বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ঠিক যেন স্বপ্নের সাওয়ারি, টানা দশ বার Bundesliga চ্যাম্পিয়ন হল বায়ার্ন

ঠিক যেন স্বপ্নের সাওয়ারি, টানা দশ বার Bundesliga চ্যাম্পিয়ন হল বায়ার্ন

ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী Borussia Dortmund ৩-১ গোলে হারিয়ে টানা ১০ বার বুন্দেশলিগা চ্যাম্পিয়ন হল Bayern Munich। আর সব মিলিয়ে এটি বায়ার্নের ৩১তম বুন্দেশলিগার শিরোপা। এর আগে শেষ বার ২০১১-১২ ও ২০১০-১১ মরসুমে ডর্টমুন্ডের কাছেই শিরোপা হাতছাড়া করেছিল তারা। এর পর টানা ১০বার চ্যাম্পিয়ন হল বায়ার্ন।

অন্য গ্যালারিগুলি