বাংলা নিউজ > ময়দান > Daily Sports News Highlights: সৈয়দ মুস্তাক ট্রফিতে বাংলা, মুম্বইয়ের জয় থেকে ISL-র রেজাল্ট - একনজরে খেলার খবর
অমীমাংসিত দক্ষিণের ডার্বি। (ছবি সৌজন্যে আইএসএল)

Daily Sports News Highlights: সৈয়দ মুস্তাক ট্রফিতে বাংলা, মুম্বইয়ের জয় থেকে ISL-র রেজাল্ট - একনজরে খেলার খবর

Daily Sports News Highlights: টি-টোয়েন্টি বিশ্বকাপ, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ - খেলার যাবতীয় খবরের জন্য চোখ রাখুন ব্লগে।

Daily Sports News Highlights: আজও সৈয়দ মুস্তাক আলি ট্রফির একাধিক ম্যাচ ছিল। মাঠে নেমেছিল বাংলাও। তারইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও জোরকদমে চলছে। আজ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং নিউজিল্যান্ড। জিতে গিয়েছে পাকিস্তান। তারইমধ্যে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে নেমেছিল ভারত। শুক্রবার ক্রিকেট, ফুটবল-সহ ক্রিকেটের যাবতীয় আপডেটের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।

14 Oct 2022, 11:41:21 PM IST

অমীমাংসিত দক্ষিণের ডার্বি

আইএসএলে ড্র হয়েছে চেন্নাইয়িন এফসি এবং বেঙ্গালুরুর এফসির ম্যাচ। খেলার ফল ১-১। দক্ষিণের ডার্বিতে বেঙ্গালুরুর হয়ে গোল করেন রয় কৃষ্ণ। চেন্নাইয়িনের হয়ে গোল করেন প্রশান্ত।

14 Oct 2022, 08:57:02 PM IST

৪ ওভারে ১০ রান দিয়ে ৪ উইকেট - সৈয়দ মুস্তাক ট্রফিতে বিধ্বংসী বোলিং সচিন-পুত্রের

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হায়রদরাবাদের বিরুদ্ধে বিধ্বংসী বোলিং করলেন অর্জুন তেন্ডুলকর। চার ওভারে ১০ রান দিয়ে চার উইকেট নিলেন। ১৭ টি ডট বল করেন।

14 Oct 2022, 07:54:46 PM IST

ভারত-মরক্কো ম্যাচের আপডেট দেখুন এখানে

প্রথম ম্যাচের বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে পারবে ভারত? উত্তর মিলবে কিছুক্ষণ পরেই। কারণ রাত আটটা থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপে (FIFA U-17 Women's World Cup 2022) মরক্কোর বিরুদ্ধে নামতে চলেছে ভারত। সেই ম্যাচের লাইভ স্কোর, আপডেট দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে - ক্লিক করুন এখানে

14 Oct 2022, 07:23:45 PM IST

মুকেশ-ঋত্বিকদের দাপুটে বোলিং, ওড়িশাকে গুঁড়িয়ে দিল বাংলা

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ওড়িশাকে উড়িয়ে দিল বাংলা। আট উইকেটে জিতলেন অভিমন্যু ঈশ্বরণরা। আজ প্রথমে বল করে ওড়িশাকে ২০ ওভারও খেলতে দেয়নি বাংলা। ১৮.১ ওভারেই ৮৬ রানে মুড়িয়ে যায় ওড়িশার ইনিংস। সেই রান তাড়া করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান রণজ্যোৎ সিং খারিয়া। সেই ধাক্কা সামলে বাংলাকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অভিমন্যু এবং সুদীপ ঘরামি। ৩৫ বলে ২৯ রানে সুদীপ আউট হয়ে যাওয়ার পর ক্রিজে আসেন 'ইমপ্যাক্ট প্লেয়ার' অভিষেক পোড়েল। ১৪ বলে ২০ রানে অপরাজিত থাকেন তিনি। বাংলার অধিনায়ক ৩৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ৩৩ বল বাকি থাকতেই ম্যাচটা জিতে যায় বাংলা। তবে বাংলার জয়ের রাস্তা আদতে গড়ে দেন বোলাররা। ৩.১ ওভারে তিন উইকেট নেন মুকেশ কুমার। ১২ রান দেন তিনি। তিন ওভারে ২২ রান দিয়ে তিনটি উইকেট পান ঋত্বিক চট্টোপাধ্যায়। প্রদীপ্ত প্রামাণিক চার ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। রণজ্যোৎ এক ওভারে চার রান দিয়ে দুই উইকেট তোলেন।

