সদ্য নুনো এস্পিরিতো স্যান্টোর বদলে টটেনহ্যাম হটস্পারের দায়িত্ব নিয়েছেন অ্যান্টোনিও কন্তে। নিজের প্রথম ম্যাচেই তাঁর অধীনে কেমন ফুটবল দেখতে পাবেন স্পার্স সমর্থকরা, তার হালকা একটা আভাস দিয়ে রাখলেন কন্তে। টানটান ম্যাচে কোনক্রমে ৩-২ ব্যবধানে জয় পায় কন্তের দল।
এদিন দুরন্তভাবে শুরুটা করে ম্যাচের আধঘন্টার আগেই ভিটেসে আর্নহেমের বিরুদ্ধে তিন গোলে এগিয়ে যায় স্পার্স। স্পার্সের হয়ে ১৪ মিনিটে কন্তে যুগের প্রথম গোলটি করেন হিউং মিন-সন। লুকাস মৌরা ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ভিটেসের রামুসেনের আত্মঘাতী গোলে ২৮ মিনিটেই স্কোর ৩-০ হয়ে যায়। তবে আশাহত না হয়ে ঘরের মাঠে দুরন্ত কামব্যাকের যাত্রা শুরু করে ভিটেসে। আত্মঘাতী গোল করার চার মিনিটের মধ্যেই দলের হয়ে ঠিক দিকে প্রথম গোল করেন রামুসেনই। বেরো ৩৯ মিনিটে দ্বিতীয় গোল করে ব্যবধান মাত্র এক গোলে নামিয়ে আনেন।
এরপর দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটে স্পার্স ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো লাল কার্ড দেখায় তিন গোলের লিড হারানোর ভয় প্রবলভাবে চাগাড় দিয়ে উঠে। ম্যাচে ফিরে আসার মরিয়া চেষ্টা চালাতে থাকা ভিটেসে, বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ হয়। ৮০ ও ৮৪ মিনিটে ভিটেসের দুই খেলোয়াড় লাল কার্ড দেখায় চাপটা একটু কমে। শেষেমশ কোনোক্রমে ম্যাচ জিততে সক্ষম হয় স্পার্স। রবিবার প্রিমিয়র লিগে তাদের পরের খেলা এভারটনের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।