বাংলা নিউজ > ময়দান > ENG vs AUS: অবিশ্বাস্য কামিন্স! নবম উইকেটের অবিস্মরণীয় জুটিতে প্রথম অ্যাশেজ টেস্টে জয় অজিদের

ENG vs AUS: অবিশ্বাস্য কামিন্স! নবম উইকেটের অবিস্মরণীয় জুটিতে প্রথম অ্যাশেজ টেস্টে জয় অজিদের

দুর্দান্ত ইনিংস প্যাট কামিন্সের, দেশকে জেতালেন অধিনায়ক। (ছবি সৌজন্যে রয়টার্স)

এজবাস্টনে ফিরল ২০০৫ সালের অ্যাশেজ টেস্টের স্মৃতি। ১৮ বছর আগে টানটান উত্তেজনার ম্যাচে দু'রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল ইংল্যান্ড। সেই ম্যাচের শেষ ইনিংসে অপরাজিত ৪৩ রান করেও অস্ট্রেলিয়াকে জেতাতে পারেননি ব্রেট লি। কিন্তু ৪৪ রানে অপরাজিত থেকে নিজের দেশকে জেতালেন প্যাট কামিন্স।

অ্যাশেজের শুরুটা একেবারেই অ্যাশেজের মতোই হল। এজবাস্টনে টানটান উত্তেজনার প্রথম টেস্টে ইংল্যান্ডকে দুই উইকেটে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। অথচ ৪০ মিনিট আগেও অস্ট্রেলিয়ার হার নিশ্চিত মনে হচ্ছিল। সেখান থেকে নবম উইকেটে ৫৫ রান যোগ করে ইংরেজের মুখের গ্রাস থেকে জয় কেড়ে নিলেন প্যাট কামিন্স এবং নাথান লিয়ন। শেষপর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। যা অজি অধিনায়ক হিসেবে টেস্টে তাঁর সর্বাধিক রানের ইনিংস। আর সম্ভবত তাঁর কেরিয়ারের সেরা টেস্ট ইনিংসও বটে।

পঞ্চম দিনের হাড্ডাহাড্ডি লড়াই

পঞ্চম দিনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৭৪ রান (লক্ষ্যমাত্রা ছিল ২৮১ রান)। ইংল্যান্ডের দরকার ছিল সাত উইকেট। কিন্তু মঙ্গলবার সকালে বৃষ্টির জেরে নির্দিষ্ট সময় খেলা শুরু হয়নি। অবশেষে দুপুর ২ টো ১৫ মিনিটে (স্থানীয় সময় অনুযায়ী) পঞ্চম দিনের খেলা শুরু হয়। শুরুটা মন্দ করেননি খোয়াজা এবং ‘নাইট ওয়্যাচম্যান’ স্কট বোল্যান্ড। দিনের প্রথম সাত ওভারে নিজের উইকেট ধরে রাখেন অস্ট্রেলিয়ার পেসার। শেষপর্যন্ত বোল্যান্ডকে ফিরিয়ে দেন স্টুয়ার্ড ব্রড। বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ট্র্যাভিস হেডও। যিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুরন্ত খেললেও অ্যাশেজের দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হলেন। তবে তাঁকে যে বলে আউট করেন মইন আলি, সেটা দুর্দান্ত ছিল।

হেড আউট হয়ে যাওয়ার পর ক্যামেরন গ্রিনের সঙ্গে অস্ট্রেলিয়াকে টানতে থাকেন খোয়াজা। দু'জনে অস্ট্রেলিয়ার লক্ষ্যমাত্রা ১০০-র নীচে নামিয়ে আনেন।  যত সময় যাচ্ছিল, তত নিশ্চুপ হয়ে যাচ্ছিল এজবাস্টন। সেই মুহ্যমান এজবাস্টনে প্রাণ ফিরিয়ে আনেন ওলি রবিনসন। আউট করে দেন গ্রিনকে। ৬৬ বলে ২৮ রান করে যখন গ্রিন আউট হন, তখন অস্ট্রেলিয়ার স্কোর ছিল ছয় উইকেটে ১৯২ রান। 

আরও পড়ুন: ENG vs AUS: উইকেটের পিছনে নয়, সামনেই ৬ ‘স্লিপ’ ফিল্ডার, স্টোকসের উদ্ভট ফিল্ডিংয়ে আউট খোয়াজা- ভিডিয়ো

তবে খোয়াজা যেন অন্য পিচেই খেলছিলেন। তাঁকে কিছু আউট করতে পারছিলেন না ইংরেজরা। তারপরেই আসে স্টোকস স্পেশাল মুহূর্ত। স্টোকস কেন যে স্টোকস, ফের সেই প্রমাণ দেন ইংরেজের অধিনায়ক। ৭২ তম ওভারের শেষ বলে স্টোকসের ঢিমেগতির বলে বোকা বনে যান খোয়াজা। ১৯৭ বলে ৬৫ রান করে আউট হয়ে যান। তবে সেখানেই স্টোকস স্পেশালের শেষ হয়নি। নয়া বল না নিয়ে রুটকে দিয়ে বল করিয়ে যেতে থাকেন স্টোকস। সম্ভবত অ্যালেক্স ক্যারির বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের সাফল্যের বিষয়টি বিবেচনা করে সেই সিদ্ধান্ত নেন। তাতে সাফল্যও মেলে। ক্যারিকে আউট করেন রুট। সেই উইকেটের ফলে প্রবল চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। সেইসময় জয়ের জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৫৪ রান। হাতে পড়ে ছিল দুই উইকেট।

