কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হার মানল না এটিকে মোহনবাগান। জনি কাউকোর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল সবুজ মেরুন ব্রিগেড।
বাঁশি বাজিয়ে খেলা শেষ করলেন রেফারি
জনি কাউকোর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ল দশ জনের এটিকে মোহনবাগান।
গোল….জনি কাউকো
জনি কাউকোর শেষ মিনিটের গোলে সমতায় ফিরল এটিকে মোহনবাগান। দশ জনের এটিকে মোহনবাগান আক্রমণের ঝাঁঝ কমায়নি। খেলার ফল ২-২।
ফের সুযোগ নষ্ট
৯০+৪ মিনিটে কিয়ানের কাছে সুযোগ এসেছিল। কিন্তু কেরালার রক্ষণের কাছে আটকে যায় এটিকে মোহনবাগানের আক্রমণ।
লাল কার্ড দেখলেন প্রবীর দাস
এখন দশ জনে খেলছে এটিকে মোহনবাগান। লুনার সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে প্রবীর দাসকে লাল কার্ড দেখান রেফারি।
৯০+২ মিনিটে গোল মিস
সুযোগ এসেছিল কেরালার সামনে কিন্তু বল পোস্টে লাগল। সেই কারণে ব্যবধান ২-১ থেকে গেল।
৭ মিনিটের অতিরিক্ত সময়
৯০ মিনিটের খেলা শেষ। সাত মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।
সুযোগ কাজে লাগাতে পারল না এটিকে মোহনবাগান
ম্যাচের ৮৯ মিনিটে কিয়ান ও মনবীরের কাছে সুযোগ এসেছিল কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারল না।
ফের পরিবর্তন করলেন ফেরান্দো
ম্যাচের ৮৭ মিনিটে প্রীতম কোটালের জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।
৮৫ মিনিটে খেলার ফল ২-১
এটিকে মোহনবাগান বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেরিনার্সরা। দুরন্ত খেলছেন প্রীতম কোটাল।
ম্যাচের দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেক
ম্যাচে এক গোলে পিছিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নেমেছেন হুগো বৌমাস ও রয় কৃষ্ণ। ম্যাচের ৭৫ মিনিটে খেলার ফল ২-১।
গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণ
ম্যাচের ৭৩ মিনিটে কেরালার বক্সে পৌঁছে গিয়েছিলেন রয় কৃষ্ণ। কিন্তু অফ সাইডের জালে আটকে যান কৃষ্ণ।
মাঠে নামলেন রয় কৃষ্ণ
ম্যাক হিউর জায়াগ মাঠে নামলেন রয় কৃষ্ণ। হতে এখনও ২০ মিনিট। কী হয় সেই দিকেই তাকিয়ে সকলে।
৭০ মিনিটে খেলার ফল ২-১
লুনার জোড়া গোলে এগিয়ে গেছে কেরালা ব্লাস্টার্স। এখন রয় কৃষ্ণর দিকে তাকিয়ে সবুজ মেরুন সমর্থকেরা। কখন নামবেন তিনি?
ফের এগিয়ে গেল কেরালা ব্লাস্টার্স
ম্যাচের ৬৪ মিনিটে লুনার গোলে ফের এগিয়ে গেল কেরালা ব্লাস্টার্স। দুরন্ত গোল করলেন লুনা। কেরালা ব্লাস্টার্সের হয়ে ম্যাচে জোড়া গলো করলেন লুনা।
৫০ মিনিটে খেলার ফল ১-১
ম্যাচের প্রথম থেকেই আক্রমণ-প্রতিআক্রণের খেলা চলছে। দুই দলই বেশকিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু সফল হতে পারেনি দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতে এটিকে মোহনবাগানে পরিবর্তন
শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। মাঝ মাঠের দখলের জন্য ডেভিড উইলিয়ামসের জায়গায় মাঠে এলেন হুগো বৌমাস।
৪৫+৩ মিনিট খেলার ফল ১-১
ম্যাচের প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলা উপহার দিল দুই দল। প্রথমে কেরালা এগিয়ে গেলেও কয়েক সেকেন্ড পরেই সমতায় ফেরে এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত খেলার ফল ১-১। দেখা যাক শেষ ৪৫ মিনিটে খেলার ফল কোন দিকে যায়।
