দেখতে দেখতে ১ বছর বয়স হল শ্রেয়া পুত্রের, একরত্তি ছেলের জন্মদিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন গায়িকা।
1/6বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। টলিউড থেকে বলিউড, দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি একাধিক ভাষায় গান গেয়েছেন শ্রেয়া। গত বছর মা হয়েছেন তিনি। দেখতে দেখতে এক বছরে পা দিল শ্রেয়া পুত্র। (ছবি ইনস্টাগ্রাম)
2/6আদর করে ছেলের নাম রেখেছেন দেবয়ান মুখোপাধ্যায়। একরত্তি আসার পরই পালটে গিয়েছে শ্রেয়া-শিলাদিত্যর জীবন। স্বামী শিলাদিত্য এবং ছেলে দেবয়ানকে কোলে নিয়ে একাধিক ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন শ্রেয়া।
3/6একরত্তি ছেলের জন্মদিনে আবেগঘন পোস্ট করে গায়িকা লিখেছেন, ‘শুভ প্রথম জন্মদিন আমাদের ছোট্ট ছেলে। দেবয়ান ওরফে নিরবু (ডাকনাম), তুমি আমাদের অভিভাবক হিসেবে জন্ম দিয়েছ এবং বুঝিয়েছ জীবনটা অনেক সুন্দর আনন্দ ও ভালোবাসায় ভরা।'
4/6গায়িকা আরও লিখেছেন, 'আশা করি তুমি ভালোবাসায় ভরা জীবন পাও, একজন সৎ, সংবেদনশীল ও ভালো মানুষ হতে পারো।' মাস কয়েক আগেই একরত্তি দেবয়ানের অন্নপ্রাশনের ছবিও শেয়ার করেছিলেন শ্রেয়া।
5/6প্রায়শই একরত্তির সঙ্গে কাটানো দুষ্টু-মিষ্টি মুহূর্তের ছবি নেটমাধ্যমে শেয়ার করে থাকেন শ্রেয়া। নেটিজেনরাও ভালোবাসায় ভরিয়ে দেন সেই ছবিগুলিতে।
6/6বাঙালি ব্যবসায়ী শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ের পর কর্মসূত্রে মুম্বইয়ে থাকেন গায়িকা। ২০২১ সালের ২২ মে শ্রেয়া ঘোষাল এবং শিলাদিত্য মুখোপাধ্যায়ের কোল আলো করে আসে তাঁদের একরত্তি ছেলে দেবয়ান।