ইংল্যান্ড ব্যাটিংয়ের ক্ষেত্রে টেস্ট ক্রিকেটে গোটা বছরটাই যেন ওয়ান ম্যান শো। ভারতের বিরুদ্ধে সিরিজ হোক বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেজ, একিদিকে যেখানে অধিনায়ক জো রুট রেকর্ডের পর রেকর্ড ভেঙেছেন। অপরদিকে, সেখানে চুনকালি মেখেছেন বাকি ব্যাটাররা। অ্যাডিলেডে দ্বিতীয় অ্যাসেজ টেস্টেও সেই একই ছবি ধরা পড়ল।
প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে মাত্র ২৩৬ রানেই গুটিয়ে যাওয়ার পর। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের সামনে ম্যাচ জয়ের জন্য অজিরা ৪৬৮ রানের সুবিশাল লক্ষ্য রাখে। তবে গোটা গ্রীষ্ম ধরে যে ছবি দেখা গিয়েছে, অ্যাডিলেডের দ্বিতীয় টেস্টেও ঠিক তেমনভাবেই ইনিংসের শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। দলের চার রানের মাথায় মাত্র ছয় খেলে ব্যক্তিগত শূন্য রানে ঝাই রিচার্ডসনের শিকার হন ইংল্যান্ড ওপেনার হাসিব হামিদ। এই ক্যালেন্ডার বর্ষে এই নিয়ে ১৩ নম্বর বার কোনো ইংল্যান্ড ওপেনার নিজের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান, যা এক রেকর্ড।
এর আগে অন্য কোনো দলের ওপেনাররা এক বছরে এতবার শূন্য রানে আউট হননি। অতীতে ২০০২ সালে পাকিস্তান এবং তারও আগে ১৯৯৪ সালে নিউজিল্যান্ড ওপেনাররা এক বছরে মোট নয় বার শূন্য রানে আউট হন, যা এতদিন রেকর্ড ছিল। তবে সেই রেকর্ড থেকে বেশ অনেকটাই এগিয়ে গেল ইংল্যান্ড। এখনও বছর শেষের আগে মেলবোর্নে ইংল্যান্ডের দুই ইনিংস বাকি। সেখানে বর্তমান অবস্থা দেখে তো এই সংখ্যা বাড়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে বলেই মনে হচ্ছে। প্রসঙ্গত, চতুর্থ দিনে চা বিরতিতে ইংল্য়ান্ডের স্কোর ২০ রান এক উইকেটের বিনিময়ে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।