেও দ্রুত মুনাফার সুযোগ রয়েছে এই শেয়ারে। (ফাইল ছবি: রয়টার্স) (REUTERS/Phil Noble)
2/6মাত্র দুই দিন। তাতেই এক লাফে ৬০০ টাকা বেড়েছে Tata Elxsi-র শেয়ার দর। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Phil Noble)
4/6গত ২০ এপ্রিলই এই শেয়ারের দাম ছিল ৭,৬০০ টাকা। সেটাই এটুকু সময়ে অনেকটা বেড়ে গিয়েছে। (ফাইল ছবি: রয়টার্স) (REUTERS/Phil Noble)
5/6২২ এপ্রিল Tata Elxsi-এর শেয়ার বেড়ে হয়ে গিয়েছে ৮,৩৯৭.৯৫ টাকা। ফাইল ছবি : রয়টার্স (REUTERS/Phil Noble)
6/6আগামিদিনেও এই ধারা বজায় থাকবে বলে ধারণা বাজার বিশেষজ্ঞদের। ফলে স্বল্প সময়ের জন্য ৯,০০০ টাকার টার্গেট প্রাইসে বিনিয়োগ করা যেতে পারে। ৮,০০০ টাকায় স্টপ লস রাখতে পারেন। ফাইল ছবি : পিটিআই (REUTERS/Phil Noble)