বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > KBFC vs ATKMB Live: প্রথম আট মিনিটেই দুটো গোল! কাউকোর গোলে সমতায় ফিরল মোহনবাগান
শীর্ষস্থান দখলের জন্য এটিকে মোহনবাগানের লড়াই (ছবি:টুইটার)

KBFC vs ATKMB Live: প্রথম আট মিনিটেই দুটো গোল! কাউকোর গোলে সমতায় ফিরল মোহনবাগান

১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে পৌঁছে গেল এটিকে মোহনবাগান। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে রয়েছে কেরালা।

কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হার মানল না এটিকে মোহনবাগান। জনি কাউকোর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট পেল সবুজ মেরুন ব্রিগেড।

19 Feb 2022, 09:31:12 PM IST

বাঁশি বাজিয়ে খেলা শেষ করলেন রেফারি

জনি কাউকোর শেষ মুহূর্তের গোলে এক পয়েন্ট নিয়ে মাঠে ছাড়ল দশ জনের এটিকে মোহনবাগান।  

19 Feb 2022, 09:27:22 PM IST

গোল….জনি কাউকো

জনি কাউকোর শেষ মিনিটের গোলে সমতায় ফিরল এটিকে মোহনবাগান। দশ জনের এটিকে মোহনবাগান আক্রমণের ঝাঁঝ কমায়নি। খেলার ফল ২-২।

19 Feb 2022, 09:25:49 PM IST

ফের সুযোগ নষ্ট

৯০+৪ মিনিটে কিয়ানের কাছে সুযোগ এসেছিল। কিন্তু কেরালার রক্ষণের কাছে আটকে যায় এটিকে মোহনবাগানের আক্রমণ। 

19 Feb 2022, 09:24:33 PM IST

লাল কার্ড দেখলেন প্রবীর দাস 

এখন দশ জনে খেলছে এটিকে মোহনবাগান। লুনার সঙ্গে সংঘর্ষ হওয়ার ফলে প্রবীর দাসকে লাল কার্ড দেখান রেফারি।

19 Feb 2022, 09:23:32 PM IST

৯০+২ মিনিটে গোল মিস  

সুযোগ এসেছিল কেরালার সামনে কিন্তু বল পোস্টে লাগল। সেই কারণে ব্যবধান ২-১ থেকে গেল। 

19 Feb 2022, 09:21:46 PM IST

৭ মিনিটের অতিরিক্ত সময়

৯০ মিনিটের খেলা শেষ। সাত মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।  

19 Feb 2022, 09:20:56 PM IST

সুযোগ কাজে লাগাতে পারল না এটিকে মোহনবাগান

ম্যাচের ৮৯ মিনিটে কিয়ান ও মনবীরের কাছে সুযোগ এসেছিল কিন্তু তারা সেটা কাজে লাগাতে পারল না।

19 Feb 2022, 09:18:07 PM IST

ফের পরিবর্তন করলেন ফেরান্দো

ম্যাচের ৮৭ মিনিটে প্রীতম কোটালের জায়গায় মাঠে এলেন প্রবীর দাস।

19 Feb 2022, 09:16:17 PM IST

৮৫ মিনিটে খেলার ফল ২-১

এটিকে মোহনবাগান বেশ কিছু সুযোগ তৈরি করেছিল।  কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেরিনার্সরা।  দুরন্ত খেলছেন প্রীতম কোটাল।

19 Feb 2022, 09:07:34 PM IST

ম্যাচের দ্বিতীয় ড্রিঙ্কস ব্রেক 

ম্যাচে এক গোলে পিছিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। সমতায় ফেরার লক্ষ্যে মাঠে নেমেছেন হুগো বৌমাস ও রয় কৃষ্ণ। ম্যাচের ৭৫ মিনিটে খেলার ফল ২-১।

19 Feb 2022, 09:05:40 PM IST

গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন কৃষ্ণ

ম্যাচের ৭৩ মিনিটে কেরালার বক্সে পৌঁছে গিয়েছিলেন রয় কৃষ্ণ। কিন্তু অফ সাইডের জালে আটকে যান কৃষ্ণ। 

19 Feb 2022, 09:02:35 PM IST

মাঠে নামলেন রয় কৃষ্ণ

ম্যাক হিউর জায়াগ মাঠে নামলেন রয় কৃষ্ণ। হতে এখনও ২০ মিনিট। কী হয় সেই দিকেই তাকিয়ে সকলে। 

19 Feb 2022, 09:02:06 PM IST

৭০ মিনিটে খেলার ফল ২-১

লুনার জোড়া গোলে এগিয়ে গেছে কেরালা ব্লাস্টার্স। এখন রয় কৃষ্ণর দিকে তাকিয়ে সবুজ মেরুন সমর্থকেরা। কখন নামবেন তিনি?

