বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Intercontinental Cup: বল জালে রাখাটাই আসল কাজ- ফাইনালের আগে গোল মিস নিয়ে চিন্তায় স্টিম্যাচ

Intercontinental Cup: বল জালে রাখাটাই আসল কাজ- ফাইনালের আগে গোল মিস নিয়ে চিন্তায় স্টিম্যাচ

ইগর স্টিম্যাচকে চিন্তায় রেখেছে ভারতের গোল না করতে পারার রোগটা।

গোল মিস করান নিয়ে চিন্তায় রয়েছেন ভারতীয় দলের কোচ। স্টিম্যাচের দাবি, বল জালে না রাখতে পারাটাই সমস্যার হচ্ছে। আগের ম্যাচে লেবাননের বিরুদ্ধে অনিরুদ্ধ থাপা সহজ সুযোগ নষ্ট করেন। পরের দিকে নেমে সুনীল ছেত্রীও গোল করতে পারেননি। একাধিক সুযোগ তৈরি হলেও, সুযোগ নষ্ট হয়েছে। ফাইনালে সেরকমটা হলে কপালে দুঃখ আছে।

ভারতীয় ফুটবল টিমের প্রধান কোচ ইগর স্টিম্যাচ দাবি করেছেন যে, তাঁর দলে ২৬ জন ফুটবলার রয়েছেন। সকলেই প্রথম একাদশে খেলার যোগ্য। যে কারণে ইন্টারকন্টিনেন্টাল কাপের শেষ দু'টি লিগ ম্যাচের সময় ভারতীয় ফুটবল টিমের একাদশে ব্যাপক পরিবর্তন করে স্টিম্যাচ। তিনি হয়তো দেখাতে চেয়েছিলেন, তাঁর দলে প্রচুর প্রতিভার রয়েছে।

মঙ্গোলিয়ার বিরুদ্ধে ম্যাচে স্টিম্যাচ যে একাদশ খেলিয়েছিলেন, ভানুয়াতুর বিরুদ্ধে আবার সেই টিমে ন'টি পরিবর্তন করেছিলেন। তা পরের ম্যাচে বৃহস্পতিবার অনুষ্ঠিত লেবাননের বিপক্ষে ম্যাচে আবার টিমে ১০টি পরিবর্তন করেন স্টিম্য়াচ। এই তিন ম্যাচের মধ্যে সন্দেশ ঝিঙ্গান দলে একমাত্র ধারাবাহিক খেলোয়াড় ছিলেন।

১৮ জুন, রবিবার ভারত ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে ফের লেবাননের মুখোমুখি হবে। তার আগে স্টিম্যাচ বলেছেন, ‘এটি পরীক্ষানিরীক্ষা করা বা সঠিক প্রথম একাদশ খুঁজে না পাওয়ার বিষয় নয় এটি। আমাদের দলে একাধিক ভালো মানের প্লেয়ার রয়েছে। এবং আমাকে তাদের সকলকেই ব্যবহার করতে হবে।’

আরও পড়ুন: ফেরান্দোর চাপ বাড়াতেই কি মোহনবাগানে টিডি হয়ে আসছেন হাবাস?

তিনি যোগ করেছেন, ‘লেবাননের বিরুদ্ধে ম্যাচে ফুটবলাররা সব কিছু ঠিকঠাক করলেও গোল করার জায়গায় মার খাচ্ছে। অ্যাটার্কিং থার্ডে গিয়ে সঠিক ফাইনাল পাস দেওয়ার কাজটা ফুটবলারদেরই করতে হবে। ‌ফাইনালে লেবানন আক্রমণকে ওদের অর্ধেই থামাতে হবে বিপজ্জনক হতে না দিতে। আশা করছি, ফাইনালে গোল পেতে দেরি হবে না। ৯০ মিনিটেই ম্যাচটা জেতা সম্ভব হবে। গোল করা ছাড়া আমরা আর কিছু ভুল করিনি। মনে হয় না, ফাইনালে বিরাট কোনও পরিবর্তন দরকার। কিন্তু গতি বাড়াতে হবে, আমাদের খেলোয়াড়দের মধ্যে আরও আগ্রাসন এবং শক্তি দেখতে চাই, যারা লেবাননের মতো শারীরিক শক্তি দিয়ে খেলা দলের বিরুদ্ধে লড়তে পারে।’

তবে ভারতের ক্রোয়েশিয়ান কোচ লিগের শেষ ম্যাচে লেবাননের বিরুদ্ধে গোলের সুযোগ নষ্ট হওয়া নিয়ে চিন্তায় রয়েছেন। অনিরুদ্ধ থাপা সহজ সুযোগ নষ্ট করেন। পরের দিকে নেমে সুনীল ছেত্রীও গোল করতে পারেননি। একাধিক সুযোগ তৈরি হলেও, সুযোগ নষ্ট হয়েছে। ফাইনালে সেরকমটা হলে কপালে দুঃখ আছে ভারতের। স্টিম্যাচ বলেছেন, ‘গোলের সামনে পৌঁছে গেলে কী করতে হবে সে সম্পর্কে খেলোয়াড়দের একটা নির্দেশ দেওয়াই রয়েছে। মাথা ঠান্ডা রেখে বলে চোখ রাখো। বল জালে রাখাটাই তোমার আসল কাজ। তাতেও আমরা গোল করতে পারছি না।’

আরও পড়ুন: ফাইনালের আগে লেবাননের বিরুদ্ধে ০-০ ড্র ভারতের, গোল মিসের বহর চিন্তার রাখবে ইগরকে

