Deodhar Trophy 2023 West Zone vs South Zone: বুধবার পুদুচেরিতে অনুষ্ঠিত দেওধর ট্রফির ম্যাচে মুখোমুকি হয়েছিল দক্ষিণ অঞ্চল ও পশ্চিম অঞ্চল। এই ম্যাচে অধিনায়ক মায়াঙ্ক আগরওয়ালের দুর্দান্ত ব্যাটিংয়ের উপর ভর করেই পশ্চিম অঞ্চলকে ১২ রানে হারিয়ে দিয়েছে দক্ষিণ অঞ্চল। ১১৫ বলে আগরওয়াল ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এদিনের ইনিংসে তিনি নয়টি বাউন্ডারি মারেন। মায়াঙ্কের রানের উপর ভিত তৈরি করে দক্ষিণ অঞ্চল স্কোর বোর্ডে মোট ২০৬ রান তুলতে সক্ষম হয়। এই জয়ের ফলে, দক্ষিণ অঞ্চল দুটি ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গিয়েছে।
২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পশ্চিম অঞ্চলকে ১৯৪ রানেই গুটিয়ে দেয় দক্ষিণ অঞ্চল। তাদের বোলাররা এদিন দারুণ পারফরমেন্স করেছিলেন। এই জয়ের ফলে তারা তাদের দলের জন্য মূল্যবান চারটি পয়েন্ট অর্জন করেছে। তবে এদিন ব্যাট হাতে আগরওয়ালের দুর্দান্ত পারফরম্যান্স তাঁর দলকে আরামদায়ক অবস্থায় রাখতে সাহায্য করেছিল। আগরওয়াল অফ-সাইডে শট খেলার দিকে মনোনিবেশ করেছিলেন এবং সেই অঞ্চল থেকেই তিনি এদিন সবথেকে বেশি রান তুলে এনেছিলেন। সেই অঞ্চল থেকে মায়াঙ্ক ৫৫ রান করেছিলেন।
এদিনে তাঁর মারা নয়টি বাউন্ডারির মধ্যে, পাঁচটি থার্ড ম্যান, পয়েন্টের পিছনে এবং কভার অঞ্চলের মাধ্যমে এসেছিল। এরফলে তাঁর দল ২০০ রানের সীমা টপকে যায়। প্রথমের দিকে টপ অর্ডারে সেভাবে সাহায্য পাননি মায়াঙ্ক। পরে কেবি অরুণ কার্তিক ২৩ রানের ইনিংস খেলেন এবং মায়াঙ্কের সঙ্গে পঞ্চম উইকেটে গুরুত্বপূর্ণ ৫০ রানের জুটি গড়েন। এরপরে আগরওয়াল সেঞ্চুরি মিস করেন। সৌরাষ্ট্রের বাঁ-হাতি স্পিনার পার্থ ভুটের বলে শামস মুলানির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান মায়াঙ্ক। পার্থ ভুট এদিন পশ্চিমাঞ্চলের সবচেয়ে সফল বোলার ছিলেন। তিনি এদিন ১০ ওভার বল করে ২৫ রান দিয়ে তিন উইকেট নেন।
দক্ষিণ অঞ্চল ২০৬ রানের লক্ষ্য নির্ধারণ করে। পশ্চিম অঞ্চল একটি সরাসরি জয়ের আশা করতে পারত। তবে দক্ষিণ অঞ্চলের পেস বোলাররা দারুণভাবে আক্রমণ শুরু করেন। অঙ্কিত বাওয়ানে এবং অধিনায়ক প্রিয়াঙ্ক পাঞ্চালের রান আউট পশ্চিমের সম্ভাবনাকে নষ্ট করে দেয়। সরফরাজ খান ৪২ রান ও শিবম দুবে ২৯ রান করেন এবং অতিত শেঠ ৪০ রান করেন। তবে তাদের এই লড়াইয়ের ফলেও জয় পায়নি পশ্চিম অঞ্চল। সাউথ জোনের স্পিনার, আর সাই কিশোর এবং ওয়াশিংটন সুন্দর, পশ্চিমের প্রচেষ্টাকে ব্যর্থ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এদিন সাই কিশোর তিনটি ও ওয়াশিংটন সুন্দর ২টি উইকেট শিকার করে পশ্চিমাঞ্চলকে পিছিয়ে দেন। ১৯৪ রানেই শেষ হয়ে যায় ওয়েস্ট জোনের ইনিংস। ফলে ১২ রানে ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে আট পয়েন্ট নিয়ে সকলের উপরে চলে এসেছে মায়াঙ্কের দল। তারপরেই রয়েছে ইস্ট জোন। তাদেরও পয়েন্ট আট। ওয়েস্ট ও নর্থ জোনের সংগ্রহ চার পয়েন্ট। সেন্ট্রাল জোন ও নর্থ-ইস্ট জোন এখনও নিজেদের খাতা খুলতে পারেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।