শুভব্রত মুখার্জি:- ক্রিকেট মাঠ হোক কিংবা ফুটবল মাঠ ক্রীড়াজগতে জাতীয় দল হোক কিংবা ক্লাব দুই ভাই বা বোনের একসঙ্গে খেলার গল্প নতুন কিছু নয়। ক্রিকেটে স্টিভ ওয়া-মার্ক ওয়া,অ্যান্ডি ফ্লাওয়ার- গ্রান্ট ফ্লাওয়ারদের কে না চেনেন। এবার সেই কাহিনীই দেখা যাবে ভারতীয় ক্রীড়া জগতেও। ভারতীয় ব্যাডমিন্টনের জগত এমন বিরল ঘটনার সাক্ষী থাকতে চলেছে। ভারতীয় সিনিয়র পুরুষ ব্যাডমিন্টন দলের হয়ে খেলার জন্য নির্বাচিত হয়েছেন সেন ভাইরা। ফলে স্বাভাবিকভাবেই সেন পরিবারে খুশির জোয়ার।ভারতীয় দলের হয়ে ব্যাডমিন্টন এশিয় টিম চ্যাম্পিয়নশিপে খেলার জন্য নির্বাচিত হয়েছেন চিরাগ সেন এবং লক্ষ্য সেন।
প্রসঙ্গত দুই ভাইয়ের মধ্যে লক্ষ্য সেন সর্বপ্রথম ভারতীয় দলে খেলার সুযোগ পেয়েছিলেন। বেশ সফল পারফর্মার লক্ষ্য। একাধিক কৃতিত্ব তিনি অর্জন করেছেন জাতীয় দলের হয়ে এবং ব্যক্তিগতভাবেও। অন্যদিকে ভাই চিরাগ সবেমাত্র জাতীয় সিনিয়র ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। আর তারপরেই তিনি জাতীয় দলের হয়ে খেলার জন্য নির্বাচিত ও হয়েছেন। ব্যাডমিন্টন এশীয় টিম চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে মালয়েশিয়ার শাহ আলমে। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হয়ে ১৯ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।
দুই ছেলের জাতীয় দলে সুযোগ পাওয়া নিয়ে আবেগী বাবা ডিকে সেন সংবাদ সংস্থা পিটিআইকে বেঙ্গালুরু থেকে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, 'আমাদের পরিবারের জন্য এটা দারুণ একটা খবর। অত্যন্ত খুশির এক খবর বলা যায়। দুই ভাইকেই একসঙ্গে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা গোটা পরিবারের কাছে একটা দারুণ গর্বের বিষয়। দুজনেই ছোট বয়সে একসঙ্গে খেলা শুরু করে। তারপর দুজনেই আজ একসঙ্গে এক জায়গায়। এটা আমার কাছে অত্যন্ত আনন্দের। একজন বাবা হিসেবে এবং একজন কোচ হিসেবে আমার কাছে খুব আবেগঘন মুহূর্ত এটা। আমি ওদের দুজনকে নিয়ে খুব গর্বিত। আমার সঙ্গে ওদের দুজনের কথা হয়নি। ওঁরা দুজনেই ব্যস্ত রয়েছে। দুজনেই এই মুহূর্তে রয়েছে কুয়ালালামপুরে। সেখানে মালয়েশিয়া ওপেনে খেলতে ব্যস্ত ওরা।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।