বাংলা নিউজ > ময়দান > CPL 2023: IPL-এ ফ্লপ হলেও রাসেল ও নারিনকে রিটেন করল নাইট রাইডার্স, বাকি কাদের রাখল?

CPL 2023: IPL-এ ফ্লপ হলেও রাসেল ও নারিনকে রিটেন করল নাইট রাইডার্স, বাকি কাদের রাখল?

সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। (ফাইল ছবি, সৌজন্যে আইপিএল এবং পিটিআই)

আইপিএলে ফ্লপ হলেও আন্দ্রে রাসেল ও সুনীল নারিনকে রিটেন করল নাইট রাইডার্স। রাসেল তাও কিছুটা পারফর্ম করেছিলেন। নারিন তো আইপিএলে কার্যত ফ্লপ হয়েছিলেন।

আইপিএলে একেবারেই ভালো ফর্মে ছিলেন না। আন্দ্রে রাসেল তাও কিছুটা পারফর্ম করেছিলেন। সুনীল নারিন তো আইপিএলে কার্যত ফ্লপ হয়েছিলেন। তা সত্ত্বেও ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (সিপিএল) জন্য রাসেল এবং নারিনকে রিটেন করল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ‘ভাই’ ত্রিনব্যাগো নাইট রাইডার্সে (টিকেআর)। সেইসঙ্গে আরও চারজনকে রিটেন করা হয়েছে। যে তালিকায় আছেন নিকোলাস পুরানের মতো বিধ্বংসী ব্যাটার। পাশাপাশি ড্রাফট প্রক্রিয়ার আগে ডোয়েন ব্র্যাভো এবং মার্ক দিয়ালকে দলে নিয়েছে টিকেআর। অর্থাৎ তাঁদের ট্রেড-ইন করা হয়েছে।

ত্রিনব্যাগো নাইট রাইডার্সের (টিকেআর) দল

— কাদের কাদের রিটেন করা হয়েছে? কায়রন পোলার্ড (যিনি এবার আইপিএলে খেলেন না, মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, নিকোলাস পুরান (লখনউ সুপার জায়েন্টসে খেলেন), আকিল হোসেন এবং জেডেন সিলসকে রিটেন করেছে টিকেআর।

— কাদের কাদের ট্রেড-ইন করা হয়েছে? ডোয়েন ব্র্যাভো (আইপিএলে খেলছেন না, চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ) এবং মার্ক দিয়াল।

আরও পড়ুন: Dwayne Bravo joins TKR: দু'বছর পরে নাইট রাইডার্সে ফিরলেন তারকা, 'ঘরে' এসেই দেখালেন ট্রফি জয়ের স্বপ্ন

২০২৩ সালের আইপিএলে নারিনের পারফরম্যান্স

এবারের আইপিএলে মোট ১৪ টি ম্যাচ খেলেছেন ক্যারিবিয়ান নারিন। নিয়েছেন ১১ টি উইকেট। গড় ছিল ৩৪.৮১। ইকোনমি রেট। স্ট্রাইক ২৬.১৮। একটা সময় পরপর উইকেট পাচ্ছিলেন না। তাঁকে দল থেকে বাদ দেওয়ারও দাবি উঠেছিল। তবে তাঁর উপর ভরসা রেখেছিল কেকেআর ম্যানেজমেন্ট। আইপিএলের শেষের দিকে কিছুটা ফর্মে ফিরেছিলেন। ব্যাট হাতে অবশ্য পুরো মরশুমেই ফ্লপ হয়েছেন। ১৪ টি ম্যাচে ১০ ইনিংসে ব্যাট করেছেন। মাত্র ২১ রান করেছিলেন নারিন। আপাতত টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে কিছুটা ছন্দে আছেন ক্যারিবিয়ান তারকা।

আরও পড়ুন: একাধিক T20 লিগে ফিক্সিংয়ের অভিযোগ, সাময়িক সাসপেন্ড হলেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার

২০২৩ সালের আইপিএলে রাসেলের পারফরম্যান্স

এবার আইপিএলে ১৪ টি ম্যাচে ২২৭ রান করেছেন। সর্বোচ্চ ৪২ রান করেছেন। গড় ২০.৬৪। স্ট্রাইক রেট ১৪৫.৫১। আর যে নয়টি ম্যাচে বল করেছেন, তাতে মোট সাতটি পেয়েছেন। গড় ছিল ২৪.৫৭। ইকোনমি রেট ১১.৩৪। ১৫.২১ ওভারে মোট ১৭২ রান হজম করেছেন।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন