বাংলা নিউজ > ময়দান > ENG vs AUS, Ashes 2023: ব্রডের সুইট সিক্সটিন! এই নিয়ে ষোলো বার ওয়ার্নারকে আউট করলেন ইংরেজ তারকা- ভিডিয়ো

ENG vs AUS, Ashes 2023: ব্রডের সুইট সিক্সটিন! এই নিয়ে ষোলো বার ওয়ার্নারকে আউট করলেন ইংরেজ তারকা- ভিডিয়ো

ডেভিড ওয়ার্নার এবং স্টুয়ার্ড ব্রড।

স্টুয়ার্ট ব্রড এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে টেস্ট ক্রিকেটে ১৬তম বার আউট করে ফেললেন। দুই তারকা এই নিয়ে ২৯টি টেস্টে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলেছেন।

সামনে ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড মানেই উইকেট পড়বেই অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নারের। তারকা অজি ব্যাটারের উপরে যেন নিজের আধিপত্য বজায় রেখে চলেছেন ব্রড। বৃহস্পতিবার হেডিংলেতে ২০২৩ সালের অ্যাশেজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসেও স্টুয়ার্ড ব্রডের বলে আউট হন তিনি। তাও আবার ৫ বলে মাত্র চার রান করেন।

আরও পড়ুন: গলি থেকে রাজপথ- ধার করা ব্যাটে সেঞ্চুরি থেকে জাতীয় দলে সুযোগ, লড়াইটা খুব কঠিন ছিল তিলকের

এমনিতেই শুরু থেকে নড়বড় করছিলেন ওয়ার্নার। ব্রডের বলে তৃতীয় স্লিপে জ্যাক ক্রোলির হাতে ক্যাচ দেন তিনি। ওয়ার্নার এমনিতেই ভালো ছন্দে নেই। সেটা ব্রড ভালো ভাবেই জানেন। সেই ভাবেই ফিল্ডিং সাজিয়ে ওয়ার্নারকে ফাঁদে ফেলেন তিনি। এর পরেই স্টুয়ার্ট ব্রড একেবারে উচ্ছ্বাসে ভেসে যান। কারণ তিনি এখনও পর্যন্ত ডেভিড ওয়ার্নারকে টেস্ট ক্রিকেটে ১৬তম বার আউট করে ফেললেন। দুই তারকা এই নিয়ে ২৯টি টেস্টে একে অপরের বিপক্ষে ম্যাচ খেলেছেন। ওয়ার্নারের আউটের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

অ্যাশেজের প্রথম দু'টি টেস্টে হেরে ইংল্যান্ড বেশ চাপে পড়ে গিয়েছে। যে কারণে হেডিংলেতে তাদের সিরিজ বাঁচানোর লড়াই। কারণ এই টেস্ট হারলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। আর সিরিজে প্রত্যাবর্তন করতে মুখিয়ে রয়েছে ব্রিটিশরা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ব্যাট করতে নামলে ইংল্যান্ডের বোলাররা দাপট দেখিয়েছে। ৮১ রানের মধ্যে অস্ট্রেলিয়ার চার উইকেট তাঁরা ফেলে দেন। সস্তায় আউট হন ওয়ার্নার, উসমান খোয়াজা (১৩), মার্নাস ল্যাবুশেন (২১), স্টিভ স্মিথরা (২২)। লাঞ্চের আগে ৯১ রানে ৪ উইকেট ছিল অস্ট্রেলিয়ার।

এই সিরিজে ডেভিড ওয়ার্নার এখনও পর্যন্ত বড় স্কোর করতে পারেননি। তাঁকে সে ভাবে ছন্দেই পাওয়া যাচ্ছে না। প্রথম ওভারেই ওয়ার্নারের উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে ইংল্যান্ডকে এই ম্যাচে ব্যাট-বলো সব দিক থেকে ভালো পারফরম্যান্স করতে হবে। এই ম্যাচ হারা মানে, ঘরের মাঠে সিরিজেও ল্যাজেগোবরে হওয়া।

আরও পড়ুন: হাল ছাড়ার ছেলে ও নয়, আরও পরিশ্রম করবে- রিঙ্কুর মনের হাল জানালেন তাঁর কোচ

হেডিংলেতে প্রথম দিনে অস্ট্রেলিয়া ২৬৩ রানে অলআউট হয়ে যায়। মিচেল মার্শের সেঞ্চুরি ছাড়া বাকিদের বেহাল দশা। ১১৮ বলে ১১৮ রান করেছেন মার্শ। অস্ট্রেলিয়ার বাকি ব্যাটাররা ৪০ রানের ঘরেও পৌঁছাননি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন ট্রেভিস হেড। ইংল্যান্ডের হয়ে মার্ক উড পাঁচ উইকেট নেন। তিন উইকেট নেন ক্রিস ওকস। ২টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড।

জবাবে রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সও যে আহামরি তা নয়। ইতিমধ্যে ৩ উইকেট পড়ে গিয়েছে তাদের। প্রথম দিনের শেষে ৬৮ রানে ৩ উইকেট ইংল্যান্ডের।। এখনও অজিদের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে রয়েছে তারা। ক্রিজে রয়েছেন জো রুট (১৯) এবং জনি বেয়ারস্টো (১)। এই জুটি যদি শুক্রবার টিকে যায়, সে ক্ষেত্রে চাপ বাড়বে অস্ট্রেলিয়ার।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি নেশনস লিগে বড় জয় স্পেনের! জিতল ক্রোয়েশিয়াও! আজ মাঠে নামছে দুই বিশ্বচ্যাম্পিয়ন… ‘‌মমতা বন্দ্যোপাধ্যায়কেও গ্রেফতার করুন’‌, ইডিকে চিঠি লিখে দাবি বিজেপি সাংসদের ‘মেরুদণ্ড বহু মানুষের থেকে বেশি সোজা’, মিছিলে ৯৫এর বৃদ্ধা,ভিডিয়ো শেয়ার সুদীপ্তার 'দখলের রাতে' এবার রব উঠল 'জস্টিস ফর কোন্নগর', কিন্তু মশাল হাতে ওরা কারা? ‘‌থ্রেট কালচার’‌ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজেও, প্রাক্তনীদের অভিযোগে তুমুল আলোড়ন নন্দীগ্রাম–এগরায় সমবায় নির্বাচন ব্যাপক জয় তৃণমূল কংগ্রেসের, ধাক্কা গেরুয়া শিবিরে নৈহাটিতে নৈরাজ্য, 'দাঁড়িয়ে দেখল পুলিশ', ফের উর্দিধারীদের ভূমিকা নিয়ে প্রশ্ন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.