বাংলা নিউজ > ময়দান > Duleep Trophy: পূজারা আমার মতো খেলবে না, আমি ওর মতো না, সাফ কথা পৃথ্বী শ'র

Duleep Trophy: পূজারা আমার মতো খেলবে না, আমি ওর মতো না, সাফ কথা পৃথ্বী শ'র

নিজের খেলার স্টাইল নিয়ে মুখ খুললেন পৃথ্বী শ (ছবি-টুইটার)

Duleep Trophy: মুম্বইয়ের তরুণ ক্রিকেটার শনিবার বলেছিলেন যে জাতীয় দলে তার জায়গা ফিরে পেতে তিনি নিজের স্বাভাবিক 'আক্রমনাত্মকতা' স্টাইলকেই ব্যবহার করবেন। নিজের খেলার উপরেই ভরসা রাখতে চান তিনি। তিনি কখনই চেতেশ্বর পূজারার মতো ব্যাট করতে চান না।

Duleep Trophy semifinal: ভারতীয় দলের বিস্ফোরক ব্যাটসম্যান পৃথ্বী শ, যাকে একসময় বীরেন্দ্র সেহওয়াগ এবং সচিন তেন্ডুলকরের ব্যাটিংয়ের মিশ্রণও বলা হত। দীর্ঘদিন ধরেই টিম ইন্ডিয়ার বাইরে রয়েছেন তিনি। তবে এখন প্রশ্ন হল দলে ফেরার জন্য কি এবার পৃথ্বী শ নিজের খেলার স্টাইল বদলে দেবেন? এই প্রশ্নের উত্তর নিজেই দিলেন ভারতীয় দলের তরুণ ওপেনার।

মুম্বইয়ের তরুণ ক্রিকেটার শনিবার বলেছিলেন যে জাতীয় দলে তার জায়গা ফিরে পেতে তিনি নিজের স্বাভাবিক 'আক্রমনাত্মকতা' স্টাইলকেই ব্যবহার করবেন। নিজের খেলার উপরেই ভরসা রাখতে চান তিনি। সেন্ট্রাল জোন এবং ওয়েস্ট জোনের মধ্যকার দলীপ ট্রফি ম্যাচের পর শ বলেছেন, তিনি ব্যক্তিগতভাবে মনে করেন যে তাঁর নিজের খেলার কোনও পরিবর্তন করার দরকার নেই। তিনি বুদ্ধিমত্তার সঙ্গে নিজের খেলার উন্নতি করতে চান। তিনি কখনই চেতেশ্বর পূজারার মতো ব্যাট করতে চান না।

২০২১ সালের জুলাইয়ে ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন পৃথ্বী শ। তিনি তখন কলম্বোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্লু জার্সিতে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। এমনকি আইপিএল ২০২৩-এও ব্যাট হাতে চমক দেখাতে পারেননি শ। সেন্ট্রাল জোন এবং ওয়েস্ট জোনের মধ্যে খেলা দলীপ ট্রফি ম্যাচের পরে শ বলেছেন, ‘ব্যক্তিগতভাবে, আমি মনে করি না যে আমার খেলা পরিবর্তন করা দরকার। হ্যাঁ, আমি বুদ্ধিমানের সঙ্গে আমার খেলার উন্নতি করতে পারি। আমি (চেতেশ্বর) পূজারার মতো ব্যাট করতে পারি না। স্যার বা পূজারা স্যার আমার মতো ব্যাট করতে পারেন না।’

পশ্চিমাঞ্চলের এই ওপেনার বলেন, ‘আমি সেই জিনিসটাই করার চেষ্টা করছি, যার সাহায্যে আমি এখানে পৌঁছেছি। যেমন আমার আক্রমণাত্মক ব্যাটিং। আমি এটা পরিবর্তন করতে চাই না।’ শ বলেছেন যে তিনি তার ক্যারিয়ারের এই পর্যায়ে যতটা সম্ভব ম্যাচ খেলতে চাইছেন। ২৩ বছর বয়সি বলেছেন যে ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য প্রতিটি রানই তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। ভারতীয় দলের ওপেনার ব্যাটসম্যান বলেছেন, ‘আমি মনে করি এই সময়ে আমি যে প্রতিটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি তা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দলীপ ট্রফিতে খেলি বা মুম্বইয়ের হয়ে খেলি, আমি মনে করি আমার কাছে থাকাটা আমার জন্য গুরুত্বপূর্ণ। নিজের ক্যারিয়ার, নিজের সেরাটা পারফর্ম করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

দলীপ ট্রফির সেমিফাইনালের উভয় ইনিংসেই ভালো শুরুকে বড় স্কোরে রূপান্তর করতে ব্যর্থ হন পৃথ্বী শ। ২৫ ও ২৬ রানের ইনিংস খেলেন তিনি। শ বলেছেন যে এখানকার ব্যাটসম্যানদের জন্য কন্ডিশন চ্যালেঞ্জিং ছিল, কিন্তু তাদের এটা মোকাবেলার পরিকল্পনা ছিল। তিনি বলেন, ‘আপনি সবসময় নিখুঁত হতে হবে এটা সম্ভব নয়। এরকম কিছু হওয়ার পর (রান না করা), আমি আরও কঠোর পরিশ্রম করার চেষ্টা করি। টি-টোয়েন্টি একটু বেশি আক্রমণাত্মক, কিন্তু মানসিকতা একই।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন