সাম্প্রতিক সময়ে আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে লাগার পরেও রান নেওয়া নিয়ে বিশাল সরব হয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটাররা। এবার তাদের নিজেদের ঘরের ফ্রাঞ্চাইজি লিগেই ‘চুরি’ করার ব্যর্থ প্রচেষ্টা ধরা পড়ল। বিশ্বক্রিকেট এমনট দৃশ্য আগে কোনোদিন দেখেছে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে।
অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের বিরুদ্ধে নিজেদের ইনিংসের শেষ বলে স্ট্রাইক নেওয়ার জন্য মরিয়া ছিলেন হোবার্ট হারিকেন্সের টিম ডেভিড। শেষ ওভারে ব্রডি কাউচের পঞ্চম বল তাই লং অনে মারার পরেই ডেভিড দুই রান দৌড়ান। তবে রিপ্লে দেখে আশ্চর্য হয়ে যান সকলেই। নন-স্ট্রাইকে ক্রিজের ধারেকাছেও ব্যাট ছিল না ডেভিডের। তার আগেই তিনি দৌড়ে যান। স্পষ্ট বোঝা যায় ভুলবশত নয় ডেভিড জেনেশুনেই সবার চোখে ধুলো দিতেই এই প্রচেষ্টা করেন।
তবে বর্তমান সময়ে চারিদিকে যেখানে ক্যামেরা ভর্তি, সেখানে এসব কি আর লুকানো যায়, এক্ষেত্রেও যায়নি। আম্পায়াররা দ্রুত পরিস্থিতির দখল নেন। নন স্ট্রাইকের ক্রিজে ব্যাট ঠিকভাবে না পৌঁছালে সাধারণত এক রান বাতিল করা হয়। তবে এক্ষেত্রে ডেভিডের দুই রানই বাতিল তো হয়ই, উপরন্তু ডেভিড অখেলোয়াড়সুলভ আচরনের জন্য মেলবোর্ন স্টার্সকে অতিরিক্ত পাঁচ রানও তাদের ইনিংসের শুরুতে দেওয়া হয়। এ বছর আইপিএলে আরসিবির হয়ে খেলা সিঙ্গাপুরের টিম ডেভডিরে এহেন কান্ডে কিন্তু তাজ্জব গোটা ক্রিকেটবিশ্ব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।