জয় দিয়ে বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের দৌড় শুরু করেছে ভারত। অ্যাওয়ে ম্যাচে কুয়েতকে ১-০ গোলে হারিয়ে দিয়েছেন সুনীল ছেত্রীরা। তার ফলে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থানে আছে। তবে শুধু ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের খেলা হচ্ছে না। একসঙ্গে ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচও চলছে। অর্থাৎ জয়েন্ট কোয়ালিফিকেশন হচ্ছে। দ্বিতীয় রাউন্ড শেষ হওয়ার পর কয়েকটি দল সরাসরি ২০২৭ সালের এশিয়ান কাপের (সৌদি আরবে হবে) টিকিট পেয়ে যাবে। আর কয়েকটি দল ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারের তৃতীয় রাউন্ডে পৌঁছাবে।
গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকা
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'এ'-তে আছে ভারত, কাতার, কুয়েত এবং আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৮-১ গোলে হারিয়ে দিয়েছে কাতার। কুয়েত থেকে ১-০ গোলে জিতে ফিরছে ভারত।
গ্রুপ ‘জি’-র পয়েন্ট তালিকা
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'জি'-তে আছে সৌদি আরব, তাজিকিস্তান, জর্ডন এবং পাকিস্তান। সৌদির কাছে ৪-০ গোলে হেরে গিয়েছে ভারতের পড়শি দেশ। ১-১ গোলে ড্র করেছে জর্ডন এবং তাজিকিস্তান।
গ্রুপ ‘আই’-র পয়েন্ট তালিকা
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'আই'-তে অস্ট্রেলিয়া, প্যালেস্তাইন, লেবানন এবং বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারেনি। হেরে গিয়েছে ৭-০ গোলে। গোলশূন্য ড্র হয়েছে প্যালেস্তাইন এবং লেবাননের।
ভারতের পরবর্তী ম্যাচের সূচি
১) ভারত বনাম কাতার: ২১ নভেম্বর, সন্ধ্যা ৭ টা, ভুবনেশ্বর।
২) আফগানিস্তান বনাম ভারত: ২০২৪ সালের ২১ মার্চ।
৩) ভারত বনাম আফগানিস্তান: ২০২৪ সালের ২৬ মার্চ।
৪) ভারত বনাম কুয়েত: ২০২৪ সালের ৬ জুন।
৫) কাতার বনাম ভারত: ২০২৪ সালের ১১ জুন।
আরও পড়ুন: AFC Asian Cup 2023 Draw: এশিয়ান কাপে ‘সবথেকে কঠিন’ গ্রুপে পড়ল ভারত, আছে ২০২২-র বিশ্বকাপে খেলা দলও
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।