19 Feb 2022, 08:55:17 PM IST

ফের এগিয়ে গেল কেরালা ব্লাস্টার্স

ম্যাচের ৬৪ মিনিটে লুনার গোলে ফের এগিয়ে গেল কেরালা ব্লাস্টার্স। দুরন্ত গোল করলেন লুনা।  কেরালা ব্লাস্টার্সের হয়ে ম্যাচে জোড়া গলো করলেন লুনা। 

19 Feb 2022, 08:41:14 PM IST

৫০ মিনিটে খেলার ফল ১-১

ম্যাচের প্রথম থেকেই আক্রমণ-প্রতিআক্রণের খেলা চলছে। দুই দলই বেশকিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু সফল হতে পারেনি দুই দল। 

19 Feb 2022, 08:36:53 PM IST

দ্বিতীয়ার্ধের শুরুতে এটিকে মোহনবাগানে পরিবর্তন  

শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। মাঝ মাঠের দখলের জন্য ডেভিড উইলিয়ামসের জায়গায় মাঠে এলেন হুগো বৌমাস। 

19 Feb 2022, 08:19:19 PM IST

৪৫+৩ মিনিট খেলার ফল ১-১

ম্যাচের প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলা উপহার দিল দুই দল। প্রথমে কেরালা এগিয়ে গেলেও কয়েক সেকেন্ড পরেই সমতায় ফেরে এটিকে মোহনবাগান। এখনও পর্যন্ত খেলার ফল ১-১। দেখা যাক শেষ ৪৫ মিনিটে খেলার ফল কোন দিকে যায়।

19 Feb 2022, 08:16:31 PM IST

৪৫ মিনিটে খেলার ফল ১-১

প্রথমার্ধে খেলার ফল এখনও ১-১। অতিরিক্ত ৩ মিনিট সময় দিয়েছেন রেফারি। 

19 Feb 2022, 08:11:23 PM IST

ফের ফ্রি কিক

এটিকে মোহনবাগানের হয়ে লিস্টন কোলাসো ফ্রি কিক নিয়েছিলেন। কিন্তু কেরালার গোলরক্ষকের কোনও অসুবিধা হয়নি।

19 Feb 2022, 08:10:02 PM IST

কেরালার ব্যাক টু ব্যাক কর্ণার 

ম্যাচের ৩৮ মিনিটে ব্যাক টু ব্যাক দুটো কর্ণার পেয়েছিল কেরালা ব্লাস্টার্স। কিন্তু ব্লাস্টার্সরা কর্ণারকে কাজে লাগাতে পারল না।

19 Feb 2022, 08:08:06 PM IST

অমরিন্দরের অসাধারণ সেভ

ম্যাচের ৩৭ মিনিটে গোলের সামনে পৌঁছে গিয়েছিল কেরালা। কিন্তু সময় মতো বক্স ছেড়ে বেরিয়ে এসে এটিকে মোহনবাগানকে রক্ষা করেন অমরিন্দর।

19 Feb 2022, 08:05:30 PM IST

এটিকে মোহনবাগানের আক্রমণ

ম্যাচের ৩৫ মিনিটে গোল করার সুযোগ ছিল লিস্টন কোলাসোর সামনে। কিন্তু কেরালা গোলরক্ষকের জন্য রক্ষা পেল ব্লাস্টার্স।

19 Feb 2022, 08:01:13 PM IST

৩০ মিনিটে স্কোর লাইন ১-১

ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্রেক। ম্যাচের খেলার ফল ১-১। প্রথমে এগিয়ে গিয়েছিল কেরালা। পরে সমতায় ফেরে মোহনবাগান।

19 Feb 2022, 07:58:07 PM IST

ফ্রি-কিক জিতল লিস্টন কোলাসো

কেরালার বক্সের সামনে ফ্রি কিক জিতলেন লিস্টন। কিন্তু সফল হল না এটিকে মোহনবাগান। ওয়ালে লাগে লিস্টনের ফ্রি কিক।

19 Feb 2022, 07:53:09 PM IST

২০ মিনিটে খেলার ফল ১-১

ম্যাচের ২০ মিনিটে খেলার ফল ১-১।  ম্যাচের ২২ মিনিটে পেরেরা দিয়াজ দারুণ একটা চেষ্টা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বাঁচিয়ে দেন অমরিন্দর।