14 Oct 2022, 05:52:16 PM IST

বিশ্বকাপের আগে ঘরের মুখ কালো অস্ট্রেলিয়ার, হারল T20 সিরিজ

বৃষ্টির জন্য ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বৃষ্টির জন্য ১২ ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথমে ব্যাট করে দুই উইকেটে ১১২ রান তোলে ইংল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর যখন ৩.৫ ওভারে তিন উইকেটে ৩০ রান ছিল, তখন খেলা ভেস্তে যায়। তার ফলে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতে গিয়েছে ইংল্যান্ড। সিরিজের সেরা হয়েছেন জস বাটলার।

14 Oct 2022, 05:52:16 PM IST

৩৫ বলে ৬২ রান পূজারার! সৈয়দ মুস্তাকে মারলেন ২ ছক্কা, ৯ চার

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: নাগাল্যান্ডকে নিয়ে ছেলেখেলা করল সৌরাষ্ট্র। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০৩ রান তোলেন চেতেশ্বর পূজারারা। ৩৫ বলে ৬২ রান করেন পূজারা। দুটি ছক্কা এবং ন'টি চার মারেন। ৫১ বলে ৯৭ রানে অপরাজিত থাকেন সম্রাট ব্যাস। জবাবে ২০ ওভারে পাঁচ উইকেটে ১০৬ রানের বেশি তুলতে পারেনি নাগাল্যান্ড। ফলে ৯৭ রানে জিতে যায় সৌরাষ্ট্র।

14 Oct 2022, 05:41:32 PM IST

দিল্লি অলআউট ৯৯ রানে, রানাই করলেন একা ৪৫! ৪ উইকেট KKR পেসারের

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: ত্রিপুরার কাছে অপ্রত্যাশিত হারের ফলে দিল্লিকে গুঁড়িয়ে দিল উত্তরপ্রদেশ। জিতল আট উইকেটে জেতেন রিঙ্কু সিংরা। আজ প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে মাত্র ৯৯ রানে শেষ হয়ে যায় দিল্লির ইনিংস। একমাত্র কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) নীতিশ রানা ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ৩৯ বলে ৪৫ রান করেন। রানা ছাড়া যশ ধুল একমাত্র দু'অঙ্কের রান করতে পারেন। ১৮ বলে ১১ রান করেন তিনি। কেকেআরের শিবম মাভি ৩.৫ ওভারে ১৪ রান দিয়ে চার উইকেট নেন। কুলদীপ যাদব চার ওভারে ১৯ রান দিয়ে এক উইকেট নেন। সেই রান তাড়া করতে নেমে ১৭ ওভারে ম্যাচ জিতে যায় উত্তরপ্রদেশ। ৫০ বলে অপরাজিত ৫২ রান করেন অধিনায়ক করণ শর্মা।

14 Oct 2022, 05:22:24 PM IST

ভারতীয় দল ফিরেই দুর্দান্ত বোলিং মুকেশের, ৪০ রানেই ৬ উইকেট ওড়িশার

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: লখনউয়ে ওড়িশাকে নাকানিচোবানি খাওয়াচ্ছে বাংলা। ১১ ওভারে ওড়িশার স্কোর ছয় উইকেটে ৫১ রান। ভারতীয় দল থেকে ফিরেই দুই উইকেট নিয়েছেন মুকেশ কুমার। আপাতত তিন ওভারে ১১ রান দিয়েছেন তিনি। একটি করে উইকেট পেয়েছেন আকাশদীপ এবং প্রদীপ্ত প্রামাণিক। শাহবাজ আপাতত কোনও উইকেট পাননি। দুটি উইকেট পেয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়। বাংলার বোলারদের দাপটে একটা সময় ওড়িশা ৪০ রানে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল।

