বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2023-24: একাধিক সুযোগ হাতছাড়া করেছি, আরও সমস্যা ছিল- চেন্নাইয়িনকে হারানোর পরেও খুঁত খুঁজে পেলেন বাগান কোচ ফেরান্দো

ISL 2023-24: একাধিক সুযোগ হাতছাড়া করেছি, আরও সমস্যা ছিল- চেন্নাইয়িনকে হারানোর পরেও খুঁত খুঁজে পেলেন বাগান কোচ ফেরান্দো

জুয়ান ফেরান্দো।

এবারের আইএসএলের প্রথম অ্যাওয়ে ম্যাচে দুরন্ত ফুটবল খেলল পুরো মোহনবাগান দল। এখনও পর্যন্ত এবার বাগানের সেরা ম্যাচ বলা যায়। জুয়ান ফেরান্দোর দল পরপর ম্যাচ জিতলেও, এর আগে এতটা চোখের সুখ হয়নি, যা এদিন হল। তবু ফেরান্দো কিন্তু দলের একাধিক খুঁত খুঁজে বের করলেন।

শনিবার চেন্নাইয়ের মারিনা এরিনার উড়ল শুধুই যেন সবুজ-মেরুন রং। সেই রঙের ছটায় নিজেদের ঘরের মাঠে একেবারে বিবর্ণ হয়ে গেল চেন্নাইয়িন এফসি। এদিন চেন্নাইয়ের দলকে ৩-১ গোলে হারিয়ে প্রথম অ্যাওয়ে জয় তুলে নিল মোহনবাগান। টানা তিন ম্যাচ জিতে আইএসএল টেবলের এক নম্বর জায়গা আরও পোক্ত করল জেসন কামিন্স, দিমিত্রি পেত্রাতোসরা। চলতি মরশুমে মোহনবাগানের সেরা প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধও দারুণ। আর এই সুন্দর ফুটবলের রিং মাস্টার সাহাল আব্দুল সামাদ। অনবদ্য ফুটবল খেললেন বাগানের মিডিয়ো। তিনটে গোলের পিছনে রয়েছে তাঁরই অবদান। সেই সঙ্গে গোটা দলকে খেলালেন সামাদ।

আর দলের পারফরম্যান্সে খুশি হলেও, বেশ কিছু খুঁত খুঁজে বের করেছেন বাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তাঁর দল রীতিমতো আধিপত্য দেখিয়ে জয়ের পর সাংবাদিক বৈঠকে ফেরান্দো বলেছেন, ‘দলের ছেলেদের খেলায় আমি খুশি। এখনও পর্যন্ত অনেকগুলো ম্যাচ আমরা খেলেছি। একসঙ্গে এএফসি কাপ, ডুরান্ড কাপ, কলকাতা লিগ, আইএসএল সবই খেলছি। সবেতেই আমরা ভালো খেলার যথেষ্ট চেষ্টা করছি। সেই জন্যই আমি খুশি। অনুশীলন, ম্যাচ সবেতেই ছেলেরা যথেষ্ট ভালো কাজ করছে। তবু বলব, আমাদের আরও উন্নতি করতে হবে। অনেক সুযোগ নষ্ট করেছি। আজ প্রথমার্ধে আমাদের একাধিক সুযোগ হাতছাড়া হয়েছে। ওঠা-নামার ক্ষেত্রেও সমস্যা ছিল। এক্ষেত্রে আমি পুরোপুরি খুশি নই ঠিকই। তবে এর জন্য খেলোয়াড়দের সম্পূর্ণ দোষ দেব না। ওদের নিয়ে এখনও কাজ করতে হবে।’ ফেরান্দো আরও যোগ করেন, ‘চেন্নাইয়িন ম্যাচ কঠিন ছিল। কঠিন দল তারা। ওদের দলে ভালো ভালো লড়াকু খেলোয়াড় রয়েছে। ফিরতি লিগে ওদের বিরুদ্ধে যখন নামব, তখন আমাদের সাবধানে খেলতে হবে।’

আরও পড়ুন: পিছিয়ে গেল ২৮ অক্টোবরের কলকাতার ডার্বি, গোয়ার বিরুদ্ধে হোম ম্যাচ ইস্টবেঙ্গলকে খেলতে হবে ভুবনেশ্বরে

এ দিন আলবানিয়ার জাতীয় দলের হয়ে খেলা স্ট্রাইকার সাদিকুকে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামানো হয়েছিল। কিন্তু তিনি কোনও গোল করতে পারেননি। সাদিকুকে নিয়ে ফেরান্দোর দাবি, ‘সাদিকু গোল করতে পারছে না ঠিকই। কিন্তু ও খুব ভালো খেলছে। ও প্রতিপক্ষকে চাপে রাখছে। দিমি, সহাল যখন আক্রমণে উঠছে, তখন ওদের জায়গা তৈরিতে সাহায্য করছে। মনবীর একটা সুযোগ তৈরি করে দিয়েছিল ওকে। এ ছাড়াও থাপার সঙ্গে আরও একটা সুযোগ তৈরি করেছিল ও। কিন্তু প্রতিপক্ষের দু'জন সেন্টার ব্যাক ওর খুব কাছাকাছি ছিল বলে ও সুযোগটা কাজে লাগাতে পারেনি। তবে সবাইকে যে গোল করতেই হবে, তার কোনও মানে নেই। আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল কে নিজের ভূমিকা কতটা ভালো ভাবে পালন করছে। এখন হয়তো গোল পাচ্ছে না ও। কিন্তু দু’সপ্তাহ পরে হয়তো পাবে। তবে আমি ওর পারফরম্যান্সে খুশি।’

