বাংলা নিউজ > ময়দান > 3TC Match: ডি'ভিলিয়র্স ঝড়ে ইতিহাসের প্রথম তিন দলের ক্রিকেট ম্যাচ জিতল ঈগলস

3TC Match: ডি'ভিলিয়র্স ঝড়ে ইতিহাসের প্রথম তিন দলের ক্রিকেট ম্যাচ জিতল ঈগলস

এবি ডি'ভিলিয়র্স। ছবি- স্ত্রিনগ্র্যাব।

নতুন ফর্ম্যাটের ক্রিকেট ম্যাচে নজর কাড়লেন মার্করামও।

নতুন আঙ্গিকে অভিনব ক্রিকেট ম্যাচ। ক্রিকেটের নতুন ফর্ম্যাট নিয়ে দক্ষিণ আফ্রিকা বোর্ডের পরীক্ষা-নিরীক্ষা সফল হল বলা যায়। আগে কখনও কোথাও অনুষ্ঠিত হয়নি তিন দলের একটি ক্রিকেট ম্যাচ।

নতুন ফর্ম্যাটের আবির্ভাব মঞ্চে নায়ক হয়ে দেখা দিলেন এবি ডি'ভিলিয়র্স। কামব্যাক ম্যাচে এবিডির ২১ বলে ঝোড়ো হাফ-সেঞ্চুরির সুবাদেই ঈগলস চ্যাম্পিয়ন হয় ইতিহাসের প্রথম থ্রি টিমস ক্রিকেট ম্যাচে, যার নাম দেওয়া হয়েছে সলিডারিটি কাপ।

ম্যাচের প্রথমার্ধে ঈগলস ৬ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৬৬ রান তোলে। কাইটস তোলে ১ উইকেটে ৫৮ রান। কিংফিশার ৬ ওভারে সংগ্রহ করে ২ উইকেটে ৫৬ রান।

দ্বিতীয়ার্ধে ঈগলস ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান সংগ্রহ করে। কাইটস ২ উইকেট হারিয়ে ৮০ রান তোলে। কিংফিশার শেষ ৬ ওভারে তোলে ৩ উইকেটে ৫৭ রান।

অর্থাৎ, দুই অর্ধ মিলিয়ে ঈগলসের রান দাঁড়ায় ১২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬০। এডেন মার্করাম ৩৩ বলে ৭০ রান করেন। ডি'ভিলিয়র্স করেন ২৪ বলে ৬১ রান। তিনি ৬টি চার ও ৩টি ছক্কা মারেন।

দুই অর্ধ মিলিয়ে কাইটস সংগ্রহ করে ১২ ওভারে ৩ উইকেটে ১৩৮ রান। প্রিটোরিয়াস ১৭ বলে অপরাজিত ৫০ রান করেন। স্মুটস করেন ২৬ বলে ৪৮ রান।

কিংফিশার ১২ ওভারে তোলে ৫ উইকেটে ১১৩ রান। মালান ১৬ বলে ৩১ ও ডু'প্লেসি ১২ বলে ২৮ রান করেন।

এবিডির ঈগলস গোল্ড মেডেল জেতে কাইটস ও কিংফিশারকে হারিয়ে।

বন্ধ করুন