14 Oct 2022, 04:39:30 PM IST

বুমরাহের পরিবর্তে T20 বিশ্বকাপে কে খেলবেন? জানিয়ে দিল BCCI 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জসপ্রীত বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি। জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) – বিস্তারিত পড়ুন এখানে

14 Oct 2022, 04:30:03 PM IST

বাংলার প্রথম একাদশ

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: অভিমন্যু ঈশ্বরণ, রণজ্যোৎ সিং খারিয়া, সুদীপকুমার ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, অগ্নিভ পান, শাহবাজ আহমেদ, ঋত্বিক রায়চৌধুরী, করণ লাল, প্রদীপ্ত প্রামাণিক, আকাশদীপ এবং মুকেশ কুমার।

14 Oct 2022, 04:25:38 PM IST

লখনউয়ে টসে জিতল বাংলা, প্রথমে ব্যাট করবে ওড়িশা

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: লখনউয়ে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। ওড়িশা ব্যাট করবে।

14 Oct 2022, 02:35:43 PM IST

পৃথ্বীর সেঞ্চুরিতে বড় জয় মুম্বইয়ের, ব্যাট হতে ব্যর্থ তরুণ রিয়ান

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: বড় ব্যবধানে জয় পেল মুম্বই। অসমকে ৬১ রানে হারিয়ে দিলেন পৃথ্বী শ'রা। আজ প্রথমে ব্যাট করে ২০ ওভারে তিন উইকেটে ২৩০ রান তোলে মুম্বই। ৬১ বলে ১৩৪ রান করেন পৃথ্বী। সেই রানটা তাড়া করতে নেমে অসমের কোনও ব্যাটারই জয়ের আশা দেখা পারেননি। শেষপর্যন্ত ১৯.৩ ওভারে ১৬৯ রানে অল-আউট হয়ে যায় অসম। ১০ বলে ২৮ রান করেন রিয়ান পরাগ। কলকাতা নাইট রাইডার্সের আমন খান দু'ওভারে ১৪ রান দেন। নেন দুটি উইকেট। দুই ওপেনারকে আউট করেন।

14 Oct 2022, 02:10:33 PM IST

মেঘালয়কে নিয়ে ছেলেখেলা কর্ণাটকের

মেঘালয়কে নিয়ে ছেলেখেলা করল কর্ণাটক। আজ নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ৮৯ রান তোলে মেঘালয়। ১০.১ ওভারেই সেই রানটা তুলে নেয় কর্ণাটক।

14 Oct 2022, 02:03:55 PM IST

সিকিমকে উড়িয়ে দিল তামিলনাড়ু, কোনও উইকেট পেলেন না KKR-র বরুণ

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: সিকিমকে নয় উইকেটে হারিয়ে দিল তামিলনাড়ু। আজ নির্ধারিত ২০ ওভারে ৭৯ রানে অল-আউট হয়ে সিকিম। চার ওভারে ১৭ রান দিয়ে তিন উইকেট পান সাই কিশোর। দুটি করে উইকেট পান সঞ্জয় এবং এম সিদ্ধার্থ। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বরুণ চক্রবর্তী কোনও উইকেট পাননি। দুই ওভারে ১২ রান দেন তিনি। সেই রান তাড়া করতে নেমে ৯.৪ ওভারেই জিতে যায় তামিলনাড়ু। ৩৫ বলে অপরাজিত ৫৮ রানে অপরাজিত এন জগদীশন।

14 Oct 2022, 12:39:02 PM IST

KKR তারকা ছাড়া কেউ দাঁড়াতেই পারলেন না, বড় হার মধ্যপ্রদেশের

মধ্যপ্রদেশকে ৫০ রানে হারিয়ে দিল উত্তরাখণ্ড। আজ প্রথমে ব্যাটিং করে দুই উইকেটে ১৯৪ রান তোলে উত্তরাখণ্ড। সেই রান তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে মধ্যপ্রদেশ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে নয় উইকেটে ১৪৪ রান তোলেন বেঙ্কটেশ আইয়াররা। একমাত্র বেঙ্কটেশ ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ২৯ বলে ৪২ রান করেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) তারকা। ১৩ বলে ২৩ রান করেন রজত পতিদার।