আরও পড়ুন: ২০২৬-এর জুন পর্যন্ত চুক্তি বাড়ল স্টিম্যাচের, কিছু শর্তও জুড়ে দিল AIFF

এদিনের ম্যাচের সেরা প্লেয়ার সাহাল বলেন, ‘কোচই আত্মবিশ্বাস জুগিয়েছেন আক্রমণে এতটা আগ্রাসী হয়ে ওঠার জন্য। মাঝমাঠে নেমে বল নিয়ন্ত্রণে রাখারও চেষ্টা করেছি। স্বাধীন ভাবে খেলার সুযোগ পাচ্ছি এই দলে। সেই জন্যই ক্রমশ উন্নতি করতে পারছি। প্রতি ম্যাচে আমাদের দলের প্রত্যেকের আত্মবিশ্বাস বাড়ছে এবং তা ম্যাচেও প্রতিফলিত হচ্ছে। আমি নিজের খেলায় খুশি। নতুন দলের সতীর্থদের সঙ্গে খেলা খুবই উপভোগ করছি আমি।’

চেন্নাইয়িন ম্যাচের পর মোহনবাগান ফের ২৪ অক্টোবর এএফসি কাপের ম্যাচ খেলবে। ভুবনেশ্বরের মাঠে বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে তাদের। এএফসি কাপের গ্রুপ পর্বের ম্যাচে। তাই আপাতত দু’সপ্তাহেরও বেশি ছুটি সবুজ-মেরুন শিবিরের। তবে মাঝে দলের সাত জন প্লেয়ার ভারতীয় শিবিরে যোগ দেবেন। ফেরান্দো বলেছেন, ‘সামনের দীর্ঘ বিশ্রামে আমাদের পরবর্তী ম্যাচগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে। এর পর আমাদের সামনে এএফসি কাপের দু'টো ম্যাচ আছে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ কবে হবে জানি না। পুজোর উৎসব আছে ওই সময়ে। তাই এই নিয়ে ধন্দে রয়েছি। সামনে অনেক ম্যাচ আছে আমাদের।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধনু, মকর, কুম্ভ, মীনের মধ্যে শনিবার সৌভাগ্যের কৃপা কাদের ওপর?১৮ মের রাশিফল রইল সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিকের মধ্যে শনিবার কারা লাকি? রইল ১৮ মে রাশিফল দ মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? ১৮ মে শনিবারের রাশিফল দেখে নিন জিতেও বিদায় LSG-র, হেরে তলানিতেই MI, প্লে-অফের দৌড়ে অ্যাডভান্টেজ CSK ব্যর্থ হল রোহিতের লড়াই, নিজেদের ডেরায় হেরে লাস্টবয় হয়েই অভিযান শেষ মুম্বইয়ের কোহলির স্ট্রিট ক্রিকেট দলে জায়গা পেলেন রাসেল, বন্ধু এবিডি-কেও নিতে ভোলেননি বিরাট '১৫ বছর বয়স থেকেই আমার জীবনে ও আছে', শিখরের সঙ্গে প্রেমে ‘সিলমোহর’ জাহ্নবীর! কেজরিওয়াল ও আপের বিরুদ্ধে চার্জশিট দাখিল করল ইডি মালা পরাতে এসে কানহাইয়া কুমারের উপর হামলা, ছেটানো হল কালি, দেখুন Video শীতলকুচিতে গুলি, ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের কাছে রিপোর্ট চাইল CEO দফতর

Latest IPL News

ব্যর্থ হল রোহিতের লড়াই, নিজেদের ডেরায় হেরে লাস্টবয় হয়েই অভিযান শেষ মুম্বইয়ের কোহলির স্ট্রিট ক্রিকেট দলে জায়গা পেলেন রাসেল, বন্ধু এবিডি-কেও নিতে ভোলেননি বিরাট IPL 2024: চিন্নাস্বামীতে বাসি-পচা খাবার খেয়ে জ্ঞান হারালেন দর্শক! দায়ের হল FIR IPL-অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কত্ব করছে, শ্রেয়সের প্রশংসায় এবি স্পঞ্জের মতো জল শুঁষে নিচ্ছে আউটফিল্ড, RCB v CSK ম্যাচে বৃষ্টি নিয়ে চিন্তা নেই! টি২০ বিশ্বকাপের পরই অবসর নয়, আরও কয়েক বছর ক্রিকেট খেলতে চান, জানিয়ে দিলেন রোহিত IPL 2024-এর ভিত্তিতেই কি T20 WC 2024-র দল নির্বাচন করা হয়েছে? কী বললেন BCCI সচিব গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি IPL 2024-ধোনির এটাই শেষ মরশুম নয়, আরসিবি ম্যাচের আগে বড় বার্তা প্রাক্তন সতীর্থর ‘ভামিকা ভালোই ব্যাট চালাচ্ছে, তবে ক্রিকেটে আসবে কিনা’!মেয়েকে নিয়ে বিরাটের বার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.