TMC on Dearness Allowance Strike: মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে আজ ধর্মঘট পালন করছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। তবে তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, মহার্ঘ ভাতা অনুদান আদত। সরকারি কর্মচারীদের অধিকার নয়। যদিও রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, ডিএ তাঁদের মৌলিক অধিকার।
1/5বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) প্রদান এবং কেন্দ্রীয় হারে ডিএ প্রদানের দাবিতে প্রশাসনিক ধর্মঘট চলছে। তারইমধ্যে আবারও তৃণমূল কংগ্রেস দাবি করল, ডিএ সরকারি কর্মীদের অধিকার নয়। বরং অনুদান। বৃহস্পতিবার শাসক দল তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলেন, ‘বর্ষীয়ান আইনজীবীদের ব্যাখ্যা শুনলাম যে ডিএ অধিকার নয়, এটা অনুদান। ফলে আইনি বিষয়টা মাথায় রেখে আন্দোলন হয়, তাহলে মনে হয় ভালো হবে।’ (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)
2/5কুণাল আরও বলেন, ‘যিনি বলছেন আমার ডিএ (মহার্ঘ ভাতা) চাই, তিনি ভালো করে জানেন যে তাঁর বাড়িতে কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভাণ্ডার অথবা রূপশ্রী থেকে স্বাস্থ্যসাথী পর্যন্ত বিভিন্ন সুরক্ষাকবচে তাঁর পরিবারও আছে। যেটা সরকারই চালাচ্ছে। ফলে মানুষের অসুবিধা হবে, এমন কোনও কাজ কোনও অবস্থায় করা যায় না।’ (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক)
3/5বকেয়া ডিএ প্রদান-সহ একগুচ্ছ দাবিতে আজ প্রশাসনিক ধর্মঘটের ডাক দিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। তাতে সমর্থন জানিয়েছে সিপিআইএম এবং কংগ্রেস। পাশে থাকার বার্তা দিয়েছে বিজেপি। সেই পরিস্থিতিতে আজ সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি অফিসে কম উপস্থিতি দেখা গিয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের দাবি, প্রশাসনিক ধর্মঘট পুরোপুরি সফল হয়েছে। সরকারের হুঁশিয়ারিতেও রাজ্য সরকারি কর্মীরা মাথানত করেননি বলে দাবি করেছেন সংগঠনের প্রতিনিধিরা। (ছবি সৌজন্যে ফেসবুক)
4/5ডিএ ধর্মঘট রুখতে বৃহস্পতিবারই কড়া বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। অর্থ দফতরের তরফে জানানো হয়েছে, চারটি কারণ ছাড়া যে রাজ্য সরকারি কর্মচারীরা আজ অফিসে অনুপস্থিত থাকবেন, তাঁদের বেতন কাটা যাবে। ছেদ পড়বে কর্মজীবনে। শোকজ নোটিশ দর্শানো হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে রাজ্য সরকার। (ছবি সৌজন্যে ফেসবুক)
5/5বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ছয় শতাংশ হারে ডিএ পান (ষষ্ঠ বেতন কমিশনের আওতায়)। দীর্ঘদিন ধরে তিন শতাংশ ডিএ পাওয়ার পর চলতি মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় শতাংশ। সেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় ৩৮ শতাংশ হারে ডিএ পান। (ছবি সৌজন্যে ফেসবুক)