এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও আইএসএলে খেলা তিনটি ম্যাচেই জিতেছে জুয়ান ফেরান্দোর দল। গতবারের চ্যাম্পিয়নদের আটকানো যে মুশকিল তা ভালো করেই জানে বিপক্ষ দলগুলি। আগামীকাল অর্থাৎ বুধবার জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে খেলতে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই মুহূর্তে ৫ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সাত নম্বরে রয়েছে জামশেদপুর। তাই তাদের কাছে এই ম্যাচ বেশ কঠিন বলা চলে। কারণ এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছে মোহনবাগান। এই ম্যাচটা যে ইস্পাতনগরীর দলের জন্য খুব একটা সহজ হবে না, তা বলার অপেক্ষা রাখে না।
তবে মোহনবাগানকে একই সঙ্গে ২টি টুর্নামেন্টে খেলতে হচ্ছে। চাপ থাকছেই ফেরান্দোদের। এমনকী লিগের ম্যাচের মাঝেও অনেকটা দিনের বিরতি থাকছে। স্বাভাবিক ভাবেই দুই টুর্নামেন্ট এক সঙ্গে চলায় ফুটবলারদের ফোকাস সরে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু বাগান কোচ এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন। এবাং যে কোনও মুহূর্তের জন্য নিজেকে প্রস্তুত রাখছেন।
জামশেদপুরের বিরুদ্ধে নামার আগে সাংবাদিক সস্মেলনে বাগান কোচ বলেন, 'এটা আমাদের হাতে নেই। ফেডারেশন ঠিক করে কোন দল কবে খেলবে। কিন্তু আমাদের সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। ফলে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবেই। কিছু করার নেই। তবে আমার মতে একটা লিগে পরপর ম্যাচ দিলে সুবিধা হয়। তাতে ধারাবাহিকতা ধরে রাখা যায়।'
জামশেদপুরের বিরুদ্ধ দলের ফুটবলারদের পজিশন বদল করা হবে বলেও ইঙ্গিত দেন ফেরান্দো। আনোয়ারের পরিবর্তে সুমিত রাঠিকে রক্ষণে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে বাগান কোচ বলেন, 'আমার দলে কেউ অপরিহার্য নয়। প্রত্যেক ফুটবলারই তৈরি মাঠে নামার জন্য। প্রত্যেকেই মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করে। ম্যারাথন লিগে যে কেউ চোট পেতে পারে। কার্ড সমস্যাও হতে পারে। ফলে কে আছে, কে নেই সেটা ভেবে লাভ নেই। আমাদের সব কিছুর জন্য তৈরি থাকতে হবে। আনোয়ার অবশ্যই আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য। ও সব সময় আমাদের পর্যবেক্ষণে আছে। ফিট হলেই দলের সঙ্গে যোগ দিতে পারবে।' এই মুহূর্তে গোলের মধ্যেই রয়ছেন পেত্রাতোস, কামিংস, সাদিকুরা। এই ধারাই জামশেদপুর ম্যাচে বজায় রাখতে চান বাগান কোচ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।