এক দশক বাদে ক্রিকেট ফিরেছে পাকিস্তানে। সেটি আরও মধুর হয়ে থাকল কারণ শ্রীলঙ্কাকে ১-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জিতল আজহার আলির দল। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের আবির্ভাব ঘোষণা করলেন ১৬ বছরের নাসিম শাহ। তাঁর ৩১ রানে পাঁচ উইকেটের দৌলতে ২৬৩ রানে শ্রীলঙ্কার বিরুদ্ধে করাচিতে দ্বিতীয় টেস্ট জিতল পাকিস্তান।
২০০৯ সালে শ্রীলঙ্কার টিমবাসে সন্ত্রাসবাদী হানার পর এই প্রথমবার টেস্ট ক্রিকেট খেলা হল পাকিস্তানে। অনেক কষ্টে শ্রীলঙ্কান খেলোয়াড়দের এই সিরিজের জন্য রাজি করিয়েছিল পিসিবি। এদিন ম্যাচের শেষে শ্রীলঙ্কান খেলোয়াড়দের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেন পাকিস্তান অধিনায়ক। এদিন মাত্র ১৬ বলেই তিনটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করে হোম টিম। এর মধ্যে দুটি উইকেট নেয় নাসিম। ৪৭৬ রান তাড়া করে ২১২ তেই গুটিয়ে গেল শ্রীলঙ্কা।
আজহার আলি বলেন যে এটি তাদের জন্য একটি বিশেষ সিরিজ ছিল এবং তারই মানানসই ক্রিকেট খেলেছে দলের সদস্যরা। ম্যাচ ও সিরিজের সেরা হয়েছেন ব্যাটার আবিদ আলি। শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে বলেন যে প্রথম দুই দিনে তারা ভালো খেললেও পরে পাকিস্তান প্রবল ভাবে খেলায় ফেরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।