19 Feb 2022, 07:46:00 PM IST

লেনির লং রেঞ্জের চেষ্টা

ম্যাচের ১৫ মিনিটে দুরপাল্লার একটি শট নিয়েছিলেন এটিকে মোহনবাগানের লেনি। কিন্তু বল বিপদ সীমার উপর দিয়ে চলে যায়।

19 Feb 2022, 07:40:58 PM IST

সমতায় ফিরল এটিকে মোহনবাগান

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কাউন্টার অ্যাটাক। এটিকে মোহনবাগানকে সমতায় ফেরাল ডেভিড উইলিয়ামস।

19 Feb 2022, 07:39:41 PM IST

প্রথম গোলে এগিয়ে যায় কেরালা

আদ্রিয়ান লুনার অসাধারণ ফ্রি-কিক থেকে গোল করে প্রথমে এগিয়ে যায় কেরালা ব্লাস্টার্স। কোনও সুযোগ ছিল না অমরিন্দরের। এটিকে মোহনবাগানের গোলরক্ষক দাঁড়িয়ে দেখলেন। 

19 Feb 2022, 07:34:41 PM IST

শুরুতেই সুযোগ এটিকে মোহনবাগানের

প্রথমেই সুযোগ পেয়েছিল মোহনবাগান। ম্যাচের দু মিনিটেই সুযোগ পেয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু গোলের ঠিকানা খুঁজতে ব্যর্থ কাউকোর লক্ষ্য। 

19 Feb 2022, 07:11:02 PM IST

মাঠে চলে এসেছে এটিকে মোহনবাগান

বাড়তি সতর্কতা নিয়েই মাঠে নামবে সবুজ-মেরুনের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। নিজের প্রিয় সেন্ট্রাল ডিফেন্সে ফিরছেন সন্দেশ।

19 Feb 2022, 07:08:02 PM IST

মাঠে উপস্থিত হয়েছে কেরালা

আর কিছুক্ষেণর মধ্যেই শুরু হবে খেলা। তার আগে গোয়ার তিলক ময়দানে উপস্থিত হয়েছে কেরালা ব্লাস্টার্স।

19 Feb 2022, 06:58:45 PM IST

দেখে নিন এটিকে মোহনবাগানের প্রথম একাদশ

আজ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জিতলেই আইএল তালিকায় শীর্ষে উঠে আসবে এটিকে মোহনবাগান। দলের প্রথম একাদশে নেই রয় কৃষ্ণ ও হুগো বৌমাস। 

19 Feb 2022, 06:58:46 PM IST

দেখে নিন কেরালা ব্লাস্টার্সের প্রথম একাদশ

মার্কো এবং খাবরা প্রথম একাদশে ফিরে এসেছেন। ১৫ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে কেরালা। আজ জিতলে তারাও হায়দরাবাদ এবং এটিকে মোহনবাগানকে স্পর্শ করে ফেলবে কেরালা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ফিস বা চিকেন নয়, ইন্টারনেটে জনপ্রিয় গোলাপ পাকোড়া! ভাইরাল ভিডিয়ো ঐতিহাসিক টেস্ট জয়ের জন্য শান্ত-শাকিবদের কোটি টাকার পুরস্কার দিল দেশের সরকার আরজি করে চিকিৎসক খুনের মামলায় সন্দীপ গ্রেফতার হতেই সরব তৃণমূলের 'বিদ্রোহী নেতা' কেনিয়ার কোচ হওয়ার এক মাসের মধ্যেই ছাঁটাই সচিন, দ্রাবিড়দের প্রাক্তন সতীর্থ! 'লাইনে এরপর… তাই চন্দ্রিমাকে CM বলেন', কালীঘাটের বৈঠক নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ ব্রাহ্মণ থেকে ধর্ম বদলে খ্রিস্টান? প্রয়াত সীতারামকে নিয়ে মুখ খুললেন স্বরা ভাস্কর করম পুজোয় কেন করম ডালের পুজো করা হয়? এই ঐতিহ্যের নেপথ্যের কাহিনি জেনে নিন 'এটা ঘাড় ধাক্কা?' কালীঘাটে বৈঠক ভেস্তে যাওয়ায় ডাক্তারদের তোপ দেগে বিস্ফোরক TMC ভিডিয়ো: ভারতীয় দলের সবচেয়ে ফিট ক্রিকেটার কে? কোহলির বদলে কার নাম নিলেন বুমরাহ! ধনুর কেমন কাটবে এই সপ্তাহটি? জেনে নিন ১৫ থেকে ২১ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.