মীরাবাই চানু, বিন্দিয়ারানি দেবীরা চলতি কমনওয়েলথ গেমসে মেয়েদের ভারোত্তলন থেকে ভারতকে পদক এনে দিলেও, দেশকে গর্বিত করতে পারলেন না পপি হাজারিকা। মেয়েদের ভারোত্তলনের ৫৯ কেজি বিভাগে পদক জিততে ব্যর্থ হলেন পপি।
৫৯ কেজি বিভাগের স্ন্যাচে প্রথম প্রচেষ্টায় ৮১ কেজি ভার তোলেন পপি হাজারিকা। তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ৮৪ কেজি তুলতে ব্যর্থ হন। তা সত্ত্বেও তিনি স্ন্যাচের তৃতীয় প্রচেষ্টায় ৮৬ কেজি ভার তোলার চেষ্টা করেন। যদিও তৃতীয় প্রচেষ্টাতেও ব্যর্থ হন তিনি।
ক্লিন অ্যান্ড জার্কের প্রথম প্রচেষ্টায় পপি ১০২ কেজি ভার তুলতে ব্যর্থ হন। তবে তিনি দ্বিতীয় প্রচেষ্টায় ১০২ কেজি তুলতে সফল হন। তৃতীয় প্রচেষ্টায় ১০৭ কেজি ভার তোলার চেষ্টা করেন পপি। তবে জার্কের আগেই রণে ভঙ্গ দেন তিনি। সুতরাং, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে পপি মোট ১৮৩ কেজি ভার তোলেন, যা পদক জয়ের জন্য যথেষ্ট ছিল না। তিনি ১১ জনের মধ্যে ৭ নম্বরে থেকে ইভেন্ট শেষ করেন।
আরও পড়ুন:- Jeremy Lalrinnunga Wins Gold: গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন ভারতের জেরেমি
পপি হাজারিকার পারফর্ম্যান্স:-
উল্লেখ্য, চলতি বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের ভারোত্তলন থেকে ইতিমধ্যেই ৫টি পদক জিতেছে ভারত। শনিবার গেমসের দ্বিতীয় দিনে মেয়েদের ৪৯ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা জেতেন মীরাবাই চানু। মেয়েদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন বিন্দিয়ারানি দেবী। ছেলেদের ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন সঙ্কেত সরগর। শনিবারই ছেলেদের ৬১ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন ভারতের গুরুরাজা পূজারি।
আরও পড়ুন:- রেকর্ড গড়ে সোনা জিতলেন মীরাবাই, কমনওয়েলথ গেমসে ভারতের প্রত্যাশা পূরণ চানুর
পরে রবিবার গেমসের তৃতীয় দিনে ছেলেদের ৬৭ কেজি বিভাগে গেমস রেকর্ড করে সোনা জেতেন জেরেমি লালরিনুঙ্গা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।