চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারের হতাশা ঝেড়ে ফেলার আগেই ফের বড়সড় ধাক্কা লাগল পিএসজি শিবিরে। ফরাসি চ্যাম্পিয়নদের তিন জন তারকা ফুটবলার করোনা পজিটিভ বলে চিহ্নিত হলেন।
করোনা আক্রান্ত ফুটবলারদের মধ্যে সবার আগে উঠে আসছে দলের এক নম্বর তারকা নেইমারের নাম। ব্রাজিলিয়ান সুপার স্টার ছাড়াও আর্জেন্তাইন মিডফিল্ডার ডি মারিয়া আক্রান্তদের তালিকায় রয়েছেন বলে খবর।
করোনা পজিটিভ তৃতীয় ফুটবলার হিসাবে সামনে আসছে প্যারিস সাঁ-জা'র আরও এক আর্জেন্তাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের নাম।
ক্লাবের তরফে তিন জন ফুটবলার করোনা আক্রান্ত বলে বিজ্ঞপ্তি জারি করা হলেও তাঁদের পরিচয় সামনে আনা হয়নি। তবে ফরাসি সংবাদমাধ্যমে আক্রান্ত তিন তারকার নাম উল্লেখ করা হয়েছে। সংবাদ সংস্থা এএফপিও সূত্র মারফৎ নেইমারদের করোনা আক্রান্ত হওয়ার খবর জানতে পেরেছে।
পিএসজির তরফে সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, ক্লাবের তিন ফুটবলারের করোনা রিপোর্ট পজিটিভ। প্রয়োজনীয় হেলথ প্রোটোকল মেনে চলবেন আক্রান্তরা। এও জানানো হয়েছে যে, সামনের কয়েকদিনে সমস্ত ফুটবলারদের পুনরায় করোনা টেস্ট করা হবে।
চ্যাম্পিয়ন্স লিগের পরেই নেইমার বন্ধুদের নিয়ে ইবিজায় পার্টিতে মাতেন। সেখানেই তিনি করোনা আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।