14 Oct 2022, 12:15:12 PM IST

ত্রিপুরাকে উড়িয়ে দিল পঞ্জাব

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: ত্রিপুরাকে সহজেই হারিয়ে দিল পঞ্জাব। পাঁচ ওভার বাকি থাকতেই ত্রিপুরার ১১৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করে ফেললেন অভিষেক শর্মারা। ৪৩ বলে ৫৭ রান করেন প্রভসিমরন সিং। ১৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন পুখরাজ মান। 

14 Oct 2022, 12:07:56 PM IST

৪৬ বলে সেঞ্চুরি পৃথ্বীর! T20 বিশ্বকাপে না গিয়ে ভুল করল ভারত?

মাত্র ৪৬ বলে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে শতরান করলেন পৃথ্বী শ। অসমের বিরুদ্ধে চার মেরে টি-টোয়েন্টি প্রথম শতরান করেন মুম্বইয়ের অধিনায়ক। ১০ টি চার এবং ছ'টি ছক্কা মারেন। যিনি দারুণ ছন্দে আছেন। তাহলে কি টি-টোয়েন্টি বিশ্বকাপে পৃথ্বীকে না গিয়ে ভুল করেছে ভারত?

14 Oct 2022, 11:41:16 AM IST

বিধ্বংসী পৃথ্বী! ৩৪ বলে অপরাজিত ৭৪ রান, সেঞ্চুরি করতে পারবেন?

সৈয়দ মুস্তাক আলি ট্রফি: অসমের বিরুদ্ধে বিধ্বংসী ইনিংস খেলছেন পৃথ্বী শ। নয় ওভারে মুম্বইয়ের স্কোর এক উইকেটে ১০৭ রান। পৃথ্বীই একাই ৩৪ বলে ৭৪ রান করেছেন। স্ট্রাইক রেট। মেরেছে ন'টি চার এবং চারটি ছক্কা। ১৯ বলে অর্ধশতরান করেছেন। সেঞ্চুরি করতে পারবেন? কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) আমন খান ওপেন করতে নেমে সাত বলে ১৫ রান করেন - বিস্তারিত পড়ুন এখানে

14 Oct 2022, 10:54:42 AM IST

‘ওয়াশ’ হয়েছে বাংলাদেশ, T20 বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ জয় পাকিস্তানের

 টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজের জিতল পাকিস্তান। ফাইনালে নিউজিল্যান্ডকে পাঁচ উইকেটে হারালেন বাবর আজমরা। আজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১৬৩ রান তোলেন কিউয়িরা। ৩৮ বলে ৫৯ রান করেন কেন উইলিয়ামসন। সেই ইনিংসটা ছাড়া কোনও কিউয়ি ব্যাটার কার্যকরী ইনিংস খেলতে পারেননি। চার ওভারে ২২ রানে দু'উইকেট নেন হ্যারিস রউফ। চার ওভারে ৩৮ রানে দুই উইকেট নেন নাসিম শাহ। চার ওভারে এক উইকেট নেন মহম্মদ নওয়াজ। জবাবে ১৯.৩ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। ১৫ বলে ৩১ রান করেন হায়দার আলি। ১৪ বলে ২৫ রানে অপরাজিত থাকেন ইফতিকার আহমেদ। ২২ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন নওয়াজ। তিনিই ম্যাচের সেরা হয়েছেন – বিস্তারিত পড়ুন এখানে

14 Oct 2022, 10:35:43 AM IST

বেধড়ক মার খেলেন KKR তারকা, অজানা কুণালের দাপটে চাপে মধ্যপ্রদেশ

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: বেঙ্কটেশ আইয়ারদের মধ্যপ্রদেশকে পিটিয়ে ছাতু করল উত্তরাখণ্ড। নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটে ১৯৪ রান তুলল। ২৪ বলে অপরাজিত ৫৯ রান করেন কুণাল চান্ডেলা। হাঁকান চারটি ছক্কা এবং মারেন পাঁচটি চার। ২৪ বলে অপরাজিত ৩৫ রান করেন আদিত্য তারে। ৩৯ বলে ৫৬ রান করেন ওপেনার পীযূষ জোশী। অন্যদিকে,, বল হাতে পুরোপুরি ব্যর্থ বেঙ্কটেশ। আজ তিন ওভারে ৪৬ রান দেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অল-রাউন্ডার।