আরও পড়ুন: Root in ENG vs AUS test: দলের স্কোর ২৮/২, অথচ দিনের প্রথম ৭ বলে ৩ বার ‘রিভার্স স্কুপ’ রুটের! লজ্জা পাবেন পন্তও

সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার হার কার্যত নিশ্চিত মনে হলেও অন্য পরিকল্পনা ছিল কামিন্স এবং লিয়নের। ইংরেজ পেসারদের সামলে ধীরে-ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত যখন জয়ের জন্য অস্ট্রেলিয়ার পাঁচ রান বাকি ছিল, তখন ‘বডি লাইন’ ট্যাকটিক্স নেন ব্রড এবং রবিনসন। বিশেষত রবিনসন তো এমন বল করছিলেন, মনে হচ্ছিল সেই ‘বডি লাইন’ সিরিজ হচ্ছে। তাতেও অবশ্য দমেননি কামিন্সরা। শেষপর্যন্ত রবিনসনের বলেই চার মেরে দেশকে জিতিয়ে দেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ৭২ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি। ২৮ বলে ১৬ রানে অপরাজিত থাকেন লিয়ন।

ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের সংক্ষিপ্ত স্কোর

১) ইংল্যান্ডের প্রথম ইনিংস: আট উইকেটে ৩৯৩ রানে ডিক্লেয়ার (জ্যাক ক্রলি- ৬১ রান, রুট- ১১৮ রান, জনি বেয়ারস্টো- ৭৮ রান, নাথান লিয়ন- ১৪৯ রানে ৪ উইকেট)।

২) অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস: ৩৮৬ রানে অল-আউট (খোয়াজা- ১৪১ রান, হেড- ৫০ রান, ক্যারি- ৬৬ রান, কামিন্স- ৩৮ রান, ব্রড- ৬৮ রানে ৩ উইকেট, রবিনসন- ৫৫ রানে ৩ উইকেট)

৩) ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস: ২৭২ রানে অল-আউট (রুট- ৪৬ রান, হ্যারি ব্রুক- ৪৬ রান, স্টোকস- ৪৩ রান, কামিন্স- ৬৩ রানে ৪ উইকেট, লিয়ন- ৮০ রানে ৪ উইকেট)।

৪) অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস: আট উইকেটে ২৮২ রান। (খোয়াজা- ৬৫ রান, কামিন্স ৪৪ অপরাজিত)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা, অফিস টাইমে ব্যাহত পরিষেবা ‘আমি তো কানপুরের, তুমি এদিকারই’!সারেগামাপায় অনির্বাণের গান শুনে টিপ্পনী অভিজিতের ‘হিন্দু-মুসলিম করলে জনপ্রতিনিধি হিসেবে যোগ্যতা হারাব’, মোদীর গলায় ‘ভিন্ন সুর’ ৮১-র অমিতাভের জীবনে নতুন ‘বেবি’র এন্ট্রি! ছেলের হাত ধরেই ঘরে এল জয়ার ‘সতীন’ আগে আমাদের কাশ্মীরে ‘আজাদি’ স্লোগান উঠত, এখন PoKতে সেই স্লোগান উঠছে: অমিত শাহ যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে 'সুরাট, ইন্দোরে যা হয়েছে…', অবশেষে মোদীর বিরুদ্ধে মনোনয়ন জমা শ্যাম রঙ্গিলার রাহুর অবস্থান পরিবর্তন হতে চলেছে! ৩ রাশির জন্য বিপজ্জনক সময় আসতে পারে মেথড ড্রেসিং আসলে কী? সিনেমার প্রচারে বুঝিয়ে দিলেন জাহ্নবী কাপুর, দেখে নিন ছবি ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি

Latest IPL News

যিনি ব্যাটিং করছেন,তিনিই ডাগ-আউটে বসে হাততালি দিচ্ছেন! ‘পোস্ট’ নিয়ে ট্রোল LSG-কে ম্যাককালাম,স্টোক্সই ওকে বলেছিল আর সুযোগ পাবে না...জিমির অবসর নিয়ে বিস্ফোরক রব কি ক্রিকেটারদের অনুরোধ ফেরালেন দ্রাবিড়, কোচ হতে চান না ভিভিএস লক্ষ্মণও IPL-আরসিবির বিপক্ষে খেলতে পারলে প্লে অফের দৌড়ে থাকতাম…কাকে খোঁচা দিলেন ঋষভ পন্ত SRH ১৯৪ রানে প্লে-অফে যেতে পারে DC! কোন কোন দল কীভাবে যাবে? রইল IPL-র পুরো অঙ্ক ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের IPL-অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে বিরাট, পার্পল ক্যাপে বুমরাহ,তবে আজই হতে পারে বদল অধিনায়কত্ব নিয়ে তুলোধনা গৌতির , প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.