৪৫ মিনিটে খেলার ফল ১-১
প্রথমার্ধে খেলার ফল এখনও ১-১। অতিরিক্ত ৩ মিনিট সময় দিয়েছেন রেফারি।
ফের ফ্রি কিক
এটিকে মোহনবাগানের হয়ে লিস্টন কোলাসো ফ্রি কিক নিয়েছিলেন। কিন্তু কেরালার গোলরক্ষকের কোনও অসুবিধা হয়নি।
কেরালার ব্যাক টু ব্যাক কর্ণার
ম্যাচের ৩৮ মিনিটে ব্যাক টু ব্যাক দুটো কর্ণার পেয়েছিল কেরালা ব্লাস্টার্স। কিন্তু ব্লাস্টার্সরা কর্ণারকে কাজে লাগাতে পারল না।
অমরিন্দরের অসাধারণ সেভ
ম্যাচের ৩৭ মিনিটে গোলের সামনে পৌঁছে গিয়েছিল কেরালা। কিন্তু সময় মতো বক্স ছেড়ে বেরিয়ে এসে এটিকে মোহনবাগানকে রক্ষা করেন অমরিন্দর।
এটিকে মোহনবাগানের আক্রমণ
ম্যাচের ৩৫ মিনিটে গোল করার সুযোগ ছিল লিস্টন কোলাসোর সামনে। কিন্তু কেরালা গোলরক্ষকের জন্য রক্ষা পেল ব্লাস্টার্স।
৩০ মিনিটে স্কোর লাইন ১-১
ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্রেক। ম্যাচের খেলার ফল ১-১। প্রথমে এগিয়ে গিয়েছিল কেরালা। পরে সমতায় ফেরে মোহনবাগান।
ফ্রি-কিক জিতল লিস্টন কোলাসো
কেরালার বক্সের সামনে ফ্রি কিক জিতলেন লিস্টন। কিন্তু সফল হল না এটিকে মোহনবাগান। ওয়ালে লাগে লিস্টনের ফ্রি কিক।
২০ মিনিটে খেলার ফল ১-১
ম্যাচের ২০ মিনিটে খেলার ফল ১-১। ম্যাচের ২২ মিনিটে পেরেরা দিয়াজ দারুণ একটা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে দেন অমরিন্দর।
লেনির লং রেঞ্জের চেষ্টা
ম্যাচের ১৫ মিনিটে দুরপাল্লার একটি শট নিয়েছিলেন এটিকে মোহনবাগানের লেনি। কিন্তু বল বিপদ সীমার উপর দিয়ে চলে যায়।
সমতায় ফিরল এটিকে মোহনবাগান
মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাউন্টার অ্যাটাক। এটিকে মোহনবাগানকে সমতায় ফেরাল ডেভিড উইলিয়ামস।
প্রথম গোলে এগিয়ে যায় কেরালা
আদ্রিয়ান লুনার অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে প্রথমে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। কোনও সুযোগ ছিল না অমরিন্দরের। এটিকে মোহনবাগানের গোলরক্ষক দাঁড়িয়ে দেখলেন।
শুরুতেই সুযোগ এটিকে মোহনবাগানের
প্রথমেই সুযোগ পেয়েছিল মোহনবাগান। ম্যাচের দু মিনিটেই সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু গোলের ঠিকানা খুঁজতে ব্যর্থ কাউকোর লক্ষ্য।
মাঠে চলে এসেছে এটিকে মোহনবাগান
বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। নিজের প্রিয় সেন্ট্রাল ডিফেন্সে ফিরছেন সন্দেশ।
মাঠে উপস্থিত হয়েছে কেরালা
আর কিছুক্ষেণর মধ্যেই শুরু হবে খেলা। তার আগে গোয়ার তিলক ময়দানে উপস্থিত হয়েছে কেরালা ব্লাস্টার্স।
দেখে নিন এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
আজ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেই আইএল তালিকায় শীর্ষে উঠে আসবে এটিকে মোহনবাগান। দলের প্রথম একাদশে নেই রয় কৃষ্ণ ও হুগো বৌমাস।
দেখে নিন কেরালা ব্লাস্টার্সের প্রথম একাদশ
মার্কো এবং খাবরা প্রথম একাদশে ফিরে এসেছেন। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে কেরালা। আজ জিতলে তারাও হায়দরাবাদ এবং এটিকে মোহনবাগানকে স্পর্শ করে ফেলবে কেরালা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।