বাংলা নিউজ > ছবিঘর > Twin-lane tunnel near LAC: ১৩ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে লম্বা 'টুইন টানেল' অরুণাচলে, এই মাসেই শেষ হবে কাজ

Twin-lane tunnel near LAC: ১৩ হাজার ফুট উচ্চতায় বিশ্বের সবচেয়ে লম্বা 'টুইন টানেল' অরুণাচলে, এই মাসেই শেষ হবে কাজ

সম্প্রতি অরুণাচলপ্রদেশের ওপর নতুন করে নজর পড়েছে চিনের। মানচিত্রে অরুণাচলকে 'দক্ষিণ তিব্বত' আখ্যা দিয়ে এই এলাকাকে নিজেদের অঞ্চল বলে দাবি করেছে তারা। সেই মানচিত্র নিয়ে বিতর্কের মাঝেই দ্রুত এগিয়ে চলেছে অরুণাচলের সেলা টানেলের কাজ। শীঘ্রই এই টানেল সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।