প্রি কোয়ার্টার ফাইনালে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগালের প্রথম একাদশে ছিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পরে দ্বিতীয়ার্ধে তাঁকে পরিবর্ত হিসেবে মাঠে নামিয়েছিলেন কোচ ফার্নান্দো স্যান্টোস। তবে ম্যাচ শেষে সেই রোনাল্ডোকেই দেখা গেল অন্যান্য সতীর্থদের আগেই মাঠ ছাড়েন সিআর৭। এর আগে ম্যাচ চলাকালীনও অনেকবার গোমড়া মুখে বসে থাকতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। এরই মধ্যে ভাইরাল হয়েছে রোনাল্ডোর মাঠ ছাড়ার ভিডিয়ো।
এদিন ম্যাচ শেষে রোনাল্ডোকে সতীর্থ এবং বিপক্ষ দলের ফুটবলারদের সঙ্গে হাত মেলাতে এবং আলিঙ্গন করতে দেখা গিয়েছিল রোনাল্ডোকে। এরপর পর্তুগিজ ফুটবলারদের মাঠেই দর্শকদের সঙ্গে উল্লাসে মাততে দেখা যায়। তবে সেই সময় সবার চোখের আড়ালে মাঠ ছাড়েন রোনাল্ডো। ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, মাঠের দূর প্রান্তে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশে হাত নাড়াচ্ছেন পর্তুগিজ ফুটবলাররা। তবে তাঁদের সঙ্গে যোগ না দিয়ে রোনাল্ডো একাই টানেলে ঢুকে যাচ্ছেন।
এদিকে মনে করা হচ্ছিল, পর্তুগিজ তারকার সঙ্গে ‘ঝামেলা’র কারণেই নাকি তাঁকে বসিয়ে দিয়েছিলেন কোচ স্যান্টোস। এদিকে রোনাল্ডোর বদলে মাঠে নামা গোনজালো রামোস হ্যাটট্রিক করেন। তবে এই সব বিতর্ক দূরে সরিয়ে রেখে শেষ পর্যন্ত রোনাল্ডো ইস্যুতে মুখ খুললেন কোচ স্যান্টোস। ম্যাচ শেষে ফার্নান্দো স্যান্টোস জানিয়ে দেন, রোনাল্ডোকে প্রথম একাদশে না খেলানোর বিষয়টি ‘ব্যক্তিগত’ ছিল না। বরং পরিকল্পনা করেই রোনাল্ডোকে বসিয়ে রামোসকে নামিয়েছিলেন তিনি।
উল্লেখ্য, এর আগে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পরিবর্তিত হয়ে রোনাল্ডো নিজের ‘ক্ষোভ’ প্রকাশ করেছিলেন। যাতে সন্তুষ্ট ছিলেন না পর্তুগিজ কোচ। বলে দিয়েছিলেন, ‘রোনাল্ডো যে অধিনায়ক থাকবেনই, এমন কোনও কথা নেই।’ এই আবহে গতকাল ডিফেন্ডার পেপেকে অধিনায়ক করে দল ঘোষণা করে পর্তুগাল। এদিকে রোনাল্ডোর বদলে অধিনায়ক হওয়া পেপে গতকাল গোল করে রজার মিল্লার রেকর্ড ভাঙেন। এর আগে নকআউট পর্বে সবচেয়ে বেশি বয়সে গোল করার নজির ছিল ক্যামেরুনের তারকার। তবে সেই রেকর্ড গতকাল ভেঙে দেন পর্তুগিজ তারকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।