বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: পেনাল্টি দেওয়া হয়নি, আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল- রেফারিং নিয়ে ক্ষোভ উগরালেন কুয়াদ্রাত

ISL 2023-24: পেনাল্টি দেওয়া হয়নি, আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল- রেফারিং নিয়ে ক্ষোভ উগরালেন কুয়াদ্রাত

কার্লেস কুয়াদ্রাত।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচেও রেফারির সিদ্ধান্ত নিয়ে সরব ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর পেনাল্টি পাওয়া নিয়ে যেমন বিতর্ক রয়েছে, তেমনই দ্বিতীয়ার্ধে বক্সের মধ্যে হাতে বল লাগা সত্ত্বেও ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টি দেননি রেফারি। এই দাবিতেও ক্ষুব্ধ লাল-হলুদ শিবির।

প্রাক্তন দলের বিরুদ্ধে শূন্য হাতে ফিরতে হয়েছে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতকে। বুধবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে এক গোলে এগিয়ে গিয়েও, তিন পয়েন্ট হাতছাড়া করেছে লাল হলুদ। নওরেম মহেশের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। এর চার মিনিটের মধ্যে পেনাল্টি থেকে সমতা ফেরান সুনীল ছেত্রী। যে পেনাল্টি নিয়ে তীব্র বিতর্ক রয়েছে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি জাভি হার্নান্ডেজের বিশ্বমানের গোল ম্যাচে পার্থক্য গড়ে দেয়। চলতি আইএসএলে এটাই প্রথম হার ইস্টবেঙ্গলের।

আরও পড়ুন: রেফারির সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক, প্রাক্তন দলের বিরুদ্ধে ম্যাচ হেরে ফিরতে হচ্ছে কুয়াদ্রাতকে

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কুয়াদ্রাত বলেন, ‘আমার ভালো লাগছে যে, আমরা আজ সব দিক থেকেই আধিপত্য বিস্তার করেছি। বেঙ্গালুরু যেখানে চারটে শট মেরেছে, সেখানে আমরা ১২টা শট মেরেছি। এর মধ্যে দুটো শট আমরা লক্ষ্যে রাখতে পেরেছি। এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে। তবে আমার দলের ছেলেদের কোনও দোষ দেব না। তাদের চাপে ফেলতেও চাই না আমি। সমর্থকদের এবং আমাদেরও সবাইকে বুঝতে হবে, ফুটবলে এ রকমই। বক্সের মধ্যে কে কী রকম খেলছে, তার ওপর নির্ভর করে সব কিছু। ওরা দুটো শট গোলে রেখেছে, দুটো থেকেই গোল পেয়েছে। আমরা কিন্তু অনেক সুযোগ হাতছাড়া করেছি। সুনীল আজ খুবই স্মার্টগেম খেলেছে। পেনাল্টির সিদ্ধান্ত নিয়েও সন্দেহ রয়েছে আমার। আমাদের এই ম্যাচে এবং গত ম্যাচেও নিশ্চিত পেনাল্টি দেওয়া হয়নি। এই দুটো পেনাল্টি পেলে হয়তো আমরা অন্য জায়গায় থাকতাম। এই ম্যাচে আমাদেরই তিন পয়েন্ট পাওয়ার কথা ছিল।’

আরও পড়ুন: ফের হার, মারাত্মক চাপে পড়ে গেল ম্যান ইউনাইটেড, পা ফস্কাল আর্সেনালও, জিতল রিয়াল, বায়ার্ন

এর সঙ্গেই তিনি যোগ করেছেন, ‘ফুটবলে সুযোগ তৈরি করা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রতি ম্যাচেই অনেক সুযোগ তৈরি করছি। দলের ছেলেরা যে আমাদের সিস্টেমটা বুঝতে পারছে এবং সেই অনুযায়ী খেলতে পারছে, এতে আমি খুশি। সুযোগ তৈরি হতে থাকলে গোলও আসবে।’ ইস্টবেঙ্গলের সামনে লম্বা ১৭ দিনের লম্বা গ্যাপ। ভারতীয় দল মারডেকা কাপে খেলতে যাবে। সেই জন্য কয়েক দিন আইএসএলও বন্ধ থাকবে। এই লম্বা ছুটিতে অনেক পরিকল্পনা রয়েছে বলে জানালেন কুয়াদ্রাত। বলেন, ‘কয়েকটা ফ্রেন্ডলি ম্যাচ খেলব আমরা। গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে একটা ম্যাচ খেলার কথা আছে। আরও একটা ম্যাচ খেলব। তা ছাড়া নতুন যে বিদেশি এসেছে (হিজাজি মাহের), তাকেও ফিট করে তুলতে হবে, দলের অন্যদের সঙ্গে মানিয়ে নেওয়ায় সাহায্য করতে হবে। আমাদের কৌশল, নীতি ওকে বোঝাতে হবে। তা ছাড়া যারা বেশি খেলার সুযোগ পাচ্ছে না, তাদেরও সময় দিতে হবে। আমরা এই সময়ে অনেক কিছু করব বলে ভেবে রেখেছি।’

প্রাক্তন ক্লাবের ঘরের মাঠে অন্য দল নিয়ে নামার অনুভূতি প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, ‘বেঙ্গালুরুর সঙ্গে আমার অনেক আবেগ জড়িয়ে আছে। এখানে এসে অনেক কিছু মনে পড়ে যাচ্ছে। তবে এই ম্যাচে বেঙ্গালুরুকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম, যা সম্ভব হয়নি। অন্য ক্লাবে চলে যাওয়া সত্ত্বেও, এখানকার সমর্থকেরা যে এখনও আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তা দেখে খুব ভালো লাগছে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, দক্ষিণ ২৪ পরগনায় নয়া হিসেব দিলেন অভিষেক প্লেনের দরজা থেকে পড়ে গেলেন ব্যক্তি, টেক অফের আগেই বড় দুর্ঘটনা! ভিডিয়ো ভাইরাল কলকাতায় হচ্ছে ৬০৫ বেডের হাসপাতাল ও মেডিক্যাল কলেজ! ১০০০ কোটির উপরে বরাত লারসেনকে ধোঁয়া থেকে গরু, ভোটপ্রচারে দিদির বাণী ঘিরে মিমের বন্যা! রচনা শেষহাসি হাসবেন? সৌর ঝড়ে কি বিপন্ন হতে পারে পৃথিবী? ভয়ঙ্কর তথ্য দিল আদিত্য এল-১ এবং চন্দ্রযান ২ নাম-পদবী একই, বনগাঁ কেন্দ্রে ভোটে লড়ছেন ৩ বিশ্বজিৎ দাস, কোন কোন দলের প্রার্থী? নিজ জেলায় ভোটের ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের সাম্মানিক চেয়ে মমতাকে প্রস্তাব

Latest IPL News

আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.