বাংলা নিউজ > ময়দান > AUS vs IND: টিম পেইনের দলে নতুন মুখ পুকোভস্কি,গ্রিন- ঘোষিত ১৭ সদস্যের অজি টেস্ট ব্রিগেড

AUS vs IND: টিম পেইনের দলে নতুন মুখ পুকোভস্কি,গ্রিন- ঘোষিত ১৭ সদস্যের অজি টেস্ট ব্রিগেড

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেল এই দুই তারকা

শেফিল্ড শিল্ডে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে জাতীয় দলে সুযোগ পেলেন উইল পুকোভস্কি এবং ক্যামেরন গ্রিন।

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জেরে আর ফেলতে পারলেন না নির্বাচকরা, ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জাতীয় দলে জায়গা করে নিলেন দুই তরুণ তুর্কি উইল পুকোভস্কি এবং ক্যামেরন গ্রিন।বৃহস্পতিবার ঘোষিত হল অস্ট্রেলিয়ার ১৭ সদস্যের টেস্ট দল। মূলত শেফিল্ড শিল্ডে ডবল সেঞ্চুরি হাঁকানোর জেরে ভিক্টোরিয়ার ব্যাটসম্যান পুকোভস্কির এই দলে সুযোগ অনেকখানি প্রত্যাশিতই ছিল। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা করে নেওয়ার পর টেস্ট দলেও ডাক পেলেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রতিভাবান তারকা ক্যামেরন গ্রিন। 

এই দুইজন ছাড়াও টিম পেইনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলে জায়গা করে নিয়েছেন একটিও টেস্ট ম্যাচ না খেলা তিন বোলার। পেসার শন অ্যাবট ও মাইকেল নিসার এবং লেগ স্পিনার মিচেল সোয়েপসনও ১৭ জনের দলে শামিল হয়েছেন। এই তিনজনই অন্য ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার জার্সিতে খেলেছেন। ক্যাঙারুদের জাতীয় নির্বাচক ট্রেভর হনস জানিয়েছেন ‘এই পাঁচজন প্লেয়ারই শেফিল্ড শিল্ডে দুর্দান্ত ভালো খেলেছেন, তাই তাঁদের নির্বাচনটা জরুরি ছিল’।

চলতি মরসুমে ভিক্টোরিয়ার হয়ে পরপর দুটি ডবল সেঞ্চুরি হাঁকিয়ে ঐতিহাস রচনা করেছেন পুকোভস্কি। ২৩ বছরের এই ডানহাতি ব্যাটসম্যান দুই ম্যাচের মাত্র তিন ইনিংস খেলে ৪৯৫ রান তুলেছেন, গড় ২৪৭.৫!  অন্যদিকে শেফিল্ডে ২টি অর্ধশান ও ১৯৭ রানের দুর্দান্ত ইনিংসসহ চার ম্যাচে মোট ৩৬৩ রান করেছেন গ্রিন। চোট থেকে কামব্যাকের জেরে যদিও খুব বেশি বল করতে দেখা যায়নি গ্রিনকে। ২৪ ওভার বল করে দক্ষিন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার নিয়েছেন ২টি উইকেট।

নতুন মুখেদের ভিড়ে অস্ট্রেলিয়া দলে জায়গা হয়নি মিচের মার্শের। অবশ্য ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া এ দলের হয়ে খেলবেন তিনি। পাশাপাশি আগের মতো দুইজন সহকারী নয়, টিম পেইনের সহকারী হিসাবে কেবলমাত্র থাকছেন প্যাট ক্যামিন্স। এই দায়িত্ব থেকে মুক্তি দেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। 

১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিনরাতের টেস্ট ম্যাচের সঙ্গে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের হাই-ভোল্টেজ টেস্ট সিরিজ। যদিও তার আগে অস্ট্রেলিয়ার তিনটি একদিনের ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বিরাট বাহিনী। টিম ইন্ডিয়ার সঙ্গে অজিদের বাকি তিনটি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে- মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর), সিডনি (৭-১১ জানুয়ারি) এবং ব্রিসবেনে (১৫-১৯ জানুয়ারি)। উল্লেখ্য, প্রথম টেস্ট খেলেই পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরবেন বিরাট কোহলি।

দেখে নিন ঘোষিত ১৭ সদস্যের অস্ট্রেলিয়া দল-  ডেভিড ওয়ার্নার, উইল পুকোভস্কি, জো বার্নস, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, নাথান লিয়ন, জেমস প্যাটিনসন, মাইকেল নেসের, মিচেল সুইপসন ও শন অ্যাবট।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

রাতের অন্ধকারে জুন মালিয়ার ব্যানার–পোস্টার ছেঁড়ার অভিযোগ, বিজেপিকে দুষছে তৃণমূল প্রাথমিকে আর ২৫০ জনকে ২ মাসের মধ্যে নিয়োগের নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার ‘আগে নিজে দেহত্যাগ করুন’, SSC মামলার পরই পদত্যাগ করতে বলায় অভিজিৎকে আক্রমণ মমতার ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.