14 Oct 2022, 10:30:05 AM IST

ত্রিপুরা তুলল ১১৮ রান, ঋদ্ধিই একা করলেন ৬২! সুপারফ্লপ সুদীপ

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: উত্তরপ্রদেশকে হারানোর পর পঞ্জাবের বিরুদ্ধে হামাগুড়ি খেল ত্রিপুরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ১১৮ রান তুলল ত্রিপুরা। ঋদ্ধিমান সাহা ছাড়া কেউ দাঁড়াতেই পারলেন না। ৫৫ বলে ৬২ রান করেন ঋদ্ধি। ১৯.৪ ওভারে আউট হন তিনি। ১৪ বলে অপরাজিত ২৫ রান করেন দীপক খাতরি। পঞ্জাবের হয়ে তিনটি উইকেট নেন সিদ্ধার্থ কৌল। চার ওভারে দেন ৩৩ রান।

14 Oct 2022, 10:14:59 AM IST

আজ কী কী খেলা আছে?

আজও সৈয়দ মুস্তাক আলি ট্রফির একাধিক ম্যাচ আছে। মাঠে নামছে বাংলাও। তারইমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিও জোরকদমে চলছে। আজ ত্রিদেশীয় সিরিজে মুখোমুখি হয়েছে পাকিস্তান এবং নিউজিল্যান্ড। তারইমধ্যে মহিলা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মরক্কোর বিরুদ্ধে নামছে ভারত। আছে আইএসএলও।

14 Oct 2022, 10:14:59 AM IST

ত্রিপুরার স্কোর ৬ উইকেটে ৭৮ রান! ঋদ্ধি একাই করেছে অপরাজিত ৫০ 

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২২: ত্রিপুরার জার্সিতে একা কুম্ভ হয়ে লড়াই করছেন ঋদ্ধিমান সাহা। পঞ্জাবের বিরুদ্ধে ১৭ ওভারে ত্রিপুরার স্কোর ছয় উইকেটে ৭৮ রান। ঋদ্ধিমান একাই ৪৬ বলে ৫০ রান করেছেন। সুদীপ চট্টোপাধ্যায় তিন বল খেলে কোনও রান করতে পারেননি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘আগে নিজে দেহত্যাগ করুন’, SSC মামলার পরই পদত্যাগ করতে বলায় অভিজিৎকে আক্রমণ মমতার ওয়েইসির সম্পত্তির মূল্য ২৩ কোটি, ২২১ কোটি ধনসম্পদ বিজেপি প্রতিদ্বন্দ্বীর ভারত-পাকিস্তান ম্যাচের ড্রপ ইন উইকেট এসছে অস্ট্রেলিয়া থেকে,থাকবে বাউন্স এবং পেস ভোট দিতে এসে হোঁচট খেলেন গুরু অশোক, ছুটে গেলেন একদা শিষ্য শঙ্কর, সৌজন্য দেখা গেল নগ্ন দৃশ্য অভিনয় করে বিতর্কের ঝড় তোলেন টলি নায়িকা,লাল পোশাকের এই খুদেকে চিনলেন? গ্ল্যাম লুকে ম্রুণাল, জর্জেটের এই শাড়ি আর ব্লাউজের দাম শুনলে মাথা ঘোরাবে ‘ভোট কেনার জন্য নড্ডা ৫টি ব্যাগে করে টাকা এনেছিলেন’ বিস্ফোরক দাবি তেজস্বীর ভোটের মধ্যেই ময়নার বাকচায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের JEE Main-এ দুর্দান্ত ফল যমজ আরভ-আরুশের, দুজনের লক্ষ্য আইআইটিতে গণিত পড়া বিয়েতে মটন কারি কম পড়ায় ক্যাটারিং সংস্থার কর্মীদের মার, পালাতে গিয়ে মৃত ১

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.