এত সহজ রান আউটও মিস করা সম্ভব! এমনটা দেখে সম্ভবত হাসছেন ক্রিকেট দেবতাও। কেন উইলিয়ামসন এবং ডেভন কনওয়ে নিজেদের মধ্যে ভোল বোঝাবুঝিতে পিচের মাঝে একই সঙ্গে এ দিক, ও দিক ছুটত লাগলেন। এ দিকে হাত বল পেয়েও রান আউট করতে পারলেন না অ্যালেক্স ক্যারি।
আরও পড়ুন: ১ বছর আগে জুতোর জন্য টুইটারে আকুতি, সেই রায়ানই গুঁড়িয়ে দিলেন অস্ট্রেলিয়াকে
নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ওভারে বল করছিলেন মিচেল স্টার্ক। সেই ওভারের পঞ্চম বলে তিনি মার্টিন গাপ্তিলকে সাজঘরে ফেরান। আর শেষ বলে উইলিয়ামসন একটি শট কভার এড়িয়ার দিকে মেরেই রানের জন্য দৌড়ান। উইলিয়ামসন খুব হাল্কা শট খেলেছিলেন। এবং সঙ্গে সঙ্গেই দৌড়ে যান। অন্য প্রান্তে ডেভন কনওয়ে ইতস্তত করে তারপর দৌড়ে যান। কিন্তু বলটি বেশিদূর যাইনি। কভার এড়িয়ার শেন অ্যাবট বলটি ধরে সঙ্গে সঙ্গে উইকেটকিপার অ্যালেক্স ক্যারিকে ছুঁড়ে দেন।
তখন মাঝ পিচে ছোটাছুটি করছেন কেন-কনওয়ে। দু'জনেই বারবার একই দিকে দৌড়াচ্ছেন। অ্যালেক্স ক্যারির কাছে সুবর্ণ সুযোগ ছিল রানআউট করার। ক্যারি বলটি ধরেও ছিলেন। কিন্তু স্টাম্পের কাছাকাছি থাকা সত্ত্বেও স্টাম্পে লাগাতে পারেননি। আর সেই সুযোগে উইলিয়ামসন ক্রিজে নিজের জায়গায় পৌঁছে যান। তবে সেই গোল্ডেন সুযোগ মিস করে বসেন অজি কিপার।
তবে এই রানআউট মিস করার জন্য অ্যালেক্স ক্যারিকে খুব একটা আফসোস করতে হবে না। কারণ নবম ওভারের দ্বিতীয় বল অ্যাবট সাজঘরে ফেরান কনওয়েকে। তখন কনওয়ের রান ২০ বল খেলে মাত্র ৫। সেই ওভারে টম লাথামকেও আউট করেন অ্যাবট। তিনি আবার ৩ বল খেলে শূন্যতে প্যাভিলিয়নে ফেরেন।
আরও পড়ুন: সাকলিন মুস্তাককে টপকে ODI ক্রিকেটে ইতিহাস গড়লেন মিচেল স্টার্ক
খুব বেশি দূর এগোতে পারেননি উইলিয়ামসনও। ১৯তম ওভারের প্রথম বলে অ্যাডম জাম্পা তাঁকে এলবিডব্লিউ করেন। সেই সময়ে ৫৮ বল খেলে মাত্র ৫৭ রান করে সাজঘরে ফেরেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।