লিগের শেষ ম্যাচে সুনীল ছেত্রীকে বিশ্রাম দেওয়া হয়েছিল। যে কারণে আশিক কুরুনিয়ানকে সেন্টার-ফরোয়ার্ড পজিশনে খেলানো হয়েছিল। এবং তিনি স্টিম্যাচকে প্রভাবিত করতে সক্ষম হন। এবং উদন্ত সিং-কে বাঁদিকে খেলানো হয়েছিল। স্টিম্যাচ বলেন, ‘আমার ছেলেরা প্রতিটি পজিশনে খেলতে পারে, সেটা লেফট উইং, রাইট উইং, ১০ নম্বর বা সেন্টার ফরোয়ার্ড। এর কারণ তারা একে অপরকে বোঝে। আশিক দুর্দান্ত খেলেছিল।’

লেবানন ম্যাচে ৮১ মিনিটে সুনীল ছেত্রীকে নামিয়েছিলেন স্টিম্যাচ। ফাইনালে শুরু থেকে সুনীল খেলবেন কিনা, এই প্রশ্নে ভারতীয় দলের প্রধান কোচ জানিয়ে দেন, ‘‌আমার হাতে ২৬ জন ফুটবলার আছে। এরা সকলেই প্রথম একাদশে খেলার যোগ্য। সুনীল অবশ্যই নিজের যোগ্যতায় প্রথম একাদশে থাকে। সুনীল শুরু করবে, না পরে নামবে, সেটা এখন থেকে বলতে পারব না।’‌

স্টিম্যাচ আগেই জানিয়েছিলেন, গুরপ্রীতের সামান্য ফিটনেস সমস্যা রয়েছে। সম্ভবত সেই কারণেই ফাইনালে কোচের প্রথম পছন্দের গোলকিপার অমরিন্দরকেই খেলানো হতে পারে। অমরিন্দর বলেন, ‘‌ভুবনেশ্বর চেনা মাঠ। ওড়িশা এফসি–র হয়ে আইএসএলে খেলে সাফল্য পেয়েছি। তাই ঘরের মাঠের সমর্থকদের সামনে সেরা দিতে তৈরি।’‌

২০১৮ সালে কেনিয়াকে হারিয়ে উদ্বোধনী ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছিল ভারত। ২০১৯ সালে আবার আমদাবাদে চ্যাম্পিয়ন হয়েছিল উত্তর কোরিয়া। রবিবার ভুবনেশ্বরের ভারতের সামনে ফের শিরোপা ঘরে নিয়ে আসার লড়াই। দেখার, সুনীল ছেত্রীরা শেষ ল্যাপের দৌড়ে সাফল্য পান কিনা!

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বেরিয়ে আছে ছোট্ট দু-হাত! মায়ের কোল আঁকড়ে দুয়া, বাপের বাড়ি থেকে ফিরলেন দীপিকা ১০০ বছরের বর এবং ১০২ বছরের কনে, অনন্য বিয়ে গড়ল বিশ্বরেকর্ড বিপুল সংখ্যক ভারতীয়ের দুবাইয়ের ভিসা বাতিল হতে শুরু করেছে! কেন জানেন? আলতাফ থেকে হয়েছিলেন অভিনব, একটা সূত্র ফিরিয়ে দিল আগের জীবনে, অবাক জার্নি যুবকের সিরিয়াকে ‘পবিত্র’ করে বিজয় ভাষণে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা বিদ্রোহী নেতার! গুগল ম্যাপ দেখে বিহার থেকে গোয়া যাওয়ার পথে জঙ্গলে আটকে গেল পরিবার, তারপর... Water Drinking Tips: শীতকালে প্রতিদিন কত গ্লাস জল পান করা উচিত? মন পরিস্কারের জন্য তৈরি ওয়াশিং মেশিন, ১৫ মিনিটে ধুয়ে মুছে সাফ হয়ে যাবেন আপনিও কপিলের শোতে ভালোবাসার ‘পাঠ’ রেখার!কিন্তু স্বামীর মৃত্যুর পর কার জন্য সিঁদুর পরেন BGT 2024-25: গাব্বায় কি খেলবেন জোশ হেজেলউড? বড় আপডেট দিলেন অজি পেসার

IPL 2025 News in Bangla

পরের বার আমায় ‘ডক্টর’ বলে ডাকবেন: কেন এমন বললেন KKR-এর তারকা বেঙ্কটেশ আইয়ার? টাকার জন্য ছাড়িনি DC, দাবি করেছিলেন পন্ত, ঘুরিয়ে তাঁকে মিথ্যাবাদী বললেন বাদানি BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের… ভিডিয়ো-অ্যাডিলেডে কেকেআর নিয়ে খোঁটা স্টার্ককে, মুখের ওপর জবাব অজি পেসারের ধোনির সঙ্গে ১০ বছরের বেশি কথা নেই, নিজেই জানালেন হরভজন, ঝামেলা কি জোরদার? কেরল ম্যাচের পর মহারাষ্ট্র ম্যাচেও নেই সচিনপুত্র! গোয়া দল থেকেও কি বাদ অর্জুন? ভাইরাল ‘গুলাবি শরারা’য় জমিয়ে ঠুমকা ধোনির, সাক্ষীকে দিলেন টেক্কা! দেখুন ভিডিয়ো IPLর আগে স্বস্তিতে CSK! ৩০ লাখের শ্রেয়স গোপাল সৈয়দ মুস্তাক আলিতে নিল হ্যাটট্রিক… ক্রিকেট মাঠ ছেড়ে SBIর ডিউটিতে! ভারতের প্রাক্তন ক্রিকেটার মন দিচ্ছেন নতুন কাজে… KKRর সুসংবাদ! আবু ধাবি T10 জিতলেন রাসেল-নরকিয়া! ফাইনালে দুরন্ত বোলিং নরকিয়ার!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.