নোহার গোলে এগিয়ে গিয়েছিল এফসি গোয়া। এরপরে জেসন কামিন্সের গোলে সমতায় ফেরে মোহনবাগান। তারপরে বাগানকে এগিয়ে দেন সাদিকু।
ফাইনালে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল
ডুরান্ড কাপ ২০২৩-এর দ্বিতীয় সেমিফাইনালে দারুণ একটা ম্যাচের সাক্ষী থাকল ফুটবল মহল। এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠল মোহনবাগান। তবে ম্যাচের প্রথমে পিছিয়ে গিয়েছিল মোহনবাগান। নোহার গোলে এগিয়ে যায় এফসি গোয়া। এরপরে জেসন কামিন্সের গোলে সমতায় ফেরে মোহনবাগান। তারপরে বাগানকে এগিয়ে দেন সাদিকু। শেষ পর্যন্ত ২-১ গোলে ম্যাচ জেতে জুয়ান ফেরান্দোর ছেলেরা। এবার ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান।
ফাইনালে মোহনবাগান
গোয়াকে হারিয়ে ফাইনালে উঠল মোহনবাগান। হুগোদের সামনে এবার ইস্টবেঙ্গল।
বাগানের বক্সে বল
সময় যত শেষের দিকে আসছে, খেলার উত্তেজনা যেন ততই বাড়ছে। এফসি গোয়া শেষ চেষ্টা চালিয়ে যাচ্ছে। খেলাটা যেন বাগানের বক্সের মধ্যেই চলছে।
শেষ চেষ্টা করছে গোয়া
ম্যাচ প্রায় শেষের পথে, এদিকে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে এফসি গোয়া।
শেষ ৯০ মিনিট
শেষ হয়েছে ৯০ মিনিট। ৮ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এই সময়ে দারুণ সেভ করেন বিশাল কাইথ।
বাজে মিস করল সাহাল
ম্যাচের ৮৭ মিনিটে দারুণ একটা মাইনাস করেছিলেন সাদিকু। তবে বলটি গোলে রাখতে পারলেন না সাহাল।
৮৫ মিনিট, মোহনবাগান:২ - এফসি গোয়া:১
আর পাঁচ মিনিট বাকি। ম্যাচের ফল কি এটাই থাকবে নাকি ম্যাচের ছবিটা বদলাবে। টাইম দেখে অঙ্ক কষা শুরু হয়ে গেল।
৮০ মিনিট, মোহনবাগান:২ - এফসি গোয়া:১
আশি মিনিটের খেলা শেষ। এখনও ২-১ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। তবে এই অবস্থায় ব্যবধান বাড়াতে চাইছেন জুয়ান ফেরান্দো।
আবার পরিবর্তন করল মোহনবাগান
মাঠে এলেন লিস্টন কোলাসো। এগিয়ে থাকলেও ম্য়াচে গতি বাড়াতে চায় জুয়ান।
ফেরান্দোর দারুণ চেঞ্জ
হুগোর জায়গায় আর্মান্দো সাদিকুকে নামিয়েই যেন বাজিমাত করলেন ফেরান্দো। সাদিকু মাঠে নেমেই গোল পেলেন। তবে এই গোলের পিছনে সন্দেশ ঝিঙ্গানের ভুল ছিল।
গোলললল
আর্মান্দো সাদিকুর গোলে এগিয়ে গেল মোহনবাগান। ম্যাচের ৬২ মিনিটে দুরপাল্লার গোলে দুরন্ত গোল করলেন আর্মান্দো সাদিকু।
ফুটবলার বদল
ম্যাচের ৫৬ মিনিটে ফুটবলার বদল করল মোহনবাগান। হুগো বৌমাসকে তুলে নিলেন জুয়ান ফেরান্দো। হুগোর জায়গায় সাদিকু।
৫৫ মিনিট, মোহনবাগান:১ - এফসি গোয়া:১
দ্বিতীয়ার্ধে এখনও পর্যন্ত গোল করতে পারেনি মোহনবাগান ও এফসি গোয়া। খেলার ফল এখনও ১-১। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান।
আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান। বারবার গোয়ার বক্সের কাছে পৌঁছে যাচ্ছে তারা। তবে মাঝে মাঝে গোয়াও আঘাত করার চেষ্টা করছে।
শুরুতেই কর্ণার পেল মোহনবাগান
দ্বিতীয়ার্ধের শুরুতেই কর্ণার পেল মোহনবাগান। তবে সেখান থেকে সুবিধা তুলতে পারল না তারা।
শুরু হল দ্বিতীয়ার্ধ
ম্যাচের প্রথম ৪৫ মিনিটের খেলায় দুই দলই একটি করে গোল করেছে, এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে গড়ায়।
শেষ প্রথমার্ধ
