একেই উৎসবের মরশুমে ক্রিকেট বিশ্বকাপ। তার উপর আবার পাল্লা দেবে আইএসএলও। একাধিক রাজ্যই আপত্তি জানিয়েছে, উৎসবের মরশুমে ম্য়াচ আয়োজন করা নিয়ে। কারণ সেই সময়ে নিরাপত্তা দেওয়াটাই বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এই কারণে ইতিমধ্যেই বিশ্বকাপের সূচিতে পরিবর্তন করা হয়েছে। বিশ্বকাপের মোট তিনটে ম্যাচের দিন বদল করা হয়েছে। যার মধ্যে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচটিও। এবার সূচি পরিবর্তন করতে বাধ্য হল আইএসএলও। পরিবর্তত হল কলকাতা ডার্বির ক্রীড়াসূচি। সেই সঙ্গে ইস্টবেঙ্গলেরও একটি ম্যাচের জায়গা বদল করা হচ্ছে।
আইএসএলের সূচি অনুযায়ী ২৮ অক্টোবর ছিল ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ। যুবভারতীতে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। সেই দিনই আবার ইডেন গার্ডেন্সে রয়েছে বিশ্বকাপের ম্যাচ। মুখোমুখি হতে চলেছে নেদারল্যান্ড এবং বাংলাদেশ। কলকাতায় বাংলাদেশের সমর্থক নিঃসন্দেহে বেশিই থাকবে, ফলে পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা দিতে হবে। এছাড়া একই দিনে শহরে আসবে পাকিস্তানও। ফলে তিন দিকে নিরাপত্তা দেওয়া পুলিশের পক্ষে কার্যত অসম্ভব। এর সঙ্গেই রয়েছে দুর্গাপুজোর বিসর্জনও। ২৫ অক্টোবর পুজো শেষ হলেও এর পর লম্বা সময় ধরে চলে বিসর্জন। সব মিলিয়েই তাই পিছিয়ে গেল আইএসএলের কলকাতা ডার্বিই।
ইন্ডিয়ান সুপার লিগে আগামী ২৮ অক্টোবরের কলকাতা ডর্বি আপাতত স্থগিত রাখা হল। বৃহস্পতিবার সরকারি ভাবে এই ঘোষণা করে দেয় লিগের আয়োজক ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল)। লিগের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটি ২৮ তারিখের বদলে কবে হবে, সেটা এখনও পরিষ্কার নয়। সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। পরিবর্তিত সূচি পরে জানানো হবে। ইডেন গার্ডেন্স কলকাতা পুলিশের অধীনে হলেও, যুবভারতী আবার বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে। তবে একই দিনে দুটো ম্য়াচ পড়ায় কোনও পুলিশই ঝুঁকি নিতে চাইছে না।
ওই দিন বিকেল সাড়ে পাঁচটা থেকে যে ম্যাচটি হওয়ার কথা ছিল মুম্বইয়ে, সেই মুম্বই সিটি এফসি বনাম হায়দরাবাদ এফসি ম্যাচটি শুরু হবে রাত আটটা থেকে। এ ছাড়াও ইস্টবেঙ্গলের আরও একটি ম্যাচ নিয়ে সিদ্ধান্ত বদল করা হয়েছে। আগামী ২১ অক্টোবর ইস্টবেঙ্গল এফসি এবং এফসি গোয়ার মধ্যে ম্যাচটি কলকাতায় হওয়ার কথা ছিল। ম্যাচটি ছিল লাল-হলুদের হোম ম্যাচ। কিন্তু সেই ম্যাচটিও দুর্গাপুজোর কারণে ইস্টবেঙ্গলের ঘরের মাঠ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভুবনেশ্বরে। ম্যাচটি সেই দিন শুরু হবে বিকেল সাড়ে পাঁচটা থেকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।