Women's Reservation Bill: পক্ষে পড়ল ৪৫৪ ভোট, বিপক্ষে ২ জন- লোকসভায় হাসতে-হাসতে পাশ মহিলা সংরক্ষণ বিল
Updated: 20 Sep 2023, 07:39 PM ISTলোকসভায় পাশ হয়ে গেল মহিলা সংরক্ষণ বিল। যে বিলের মাধ্যমে সংসদ এবং বিধানসভার ৩৩ শতাংশ আসনে মহিলাদের সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ সেই বিল আইনে পরিণত হয়ে কার্যকর হলে জনপ্রতিনিধিত্বের কাঠামোয় আমূল পরিবর্তন আসবে। কারণ বর্তমানে সংসদে হাতেগোনা সাংসদ আছে।
পরবর্তী ফটো গ্যালারি