ম্যাচের প্রথমার্ধ শেষ। এই মুহূর্তে ম্যাচের ফল ১-১। ৬৪ শতাংশ বলের পজিশন দখলে রেখেছে এফসি গোয়া, মোহনবাগানের দখলে রয়েছে ৩৬ শতাংশ বল পজিশন। দুই দলের দু জন করে হলুদ কার্ড দেখেছে।
আক্রণের ঝড় তুলল মোহনবাগান
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আক্রমণের ঝড় তুলেছে মোহনবাগান।
শেষ ৪৫ মিনিটের খেলা
৪৫ মিনিটের খেলা শেষ। ৫ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন খেলার ফল ১-১।
গোলললললল
জেসন কামিন্সের গোলে সমতায় ফিরল মোহনবাগান। পেনাল্টি থেকে গোল করলেন জেসন কামিন্স।
পেনাল্টি পেল মোহনবাগান
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি অর্জন করল মোহনবাগান। আশিক কুরুনিয়ানকে ফাউল করা এবং এই পেনাল্টি নিয়ে প্রশ্ন থাকতেই পারে।
অল্পের জন্য রক্ষা পেল
ম্যাচের ৩৭ মিনিটে আবারও গোল করার জায়গায় পৌঁছে গিয়েছিল গোয়া। অল্পের জন্য রক্ষা পেল মোহনবাগান।
২৫ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:১
নোহার গোলে এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে এফসি গোয়া। ম্যাচের ২৩ মিনিট পাস দিতে গিয়ে ভুল করেন হুগো বৌমাস। সেই বল ধরে দারুণ ফিনিশ করেন এফসি গোয়ার নোহা। এরফলে ১-০ এগিয়ে রয়েছে এফসি গোয়া।
এগিয়ে গেল গোয়া
নোহার গোলে এগিয়ে গেল এফসি গোয়া। হুগো বৌমাসের ভুলে ০-১ গোলে পিছিয়ে গেল মোহনবাগান। ম্যাচের ২৩ মিনিটেই এগিয়ে যায় গোয়া।
মোহনবাগানের দারুণ আক্রমণ
ম্যাচের ১৬ মিনিট ও ১৭ মিনিটে আক্রমণের ঝড় তুলল মোহনবাগান। জেসন কামিন্স ও দিমিত্রি পেত্রাতোস গোয়ার গোলের মুখ প্রায় খুলেই দিয়েছিলেন।
১৩ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:০
ম্যাচের ১৩ মিনিটে দারুণ একটা আক্রমণ করেছে মোহনবাগান। গোয়ার বক্সে ঢুকে পড়েছিলেন জেসন কামিন্সরা। তবে গোলের মুখ খুলতে পারেনি তারা।
১০ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:০
এখনও পর্যন্ত সেভাবে কোনও দলই সুযোগ করতে পারেনি। তবে বারবার মোহনবাগান বক্সে ঢুকে পড়ছে গোয়ার ফুটবলাররা। মাঝমাঠেও রাশ এফসি গোয়ার পায়ে রয়েছে। মোহনবাগান এখনও সেভাবে খেলায় দানা বাঁধতে পারেনি।
৫ মিনিট, মোহনবাগান:০ - এফসি গোয়া:০
পাঁচ মিনিটের খেলায় এখনও কোনও দলই গোল করতে পারল না। তবে এই মুহূর্তে বেশ কিছু আক্রমণ করার চেষ্টা করেছিল গোয়া। তবে মোহনবাগান খুব স্লো খেলা শুরু করে। বোঝাই যাচ্ছে তারা খেলাটা ধরার চেষ্টা করছে।
শুরু সেমির লড়াই
মোহনবাগান সবুজ মেরুন জার্সি গায়ে মাঠে নেমেছে এবং এফসি গোয়া সাদা জার্সি গায়ে মাঠে নেমেছে।
দুই দলই মাঠে নেমেছে
৪-২-৩-১ ছকে নামছে এফসি গোয়া। মুম্বই সিটি এফসিকে হারিয়ে মোহনবাগান বেশ আত্মবিশ্বাসে রয়েছে। দেখার এফসি গোয়ার বিরুদ্ধে তারা কী করে?
দেখে নিন মোহনবাগানের একাদশ
একাদশে ফিরেছেন দিমিত্রি পেত্রাতোস ও আশিস রাই। নিজেদের সেরাটা দিয়ে ফাইনালেন টিকিট পেতে চাইবে মোহনবাগান।
HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত
ইতিমধ্যে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ডুরান্ডের ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। মোহনবাগানও সেই লক্ষ্যেই আজ এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামবে। আর এই সেমিফাইনাল ম্যাচ হবে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।