দলকে ফাইনালে তুলতে পারেননি। তাঁর কোচিংয়েও গত মরশুমে সেই ভাবে সাফল্য পায়নি এটিকে মোহনবাগান। তবু নতুন মরশুমের জন্য তাঁকেই কোচ হিসেবে রেখে দিল সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। আরও এক বছরের চুক্তি করা হয়েছে স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোর সঙ্গে। যদি এটিকে মোহনবাগান কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ফেরান্দোর পারফরম্যান্সের কারণেই নাকি তাঁর উপর আস্থা রাখা হয়েছে। তবে অনেকেরই প্রশ্ন, আদৌ কি পারফরম্যান্স ভালো ছিল ফেরান্দোর?
এ দিকে ফেরান্দোর কোচিংয়ে ১ এপ্রিল থেকেই এএফসি কাপের জন্য প্রস্তুতিতে নেমে পড়তে চায় এটিকে মোহনবাগান। ১২ এপ্রিল যুবভারতীতে এএফসি কাপের ম্যাচ রয়েছে সবুজ-মেরুনের। তবে বাগান কোন দলের মুখোমুখি হবে, তা এখনও জানা যায়নি। এ দিকে শোনা যাচ্ছে, এএফসি কাপের ম্যাচে সম্ভবত দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হবে। সেটা হলে বহু দিন পর যুবভারতীর গ্যালারিতে বসে নিজেদের ভালোবাসার দলকে সমর্থন করতে পারবে মেরিনার্সরা।
গত বছর আন্তোনিও লোপেজ হাবাসের জায়গায় ফেরান্দোকে কোচ করে আনা হয়েছিল। এফসি গোয়া ছেড়ে এটিকে মোহনবাগানে যোগ দিয়েছিলেন ফেরান্দো। এই বছর তাঁর উপর আস্থা রাখার জন্য স্প্যানিশ কোচ কৃতজ্ঞ। ফেরান্দো বলেছেন, ‘গত মরশুমে আমার কাজকে সম্মান দিয়ে আস্থা রাখার জন্য দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ও টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ। আইএসএল মরশুমে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমি যুবভারতীতে ম্যাচ খেলতে নামার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করে আছি। মেরিনার্সদের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।