শুভব্রত মুখার্জি: লিডস টেস্টে নাটকীয় জয় ছিনিয়ে নিয়েছে বেন স্টোকস বাহিনী। ২-০ ফলে পিছিয়ে থাকা ইংল্যান্ড এই জয়ের ফলে অ্যাশেজ সিরিজে ২-১ করেছে। খাদের কিনারায় দাঁড়িয়ে থাকা দলের জয়ের অন্যতম নায়ক হ্যারি ব্রুক। চতুর্থ ইনিংসে ২৫১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করার সময়ে ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলে দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। সেখান থেকে দাঁড়িয়ে মার্ক উড এবং ক্রিস ওকস দলের জয় নিশ্চিত করেন। কিন্তু লিডস টেস্ট জিতলেও আউট হয়ে মেজাজ হারিয়েছিলেন ব্রুক! ঠিক কী কারণে মেজাজ হারিয়েছিলেন ব্রুক, এবার তা খোলসা করেছেন ইংল্যান্ড তারকা নিজেই।
আরও পড়ুন: সিদ্ধান্ত বদলে ওয়ার্নার কি অ্যাশেজের পরেই অবসর নিয়ে নেবেন? বড় ইঙ্গিত দিলেন স্ত্রী
২০২৩ আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলের হয়ে খেললেও, তেমন ভালো পারফরম্যান্স করতে পারেননি। তবে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর পারফরম্যান্স কিন্তু যথেষ্ট ভালো। লিডসে ইংল্যান্ডের হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন ব্রুক। চতুর্থ দিনে ম্যাচ জিততে ইংল্যান্ডের যখন ২১ রান বাকি, তখন বড় শট মারতে গিয়ে আউট হন তিনি। সাত উইকেট পড়ে যায় ইংল্যান্ডের। আউট হয়ে সাজঘরে গিয়ে মেজাজ হারান। এই সম্বন্ধে ব্রুক বলেন, ‘তখন টানটান উত্তেজনার খেলা চলছিল। আমি খুব একটা মেজাজ হারাই না। কিন্তু ওই মুহূর্তে আউট হয়ে সাজঘরে ফিরে যাই আমি। দল বেকায়দায় পড়তে পারত। ম্যাচ শেষ হতে অল্প কিছু হলেও রান বাকি ছিল। তাই আর মেজাজ ঠিক রাখতে পারিনি। কারণ, আমার উচিত ছিল ম্যাচ জিতিয়ে ২২ গজ ছাড়া। ফলে নিজের উপরেই রাগ হচ্ছিল।’
আরও পড়ুন: সপ্তম হয়েও সেই চন্দ্রকান্ত পণ্ডিতের ওপরই ভরসা রখতে চলেছে KKR?
ব্রুক আরও জানিয়েছেন, ‘আমি ফেরার পরে সবাই হাততালি দিয়ে আমাকে সম্বর্ধনা দেয়। তাতে কিছুক্ষণ পরে আমার মেজাজ ঠিক হয়। কিন্তু তখনও ২১ রান বাকি ছিল ম্যাচ জিততে। ফলে একটু চাপে ছিলাম। ওকস ও উডের উপর ভরসা ছিল। উড যখন ছয়টা মারল তখন বুঝে গিয়েছিলাম এই ম্যাচ আমরা জিতবই।’ উল্লেখ্য, একটা সময়ে সপ্তম উইকেটে ওকসের সঙ্গে ৫৯ রানের জুটি গড়েন ব্রুক। খুব গুরুত্বপূর্ণ ছিল সেই জুটি। না হলে ম্যাচ হারতেও পারত ইংল্যান্ড। দীর্ঘ দিন পরে টেস্ট খেলা ওকসের সঙ্গে খেলার মাঝে কী পরিকল্পনা করেছিলেন তা জানাতে গিয়ে ব্রুক বলেন, ‘আমরা জুটি বাঁধতে চাইছিলাম। ঠিক করেছিলাম ছোট ছোট লক্ষ্য নিয়ে এগোব রান তাড়ার ক্ষেত্রে। সেটাই করেছি আমরা দু'জনে। অযথা ঝুঁকি নিইনি। ওকস খুব ভালো খেলছিল। তাই ওর উপর ভরসা ছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।