শুভব্রত মুখার্জি
মাত্র কয়েকদিন আগেই জার্মান ওপেনের সেমিফাইনালে অলিম্পিকে সোনাজয়ী ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনের বিরুদ্ধে এক দুরন্ত জয় ছিনিয়ে নিয়ে বিশ্বকে চমকে দিয়েছিলেন ২০ বছরের শাটলার লক্ষ্য সেন। সেই ফর্মই ধরে রাখলেন চলতি অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে। বিশ্বের ক্রমতালিকায় তিন নম্বরে থাকা অ্যান্টন অ্যান্ডারসনকে হারিয়ে অল ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে চলে গেলেন সদ্য বিশ্ব ব্যাডমিন্টনের ক্রমতালিকায় ১১ নম্বরে উঠে আসা লক্ষ্য সেন। ম্যাচের মধ্যেই তাঁর আঙুল থেকে রক্ত ঝরলও।
বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে থাকা অ্যান্টন অ্যান্ডারসনকে তিনি হারালেন ২১-১৬,২১-১৮ ফলে। বৃহস্পতিবার বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদকজয়ী লক্ষ্য অ্যান্টনকে হারিয়ে যেন এক 'বিশেষ' বার্তা পৌঁছে দিলেন বিপক্ষের প্রতিযোগীদের কাছে। উল্লেখ্য ২০ বছরের আলমোরার তরুণ লক্ষ্য চলতি বছরের জানুয়ারি মাসেই জিতেছিলেন তাঁর কেরিয়ারের প্রথম সুপার ৫০০-র খেতাব।
ইন্ডিয়ান ওপেনের খেতাব জিতেছিলেন এই শাটলার। ২০১৯ বাসেল এবং ২০২১ হুয়েলভাতে অনুষ্ঠিত বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকজয়ী অ্যান্টন অ্যান্ডারসনের বিরুদ্ধে এক লড়াকু জয় ছিনিয়ে নিলেন লক্ষ্য।
উল্লেখ্য, আন্তর্জাতিক মঞ্চে এই দুই প্রতিযোগীর এটাই প্রথম সাক্ষাৎ ছিল। যেখানে বাজিমাত করল লক্ষ্য। কোয়ার্টার ফাইনালে সেন মুখোমুখি হবে কা-লঙ্গ-অ্যাঙ্গাস এবং লু-গুয়াং-জু'র ম্যাচের জয়ীর সঙ্গে। দিনের অন্য ম্যাচে দুরন্ত লড়াই করেও দ্বিতীয় রাউন্ডের ম্যাচে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে হারতে হল সাইনা নেহওয়ালকে। খেলার ফল সাইনার বিরুদ্ধে ১৪-২১, ২১-১৭, ১৭-২১। ৫০ মিনিট ধরে হাড্ডাহাড্ডি লড়াই চালিয়ে ও শেষ রক্ষা করতে ব্যর্থ হলেন লন্ডন অলিম্পিকের ব্রোঞ্জ পদকজয়ী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।