Winter Weather Update in Kolkata: জানুয়ারি চলছে। অথচ কার্যত উধাও শীত। রীতিমতো পাখা চালাতে হচ্ছে। তারইমধ্যে কিছুটা সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর। দু'দিনে কিছুটা তাপমাত্রা কমবে বলে জানানো হল। কোথায় কেমন আবহাওয়া থাকবে, তা দেখে নিন -
1/5আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.২ ডিগ্রি সেলসিয়াসে ঠেকল। যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি কমল। সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৮.৯ ডিগ্রিতে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি ও সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছে থাকতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/5দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। পরবর্তী দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমবে। তবে পারদ পতনের সেই ধারা বেশিদিন স্থায়ী হবে না। মঙ্গলবার থেকে ফের রাতের তাপমাত্রা বাড়বে। ওই দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
3/5উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। এখন যেরকম তাপমাত্রা আছে। সেরকমই থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুষ্ক থাকবে আবহাওয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/5বিষয়টি নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, 'দিনের তাপমাত্রার কোনও উল্লেখজনক পরিবর্তন হবে বলে মনে করা হচ্ছে না। তবে ২৪ ঘণ্টা পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি মতো কমতে পারে। তারপর ২ ফেব্রুয়ারির পর তাপমাত্রা ফের নামতে হবে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন, কলকাতায় ফের উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করবে। তার ফলে রাতের তাপমাত্রা কিছুটা কমবে। তবে বিদায়ের আগে শীতের ঝোড়ো ব্যাটিং দেখা যাবে কিনা, সে বিষয়ে আলিপুর আবহাওয়া দফতরের তরফে এখনও নিশ্চিতভাবে জানানো হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)